DIY-(এসো নিজে করি) || বাঘের চিত্র অংকন (১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • বাঘের চিত্র অংকন
  • ২৪,অক্টোবর , ২০২১
  • রবিবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটি বাঘের চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ আমি একটি আর্ট করেছি। এটা আমার চতুর্থ আর্ট। একটি বাঘের চিত্র অংকন করার চেষ্টা করেছি। সেটাই আমার অংকনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

IMG_20211022_020829-01.jpeg


বাঘের দৃশ্যমান চিত্র
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • একটি সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • এক বক্স রঙিন পেন্সিল।

IMG_20211024_150619-01.jpeg



ধাপ-১

IMG_20211022_004752-01.jpeg

  • প্রথমে বাঘের কাঠামো পেন্সিল দিয়ে অংকন করেছি।

ধাপ-২

IMG_20211022_010313-01.jpeg

  • বাঘের চোখ ও মুখ অংকন করে নিয়েছি।

ধাপ-৩

IMG_20211022_010400-01.jpeg

  • তারপর চিত্রটিকে গারো করে নিয়েছি।

ধাপ-৪

IMG_20211022_011446-01.jpeg

  • হলুদ রং এর পেন্সিল দিয়ে বাঘটির গাঁয়ের কালার করতে শুরু করলাম।

ধাপ-৫

IMG_20211022_011753-01.jpeg

  • এইভাবে বাঘের উপরের অংশের হলুদ রং এর কাজ শেষ করলাম।

ধাপ-৬

IMG_20211022_012420-01.jpeg

  • বাঘটির নাকের অংশ লাল করে নিয়েছি।

ধাপ-৭

IMG_20211022_013125-01.jpeg

  • তারপর বাঘটির মুখের সৌন্দর্যতা বৃদ্ধি করেছি।

ধাপ-৮

IMG_20211022_014435-01.jpeg

  • বাঘের শরীরে ডোরা কাটতে শুরু করলাম কালো পেন্সিলেরে মাধ্যমে।

ধাপ-৯

IMG_20211022_015615-01.jpeg

  • এইভাবেই অংকিত বাঘের সমস্ত শরীরে ডোরা কাটার কাজ শেষ করা হলো।

ধাপ-১০

IMG_20211022_015808-01.jpeg

  • বাঘের মুখে নাকের দুপাশে পেন্সিল দিয়ে বড় চুল একে নিয়েছি। এইভাবে একটি বাঘের চিত্র অংকন কাজ শেষ করলাম।

ধাপ-১১

IMG_20211022_020321-01.jpeg

  • বাঘের অংকন কাজ শেষ হলে বাঘের অবস্থানের সৌন্দর্য বৃদ্ধি করেছি। নীল কালারের পেন্সিল দিয়ে বাঘের পায়ের নিচে ঘাস অংকন করেছি। এইভাবে সমস্ত অংকনের কাজ শেষ করেছি।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  

ভাল ছিল সবকিছু।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

পেইন্টিংটা খুব ভালো, বন্ধু, শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপনি বন্ধু

 3 years ago 

বাগের চিত্রটি খুব সুন্দর এঁকেছেন আপনি। আপনার এই চিত্র টি আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা রইল

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল।

বাহ ভাই বাহ! অনেক সুন্দর ভাবে বাঘের ছবিটি এঁকেছেন। এত সুন্দর ভাবে এঁকেছেন , মনে হচ্ছে যেন ওরজিনাল বাঘ । দেখে তো ভয় পেয়ে গেলাম।

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভয়ের কোন কারণ নাই বাস্তবতাকে তুলে ধরার ক্ষমতা নেই আমার ধন্যবাদ।

 3 years ago 

আপনার বাঘের চিত্র অংকন টি অনেক সুন্দর হয়েছে। আর এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। তাই আপনাকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 3 years ago 

ওয়াও ভাইয়া,বাঘের ড্রয়িং টি একদম বাস্তব বাঘের মত লাগছে।আপনি খুব সুন্দর ভাবে বাঘের ড্রয়িং টি করেছেন। বাঘের ড্রয়িং এর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল আপু।

 3 years ago 

বাঘের আর্টটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি বাঘের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

বাহ ভাইয়া আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আপনি অনেক সুন্দর ভাবে রয়েল বেঙ্গল টাইগার বাঘের ছবি অঙ্কন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি।

 3 years ago 

চেষ্টা করি ভালো কিছু আকার ধন্যবাদ।

 3 years ago 

বাঘ মামা এতো রেগে আছে কেনো ভাইয়া?
অবশ্য বাঘের চেহারা রাগান্বিত না হলেই বরং দেখতে ভালো লাগেনা। অনেক সুন্দর একটি অঙ্কণ কার্য করেছেন আপনি।

 3 years ago 

কারণ বাঘের রাগ্বানিত অবস্থায় বেশি ভালো লাগে। সেই জন্যই রেগে আছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

ও মা!বাঘ দেখি আমার দিকেই তাকা আছে।খুব ভয় লাগছে দেখে।

অসাধারণ অংকন করেছেন ভাই।জাস্ট ওয়াও।

শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

প্রত্যেকের কাছে সেই রকমই মনে হবে ধন্যবাদ।