তবু কেনো তুমি আঁখি করে নতো
রয়েছো একলা বসি,
চেয়ে দেখো ঐ ডুবে গেছে বেলা
উঠেছে আঁকাশের শশি।
আপু আপনার লেখা কবিতার অন্তর্নিহিত বিষয় যথেষ্ট ভাল ছিল। বিশেষ করে মানুষের জীবনের সুখ-দুঃখের বিষাদ ময় গল্প খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। মানুষের কষ্ট দিলে সেই কষ্ট আজীবন মনে থাকে যা কখনো ভুলবার নয়। এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য।