যেকোনো গল্প যত ভালো উপস্থাপনা হয় সেই গল্প পড়ার মধ্যেও অনেক মজা খুঁজে পাওয়া যায়। শ্রাবণ সন্ধ্যায় আসলে সেই সময়ের মানুষের সাহসিকতা বর্তমান সময়ে যেটা অবাক করে । ঠাকুমার সেই সাহসিকতা ডাকাতকে ভাই বানিয়ে ডাকাতের কাছে ডাকাতি করা। নিজেই তাদের ডাকাতি করা সবকিছু ছিনিয়ে নিতেন দারুন একটা বুদ্ধি। খুবই ভালো লেগেছে এইটুকু। তাছাড়া কুমিরের আক্রমণ সত্যি সেই সময়ের ভয়ানক গল্প গুলো পড়তে এবং শুনতে ভালো লাগে।