আপনার মৌমাছির আর্ট পোস্ট দেখে মনে পড়ে গেল ছোট্টবেলার সেই কবিতা। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই। ছোট্টবেলার অনেক সুন্দর সুন্দর কবিতা যেগুলো খুবই মিস করি। অনেক সুন্দর করে মৌমাছির আর্ট করেছেন দেখতে দারুণ লাগছে । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।