গ্রাম এর মানুষের জীবন যাত্রা (The life journey of the people of the village)|| (06-07-2021)বাংলাদেশ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • গ্রাম এর মানুষের জীবন যাত্রা
  • ৭,জুলাই , 2021
  • মঙ্গলবার

আজ আমি আপনাদের সামনে আমার গ্রামের মানুষ এর জীবন যাত্রা মান তুলে ধরার চেষ্টা করবো।গ্রামের মানুষ কঠোর পরিশ্রম করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে।

20210529_145446.jpg

হাঁড়ি পাতিল বিক্রেতা


https://w3w.co/junction.clipboards.jubilant

  • এই ছবিতে দেখতে পারছেন একজন লোক একটি সাইকেলে করে হাঁড়ি ও পাতিল বিক্রি করছেন। তিনি প্রতিদিন সাইকেলে করে হাঁড়ি পাতিল বিক্রি করেন। এইভাবে গ্রামের পর গ্রাম ঘুরে বিক্রি করেন।তিনি কঠোর পরিশ্রম করে জীবন জীবিকা নির্বাহ করে। যা ছবিতে দৃশ্য মান।

20210527_141018.jpg

ঘোড়ার গাড়ি


https://w3w.co/junction.clipboards.jubilant

  • আপনারা ছবিতে দেখতে পারছেন একটি ঘোড়ার গাড়ি করে কিছু মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। আর ঘোড়ার গাড়ির চালক সাথে হেঁটে যাচ্ছে। তিনি মাঠে কলার বাগান থেকে কলা বোঝাই করেছেন। এই কলা বিভিন্ন বাজারে বিক্রি করা হবে।

20210630_160233.jpg

জাল সেলাই করছে


https://w3w.co/junction.clipboards.jubilant

  • তিনি একজন জেলে নদীতে মাছ মারতে জাল প্রস্তুত করছে। তিনি প্রতি বছর এই সময় নদীতে মাছ মারতে যান।বর্ষার মৌসুমে নদীতে অনেক পানি থাকে জেলেরা নৌকা করে মাছ ধরে।তিনি আশাবাদী এবার অনেক মাছ মারতে পারবেন।

20210512_121814.jpg

কৃষক জমিতে পাটের বীজ বুনছেন


https://w3w.co/junction.clipboards.jubilant

  • এই ছবিতে দেখতে পারছেন একজন কৃষক জমিতে পাটের বীজ বুনছেন। তিনি এবার অনেক আশাবাদী পাট চাষ করে লাভবান হবে। এক বিয়ে জমিতে পাট চাষ করছেন।আপনারা তার পাট বোনার দৃশ্য দেখতে পারছেন।

20210512_102332.jpg

লাঙ্গল দিয়ে জমি চাষ


https://w3w.co/junction.clipboards.jubilant

  • এই ছবিতে জমি চাষের দৃশ্য দেখতে পারছেন। একজন পাও টিলার দিয়ে জমি চাষ করছে। তিনি কৃষি জমি চাষের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করেন।জমি চাষ এর পর মঈ দিয়ে সমান করা হচ্ছে। জমিতে পাট চাষের উপযোগী করছেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার পরিচয় দিয়ে একটি পোস্ট তৈরী করুন। অথবা আপনার ভেরিফাইড এচিভমেন্ট ওয়ান এর লিংক এইখানে দিন

 3 years ago (edited)

ঠিক আছে ভাই। আমার পরিচয় দিয়ে একটি তৈরি পোস্ট করবো