স্পোর্টস :ইংলিশ প্রিমিয়ার লিগ ( ম্যানসিটি ^ এভারটন )//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- ইংলিশ প্রিমিয়ার লিগ (ম্যানসিটি ^এভারটন )
- ২৬, ডিসেম্বর ,২০২৪
- বৃহস্পতিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিঃ CRICFY TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
ম্যাচের পরিসংখ্যান:
ম্যানসিটি | এভারটন |
---|---|
মোট শট-২৪ | মোট শট-০৮। |
টার্গেটের শট-০৫ | টার্গেটের শট-০৩। |
দৈর্ঘ্য | ৯০ মিনিট । |
বল পজিশন -৬৭% | বল পজিশন -৩৩% |
পাস করে -৬৩৮ | পাস করে -৩১৬ |
পাস নির্ভুলতা-৯০% | পাস নির্ভুলতা-৮১% |
ফাউল-০৫ | ফাউল-১০ |
---|---|
হলুদ কার্ড- ০১ | হলুদ কার্ড - ০৪ |
রেড কার্ড- ০০ | রেড কার্ড-০০ |
অফসাইডস-০২ | অফসাইডস-০২ |
কোণ-০৪ | কোণ- ০৫ |
সময়কাল রাত ৬.৩০ টায় | ২৬.১২.২০২৪ইং |
ফলাফল : | ম্যানসিটি-০১ এভারটন -০১ |
ম্যাচের সারসংক্ষেপ
আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।
আজকে আপনাদের সাথে আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচের রিভিউ নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট করার চেষ্টা করি ।যেটা ধারাবাহিকভাবে করে চলেছি। আমি ফুটবল খেলা খুবই পছন্দ করি এখনো রাত জেগে ফুটবল খেলা দেখা হয়। এটা অনেক আগে থেকেই অভ্যাস হয়ে গিয়েছে্ বিশেষ করে ক্লাবের খেলা গুলো যেগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকে আজকে ইংলিশ প্রিমিয়ার লিগের দারুন একটি ম্যাচ নিয়ে হাজির হলাম। যেখানে ম্যানসিটি বনাম এভারটন তাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ম্যানসিটির পারফরমেন্স প্রিমিয়ার লিগের শুরুতে ভালই ছিল হঠাৎ তাদের পারফরমেন্স এতটা খারাপ হবে ভাবতেও পারিনি।
গত কয়েক মৌসুম তারা অসাধারণ ফুটবল খেলেছে ।ফুটবলের ছন্দ সেটা তাদের মধ্যে খুঁজে পেয়েছি। ক্লাবের খেলা যত দেখেছি তাদেরকে খেলা খুবই সুন্দর সবচেয়ে ভ্যালুয়েবল দল। ম্যান সিটি সেই দলের এরকম কোন অবস্থা হবে কখনো আশাই করিনি গত মৌসুমে তারা লীগ শিরোপা জিতেছে । এই মৌসুমে তারা ভালোই পারফরম্যান্স দিয়ে শুরু করেছিল। এবারও ভেবেছিলাম তারাই লিগ শিরোপা জিতবে। টানা অনেকগুলো ম্যাচ এতটাই পারফরম্যান্স খারাপ ছিল যে যেটা মেনে নেয়ার মত নয় ।যেখানে রয়েছে ভালো একজন কোচ। দুর্বল প্রতিপক্ষের কাছেও বাজেভাবে হওয়াটা সত্যিই ও প্রত্যাশিত আজকের ম্যাচটি দুর্বল প্রতিপক্ষের সাথেও ছিল। তাদের যে পারফরম্যান্স সেই হিসেবে এই ম্যাচটি ড্র হওয়া সম্ভাবনা বেশি ছিল।
তাদের পারফরমেন্স ভক্তসমর্থকদের হতাশ করেছে । তবুও আমি আশা রেখেছিলাম এই ম্যাচটি ম্যানসিটি জিতবে এর আগের ম্যাচে এভারটন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে অনেক ভালো পারফরমেন্স করেছিল ।ম্যান সিটি খেলার শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে যেটা আগের তুলনায় খুবই কম। যেভাবে তারা প্রথমার্ধে গোল করত এটা এখন আর দেখতে পাই না। যদিও ১৪ মিনিটের মাথায় সিলভার গলে ম্যান সিটি এক শূন্য তে এগিয়ে যায়। তখন আশা করেছিলাম এই ম্যাচটিতে গোলের সংখ্যা অনেক বাড়বে কিন্তু তারা সহজ সুযোগ অনেকগুলো মিস করে। প্রথমার্ধে খেলা প্রায় শেষের দিকে ৩৬ মিনিটের মাথায় এবার টোন গোল দিয়ে দলকে সমতায় ফেরায়।
যাইহোক, এবার ইংলিশ প্রিমিয়ার লিগের টপ ফোর থেকেও নিচে রয়েছে ম্যানসিটি। এক নম্বরের রয়েছে লিভারপুল তাদের পারফরমেন্স খুবই ভালো পয়েন্ট টেবিলে তারা অনেক এগিয়ে গিয়েছে অন্যান্য দলের থেকে। ম্যানসিটি তাদের থেকে সতেরো পয়েন্ট পিছিয়ে পড়বে আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখলে। সেরা চার দলের মধ্যে থাকার সম্ভাবনা খুবই কম। এমনিতেই ইংলিশ প্রিমিয়ার লিগে দুই এক পয়েন্টের ব্যবধান অনেক বড় প্রতিটা দলের কাছে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড এর মত পরিণতি হয়েছে ন্যান্সিটির জেতার কথা যেন তারা ভুলে গিয়েছে।
যেভাবে তারা পারফরমেন্স দূরে রেখেছে তাদের পক্ষে ম্যাচ জেতা সম্ভব নয় তাদের দলের কোচ পেপ গার্ডিওয়ালা কোনভাবেই দলকে পারফরমেন্সের আওতায় আনতে পারছে না। দলের মধ্যে দুই একজন প্লেয়ার ইনজুরি থাকা অবস্থায় তাছাড়া অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। তাদের পারফরম্যান্স এতটাই বাজে যেটা কখনো ভাবতেও পারা যায় না। নির্দিষ্ট টাইমের বিরতি শেষে আবার খেলা শুরু হয় দুই দল গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। এক সময় ম্যানসিটির কথা শুনলে অন্যান্য দল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে খেলার চেষ্টা করত কিন্তু বর্তমান তারা গোল দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সেটাই দেখতে পেয়েছি এই ম্যাচটিতে।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে ম্যাচিটির ম্যাচটি যে তা খুবই প্রয়োজন ছিল কিন্তু কোনভাবেই তারা গোল করতে পারছিল না তাদের অ্যাটাকিং মুভমেন্ট খুবই খারাপ ছিল। অন্যদিকে এবার টোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে খেলার চেষ্টা করে খেলা প্রায় শেষের দিকে তবুও কোন গোলের দেখা নেই। এভাবে চলতে থাকলে ম্যানসিটির করুন অবস্থা হয়তো সমর্থকদের হতাশ করবে। তেমন একটা ভালো নয় তাদের সাথে ম্যাচটি জিততে না পারলে এই মৌসুমে তাদের করুন পরিণতি ভোগ করতে হবে। নির্দিষ্ট টাইম এর খেলা শেষ হয়ে গেল কিন্তু আর কোন গোল দেখতে পাইনি এক এক গোলে ড্র শুধুমাত্র সান্তনা নিয়েই ম্যাচটি শেষ হয়। আশা করি আপনাদের কাছে ম্যাচের রিভিউ পড়ে অনেক ভালো লাগবে।
ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সিটির এই খারাপ সময় টা একেবারে স্বাভাবিক। একটানা চার পাঁচ সিজেন আপনি যখন অপ্রতিরোধ্য থাকবেন। একটা সিজেন আপনার খারাপ যাবেই এটা নিয়ম। ম্যানসিটি এখন এই সময় টাই পার করছে। তবে হ্যালান্ডের পেনাল্টি মিস টা একেবারে অনাকাঙ্খিত ছিল।