ডায়মন্ড ও ফেইক!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে যদি কথা বলি। তাহলে খুব বেশি ভয়াবহ পরিস্থিতি বলা চলে। কারণ বর্তমানে আসলে সবকিছু ঠিক থাকলেও যেটা একেবারেই ঠিক নেই। সেটা হচ্ছে মানুষের মন। কারণ মানুষের মনের এখন একমাত্র কারণ হলো চিন্তা করা যে কি করে অন্য মানুষকে ঠকানো যায় এবং তার আরো একটি বড় দৃষ্টান্ত নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি।
কিছুক্ষণ আগে একটি নিউজ পড়লাম। জানিনা এই পোস্টটি আমি কখন আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু এই নিউজটি আমি যেদিন পড়েছি সেদিনই আপনাদের জন্য এই লেখাটি লিখছি। আসলে মূলত বাংলাদেশে বলা হচ্ছে যে, কোনো রকম কোনো ডায়মন্ড ই খুব একটা বিক্রি হয় না। একেবারেই যে বিক্রি হয় না তা নয়। কিন্তু ডায়মন্ডের নামে বেশিরভাগ যেটা বিক্রি হয়, সেটা হচ্ছে এক দামি কাঁচ। অর্থাৎ এতোদিন যারা এত এত টাকা দিয়ে ডায়মন্ড কিনেছে। তারা শুধুমাত্র কাঁচ কিনেছে আর কিছুই না।
কথাগুলো হয়তো আমি অনেক সহজেই বলে ফেললাম। কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে, প্রতিটি সংসারের এই যে দামি দামি প্রতিটি জুয়েলারির কিন্তু আলাদা আলাদা একটি গল্প থাকে। কারণ বাংলাদেশ আসলে এমন কোনো দেশ হয়ে যায়নি যে, শুধুমাত্র বিলাসিতা করার জন্য কেউ জুয়েলারি কিনবে। হ্যাঁ অনেকেই রয়েছে। কিন্তু আমি পুরো দেশের কথা বলছি। আর সেই রকম একটি দেশের অবস্থা যদি এমন হয়। অর্থাৎ মানুষ তার নিজের কষ্টের টাকা দিয়ে যদি কাঁচ কিনতে যায়, তাহলে কেমনটা হয় বলেন!
আমি শুধু এটাই বলতে চাচ্ছি এবং এটা ভেবেই অবাক হচ্ছি যে, একটা দেশের দুর্নীতির পরিস্থিতি কতোটা খারাপ হলে এরকম পরিস্থিতির শিকার আমরা হই। আমার তো এখন ভয় করে যে আমরা তো ভেজাল খাই ই, এটা ঠিক। কিন্তু ভেজাল এর মধ্যেও যে কি ভয়ঙ্কর ভেজাল খাই, সেটাই এখন ভাবি আমি।কারণ বর্তমানে দেশের যেদিকেই তাকাই না কেনো। সেদিকেই শুধুমাত্র দুর্নীতি আর দুর্নীতি। অর্থাৎ কোনো ভালো কিছুই নেই।