আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭|| আমার প্রিয় শীতকালীন সবজির রেসিপি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ২৯ ই ডিসেম্বর ২০২৪ ইং
প্রতি বছর শীতকাল চলে আসলেই আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ বিভিন্ন ধরনের সবজি রেসিপি তৈরি করার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে।প্রতি বছরের ন্যায় এবারও একটি শীতকালীন সবজি রেসিপি তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজন টি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর সবজি রেসিপি দেখতে পারবো। নতুন নতুন অনেক ধরনের সবজি রেসিপি শিখতে পারবো এই প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতা টি আমাদের সকলের জন্য খুবই উপকারী একটি প্রতিযোগিতা। আশা করছি এই প্রতিযোগিতার মধ্যে সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবে।
প্রয়োজনীয় উপকরণ :
- বাটা মাছ
- ফুল কপি
- টমেটো
- আলু
- সিম
- বেগুন
- পেঁয়াজ
- মরিচ
- তেল
- লবণ
- মশলা
কার্যপ্রণালী:
ধাপ-১:
প্রথমে বাটা মাছ গুলো ভালো ভাবে পরিস্কার করে নিলাম।যাতে করে মাছের মধ্যে কোন ধরনের ময়লা না থাকে।মাছ গুলো পরিস্কার করে মাঝ বরাবর কেটে নিলাম।
ধাপ-২:
এরপর আমরা কিছু পরিমাণ সিম, কিছু পরিমাণ আলু, কিছু পরিমাণ টমেটো, কিছু পরিমাণ ফুল কপি এবং কিছু পরিমাণ বেগুন নিয়ে নিলাম। এগুলোই মূলত সবজির প্রধান উপকরণ।আর এসব কিছুই শীতকালীন সবজি।
ধান-৩:
এরপর আমরা রেসিপি তৈরি করার জন্য একটি কড়াই নিয়ে নিলাম। এই কড়াই এর মধ্যে আমরা আমাদের আলু, বেগম, শিম, মাছ, ফুল কপি ইত্যাদি সব কিছু নিয়ে নিলাম।
ধাপ-৪
এরপর আমরা মরিচ এবং পেঁয়াজ আলাদা করে একটি বাটনের মধ্যে মিক্সড করে নিলাম। সেই মিক্সড গুলো আলু, বেগম, শিম, মাছ, ফুল কপি ইত্যাদির মধ্যে মিশ্রণ করে দিলাম।
ধাপ-৫
এরপর আমরা তার সাথে কিছু পরিমাণ হলুদ এবং কিছু পরিমাণ মশলা মিশ্রণ করে নিলাম। হলুদ এবং মশলার কারণে যে কোন ধরনের রেসিপির স্বাদ অন্যরকম হয়।
ধাপ-৬
এরপর আমরা কিছু পরিমাণ তেল দিয়ে সব কিছু একত্রিত করে মিক্সড করে নিলাম। এমনভাবে মিক্সড করবো যাতে করে সব ধরনের উপকরণ মিক্সড হয়ে যায়।
ধাপ-৭
এরপর আমরা সব কিছু মিক্সড করার পর পরিমাণ মতো পানি ঢেলে নিলাম। তবে, পানির পরিমাণ একদম পরিমাণ মতো হতে হবে। পানির পরিমাণ বেশি হয়ে গেলে রেসিপি খারাপ হয়ে যাবে।
ধাপ-৮
আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে পাতিলের মুখ বন্ধ করে দিলাম এবং পাতিলের নিচে হিট দিলাম। বেশ কিছু সময় পরে পাতিলের মুখ খুলে সব গুলো উপকরণ একটু নাড়াচাড়া করে দিলাম।
ধাপ-৯
আবার আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে পাতিলের মুখ বন্ধ করে দিলাম এবং বেশ কিছু সময় পরে পাতিলের মুখ খুলে নিলাম। পাতিলের মুখ খোলার পর দেখতে পারলাম আমাদের রেসিপি তৈরি সম্পন্ন হয়েছে।
আমি হালকা পরিমাণ ঝোল রেখে সবজি রেসিপি তৈরি করেছিলাম। রেসিপি টি খেতে অনেক বেশি ভালো লেগেছিল।আর শীতকালীন সবজি ব্যবহার করে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়।
আমার তৈরি করা রেসিপি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
শীতকাল মানেই আমার বাংলা ব্লগে আয়োজন করা হয় বিভিন্ন রকম শীতকালীন পিঠাপুলি অথবা সবজির রেসিপি। আর যেটা আমার কাছে অসম্ভব ভালো লাগে।তবে আপনি আজকে বাটা মাছ দিয়ে বিভিন্ন রকম সবজির দারুন একটা রেসিপি তৈরি করেছেন। এটা অনেক লোভনীয় লাগছে। আসলে এই শীতকালে এরকম সবজি গুলো খেতে খুব ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমান সবজি সব সময় পাওয়া গেলেও শীতের সময় এর মতো খেতে মজা লাগে না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। রেসিপি দেখে বেশ লোভ লেগে গেল। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে সাদর অভিনন্দন জানাচ্ছি। এবারের কনটেস্ট এ দারুন একটি টপিকস নির্ধারণ করা হয়েছে। যার ফলে আমরা দারুণ সব শীতকালীন সবজির রেসিপি দেখতে পাচ্ছি সবার পোস্টেই। যেমন আপনার শীতকালীন রেসিপিটি দেখলাম। দেখেই যেন জিভে জল চলে আসলো, মনে হচ্ছে বেজায় টেস্টি হয়েছিল। বাটা মাছ ফুলকপি বেগুন এবং সিম দিয়ে লোভনীয় একটি শীতকালীন রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাইয়া তো দেখছি সুন্দর একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনি বেশ সুন্দর করে রেসিপিটি করেছেন। শীতের সবজি দিয়ে এমন করে রেসিপি করলে কিন্তু খেতে দারুন লাগে। শুভ কামনা রইল আপনার জন্য।
ভাই আপনি শীতকালীন সবজি দিয়ে বাটা মাছের চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। সবজি দিয়ে মাছ রান্না সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেকগুলো সবজির সাথে মজাদার মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক লোভনীয় লাগছে ভাইয়া। মজাদার এই রেসিপি শেয়ার করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শীতের মজাদার রেসিপি তৈরি করেছেন। প্রতিযোগিতা অনুষ্ঠান করা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এভাবে আপনার রেসিপি পরিবেশনটা আমার ভালো লেগেছে।
প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন ভাইয়া আপনি দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি সবজি রেসিপি অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে। রেসিপি তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। মজাদার এই রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আপনি খুবই সুস্বাদু মজাদার সবজি রেসিপি তৈরি করেছেন। পরিবেশনটা দেখে ভালো লাগলো।