বদরগঞ্জ পৌষ মেলা ২০২৪ ( প্রথম পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ৩১ ই ডিসেম্বর ২০২৪ ইং
প্রতি বছর শীতকালের শুরুতে বাংলাদেশের বেশিরভাগ গ্ৰাম এলাকা গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ছোট বড় মেলার আয়োজন করা হয়ে থাকে।আর এই মেলা গুলো গ্ৰামের সর্বস্তরের মানুষ উপভোগ করার চেষ্টা করে থাকেন। বিশেষ করে বাংলাদেশের মধ্যে এরকম মেলা গুলো প্রায় প্রতিবছরই হয়ে থাকে। আপনারা যারা গ্ৰামের মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই এই সব মেলা বিষয়ে অবগত আছেন। আর যারা শহরের মধ্যে বসবাস করে থাকেন, তারা ও হয়তো এই সব মেলা বিষয়ে অবগত আছেন। পৌষ মাসের শুরু থেকে মাঘ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের বেশিরভাগ ফসলি জমি পড়ে থাকে।আর এই সুযোগে এই মাঠ গুলোর মধ্যে মেলার আয়োজন করার একটি বিশাল থাকে।আর এই সুযোগ কাজে লাগিয়ে মেলার আয়োজন করা হয়।
আমাদের বদরগঞ্জ উপজেলার মধ্যে প্রায় প্রতি বছর শীতকাল চলে আসলেই এই মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও এই মেলার আয়োজন করা হয়েছে। তবে, এবছর মেলার স্থান পরিবর্তন করা হয়েছে। অন্যান্য সব বছরে এই মেলা টি বদরগঞ্জ হাটের পাশে আয়োজিত হতো। কিন্তু এবছর বদরগঞ্জ উপজেলার চান্দামারি ব্রিজের পাশে আয়োজন করা হয়েছে।আর এবছর বিশাল বড় একটি ফসলের মাঠের মধ্যে এই মেলা টি আয়োজন করা হয়েছে। এটা আসলে অনেক বেশি ভালো হয়েছে। কেননা, বদরগঞ্জ বাজারে তেমন একটা ভালো জায়গা ছিল না।তাই মেলার স্থান পরিবর্তন করে এখানে নিয়ে আসা হয়েছে। এখানকার প্রতিটি ফসলের মাঠ বর্তমান ফাঁকা রয়েছে।
আর এই সুযোগে তাঁরা মেলা টি এই মাঠের মধ্যে আয়োজন করেছে। বদরগঞ্জ পৌষ মেলা আমাদের এলাকার একটি প্রাচীনতম মেলা। দীর্ঘ দিন ধরে এই মেলা টি হয়ে আসছে। আমরা আমাদের গ্ৰামের বেশ কয়েকজন বৃদ্ধ বয়সের মানুষের কাছে থেকে শুনেছিলাম যে, এই মেলা টি প্রায় সত্তর থেকে আশি বছরের ও অধিক সময় আগে থেকেই হয়ে আসছে। তবে, কোন সময় বন্ধ ছিল না এই মেলা টি। ধারাবাহিক ভাবে প্রতি বছর এই মেলা টি হয়ে আসছে। প্রতি বছর একই সময়ে এই মেলা টি শুরু হয়। আবার একই সময়ে এই মেলা টি শেষ হয়ে যায়।
এই মেলাটি এই বছরের পৌষ মাসের শুরুতে উদ্ভোধন করা হয়েছে।পুরো পৌষ মাস জুড়ে চলতে থাকবে এই। বদরগঞ্জ উপজেলার প্রতিটি গ্ৰামের মানুষেরা এই মেলা টি উপভোগ করার চেষ্টা করেছেন। বদরগঞ্জ ছাড়া ও আরো অনেক দুরদুরান্ত থেকে এই মেলার মধ্যে মানুষ ঘুরতে আসেন। এবছর বেশ জাঁকজমকপূর্ণ ভাবে মেলাটি চলছে। আমরা আমাদের গ্ৰামের বেশ কয়েকজন বন্ধু বান্ধব সহ বেশ কিছু দিন আগে রাতের বেলা ঘুরতে গিয়েছিলাম। আসলে গ্ৰাম্য মেলা গুলো রাতের বেলা জমে উঠে।রাত বারোটা থেকে একটা পর্যন্ত এই মেলার প্রতিটি কার্যক্রম চলতে থাকে। আমরা সেদিন সকলে মিলে রাতের বেলা ঘুরতে গিয়ে দেখতে পারলাম, মেলার মধ্যে প্রায় সকল ধরনের কার্যক্রম চলছে।
আমরা পুরো মেলার মধ্যে বেশ কিছু সময় ধরে ঘোরাফেরা করলাম। ঘোরাঘুরি করতে বুঝতে পারলাম, এবছর মেলা টি দারুন ভাবে জমে উঠেছে। তবে, অন্যান্য সময়ে এতো সুন্দর জমে উঠে না। এবছর মেলা টি ফাঁকা জায়গায় হ ওয়ায় একটু বেশি জমে উঠেছে। মানুষের ভীড় ও বেশ ভালোই।পুরো মাস জুড়ে এভাবেই মেলা টি চলতে থাকবে। আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে ঘোরাফেরা করার পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মেলার মধ্যে ঘোরাঘুরি করতে শুরু করলাম। বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম আমরা সেদিন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
বদরগঞ্জ উপজেলার এই গ্রামীণ মেলাটিতে আপনি বেশ আনন্দ করেছেন বোঝাই যাচ্ছে। এই মেলাতে দেখছি সবকিছুর আয়োজন একেবারে পরিপাটি। বাচ্চাদের রাইড থেকে শুরু করে খাবার দাবার দোকান, সবই তো একেবারে সুন্দর করে সাজানো। এমন মেলায় গিয়ে কিছু সময় আনন্দ করে আসতে খুব ভালো লাগে।
শীতকাল উপলক্ষে কমবেশি সব জায়গাতে দেখছি মেলার আয়োজন করা হয়েছে। আমাদের এদিকেও মেলার কথা শুনেছিলাম তবে এখনো যাওয়া হয়নি। পৌষ মেলাতে গিয়ে আপনারা দারুন মুহুর্ত কাটিয়েছেন। বেশ ভালো লাগলো আপনাদের কাটানো মুহূর্ত দেখে। রাতের বেলা বিভিন্ন ধরনের লাইটিং থাকার কারণে ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগছে। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
শীতের মৌসুমে সব জায়গায় কমবেশি মেলা বসতে দেখা যায়। অনেক বছর হয়ে গেছে মেলায় ঘুরতে যেতে পারেনি, আসলে সেভাবে সময় হয়ে ওঠে না। রাত্রি মেলায় ঘুরতে গেছেন এবং অনেক আনন্দ করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি ও করেছেন দেখছি। সব মিলে পোস্টটি অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ।
মেলা মানেই নাগরদোলা, নৌকায় চড়া, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করা। মজার মজার খাবার খাওয়া। বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া। দারুণ মজা হয়। ধন্যবাদ।