হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একদিন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ২৮ ই ডিসেম্বর ২০২৪ ইং
আপনারা হয়তো সকলেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিনেন এবং জানেন। আমাদের উত্তর বঙ্গের মধ্যে এই প্রতিষ্ঠানটি বিশাল বড় একটা ভুমিকা পালন করছে। আমাদের উত্তর বঙ্গের মধ্যে তেমন কোন বড় ধরনের বিশ্ববিদ্যালয় না থাকলে ও রয়েছে, হাতে গোনা কয়েকটি ছোট ছোট বিশ্ববিদ্যালয়।আর এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত পড়ালেখা করছে, এমনকি অনেক বাহিরের দেশের ছাত্র ছাত্রীরা ও এই প্রতিষ্ঠানের মধ্যে পড়ালেখা করেন।এক কথায় এটি উত্তর বঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।
যাইহোক, বেশ কিছু দিন আগে আমরা বেশ কিছু বন্ধু সহ এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। আসলে আমি এবছর দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম।আর সেদিন আমার বেশ কয়েকজন বন্ধু দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে কোন এক কাজের জন্য আসে। আমরা সকলেই মিলে তাদের কাজ গুলো শেষ করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। আসলে শিক্ষা বোর্ডের পাশেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টি।আর এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের এক নতুন সবেমাত্র নতুন ভর্তি হয়েছে। আমরা তাকে ফোন দিলাম সেখানে যাওয়ার জন্য।
সে আমাদের কে যাওয়ার জন্য বলে। আমরা শিক্ষা বোর্ড থেকে হাঁটতে শুরু করলাম বিশ্ববিদ্যালয়ের দিকে। শিক্ষা বোর্ড থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুরুত্ব খুবই অল্প।আর আমরা যেহেতু বেশ কয়েকজন ছিলাম, তাই আমরা হেটে হেটেই বিশ্ববিদ্যালয়ের দিকে এগুচ্ছিলাম।সকলে মিলে একত্রে হাঁটতে বেশ ভালোই লাগছে। আমরা অল্প কিছু সময়ের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের সামনে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা আমাদের বন্ধু কে ফোন করলাম। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসে।
এরপর আমরা সকলেই মিলে একসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি করতে শুরু করলাম।পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টি খুবই সুন্দর ছিল। একদম মনোরম পরিবেশ। বিশেষ করে আমার কাছে এই বিশ্ববিদ্যালয়ের ভবন গুলো অনেক বেশি ভালো লাগে। ভবনের ডিজাইন গুলো দেখতে অনেক বেশি সুন্দর ও গোসালো।পুরো ক্যাম্পাস টি জুড়ে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছপালা রয়েছে। এই গাছপালা গুলোর জন্য একটু বেশি আরামদায়ক এই বিশ্ববিদ্যালয় টি। এছাড়া ও এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কয়েকটি হল রয়েছে।যে হল গুলোর মধ্যে দেশের বিভিন্ন স্থানের মানুষ থেকে পড়াশোনা করছেন।আমি এর আগেও বেশ কয়েকবার এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসেছিলাম।
আমরা সকলেই মিলে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি করা শেষ করি। ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিলো আমার কাছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ অত্যন্ত সুন্দর। এছাড়া ও বাকি সব দিক দিয়ে ও অনেক বেশি সুন্দর। এরপর আমরা সকলেই মিলে ছবি উঠিয়ে নিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট দিয়ে বের হয়ে পড়লাম। বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ছোট বাজার রয়েছে।আর এই বাজারের মধ্যে বেশ কয়েকটি হোটেল রয়েছে। অনেক ছাত্র ছাত্রীরা এই হোটেলের মধ্যে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করেন। আমরা একটি হোটেলের মধ্যে প্রবেশ করে বেশ কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলেই বাসায় চলে আসি। বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম আমরা সেদিন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/8) Get profit votes with @tipU :)
বেশ অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন আজকের এই পোস্ট। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টা যথেষ্ট সুন্দর ছিল। কারণ বিভিন্ন পাতাবাহার ফুল গাছে আবৃত। আর লাস্টের ফটোগ্রাফির বিল্ডিং এর কালার টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আরো ভালো লাগলো আপনারা সবাই মিলে সেখানে ক্যাম্পাস ঘোরাঘুরি করেছেন এ সমস্ত বিষয়গুলো জেনে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য iphone দ্বারা ধারণ করা ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।