আমার পরিচয় /আমার বাংলা ব্লগ /@rjnasim001

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব/নমষ্কার

সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহ রহমতে আর মানুষের দোয়াতে সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। একটা বিষয় না বললেই না স্টিমেট প্লাটফর্মে বাংলা ভাষায় ব্লগ করতে পারাই মনের ভিতর আলাদা একটা ভালোলাগা কাজ করছে।

আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কে নিজের মাতৃভাষা ভাষা বাংলা একটি সুন্দর মাধ্যম কিছু নিয়মের মাধ্যমে এপার বাংলা ওপার বাংলা মানুষকে মিলিয়ে একটি পরিবার বানিয়ে দেওয়ার জন্য । আমি আশা করছি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ভালো ভালো কাজ আমার বাংলা ভাষার মান সকলের কাছে তুলে ধরব।

IMG_20230602_153433.jpg


আমার পরিচয়

আমি মোঃ নাসিম আহমেদ বাংলাদেশের সব থেকে ছোট জেলা মেহেরপুরের গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমার জন্ম। বাংলাদেশের নাগরিকত্ব লাভ করি ০৭/১০/২০২১ এবং আমার জন্ম তারিখ ০৩/০১/২০০০। আমার পরিবারে আমি আমার ছোট ভাই মা বাবা এই ৪ জন নিয়ে ছোট একটা পরিবার। আমার লেখাপড়া অনার্স ২য় বর্ষ চলিতেছে এবং বর্তমানে একটা কোম্পানিতে চাকরি করি। আমার ছোট ভাই ক্লাস ৯ পড়ে। বাবা ব্যাবসা করেন এবং মা গৃহিণী।


যেভাবে আমার বাংলা ব্লগ সম্পর্কে জানলাম

স্টিমেট সম্পর্কে আমি ধারনা পাই ২০২১ সালে আমার গ্রামের কিছু বড় ভাইয়ের কাছে। ভাইয়েরা কাজ করতো দেখতাম অনেক ভালো লাগতো সেই ভালো লাগা থেকে ২০২১ সালের জুলাই মাসে একাউন্ট খুলে কাজ করতে থাকি। এক বড় ভাইয়ের থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্ধান পাই।অনেক কমিউনিটিতে কাজ করতে থাকি কিন্তু সব থেকে কম সময়ে ভালো সফলাতে পাই আমার বাংলা ব্লগ থেকে। আমার বাংলা ব্লগ এ আমার অবস্থান ছিলো ভেরিফাই, ডেলিগেশন এবং রেগুলার পোস্ট করার জন্য কয়েকবার একটিভ ইউজার হিসেবে মনোনিত হয়। কিন্তু নিজের কিছু সমস্যার কারনে কয়েক বছর হলো কাজ করার জন্য তেমন সময় বের করতে পারি নাই।

আমার শখ

পরিবারের বড় ছেলে হবার কারনে কিছু দায়িত্ব থেকে (যেমন নিজের পিতা মাতা বৃদ্ধ হলে তাদের দেখা শোনা ছোট ভাইয়ের ক্যারিয়ার গড়ে দেওয়া) নিজের একটা আয় করার মাধ্যম বেচে নেওয়ার পর থেকে তেমন একটা শখ জাগে না তারপরের ফাষ্টফুড খাওয়া এবং মোটরসাইকেল নিতে ঘুরে বেড়াতে খুব ইচ্ছে করে এবং নতুন কিছু জানতে শিখতে খুব ভালো লাগে। আর আমার কাছে মনে হয় এই ৩ টা আমার শখের বিষয়।

শিক্ষাগত যোগ্যতা

বিষয়প্রতিষ্ঠানের নামলোকেশন
পি,এস,সিজুগীরগোফা সরকারি প্রার্থমিক বিদ্যালয়https://g.co/kgs/Wx2vXT
জি,এস,সিজুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়https://g.co/kgs/Wx2vXT
এস,এস,সিজুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়https://g.co/kgs/Wx2vXT
এইচ,এস,সিকুষ্টিয়া ইসলামিয়া কলেজhttps://maps.app.goo.gl/ZNnQ7uuae3Jbn2pS7
অনার্স ২য় বর্ষগাংনী সরকারি ডিগ্রি কলেজhttps://maps.app.goo.gl/aQMyJm4tagpFe1w67

আমার মন্তব্য

আমার বাংলা ব্লগ সকল বাংলা ব্লগারদের জন্য একটা উত্তম কমিউনিটি বলে আমি মনে করি। কারন আমার নিজের ভাষায় কাজ করলে মনের ভাব প্রকাশ সহজ হবে। আর আমার লেখায় কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটি সম্পর্ক পরিচয় করিয়ে দিয়েছে এবং কাজ করার জন্য বলেন কিবরিয়া। তার স্টিমেট আইডি নাম @kibreay001

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...