"প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


Image source: copyright & royalty free image sharing web piXabY


"প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি"


সাঁঝের আকাশে শঙ্খচিলের দল ওড়ে,
বাগানে প্রজাপতি দল বেঁধে ঘোরে ফেরে ।
হাস্নাহেনা ফুলে সুবাসিত চারিধার,
প্রকৃতির মাঝে আমি খুঁজে পাই শান্তির পারাবার ।

গগনে শুভ্র চাঁদ নক্ষত্রের সাথে হাসে,
কোমল মায়াবী আলোয় চারিপাশ ভাসে ।
কোথা হতে গুনগুন করে পাখি গেয়ে ওঠে গান,
ঝর্ণার শীতল বারি তারি সাথে গেয়ে ওঠে কলতান ।

দীঘির কালো জলে লাল পদ্মের উজ্জ্বল কোমলতা,
প্রকৃতির প্রতি পরতে অপরূপ সে স্নিগ্ধতা ।
জলফড়িংয়ের পিছু পিছু শৈশবের বিকেলের মায়া মাখা,
ব্যাথাতুর মনে ভাবি সোনালী সে দিনের কথা ।

মন মাতানো ফুলের গন্ধে মন ছোটে তারি পানে,
প্রকৃতির এক এক সাজ ভিন ঋতুর আগমনে ।
প্রকৃতির উদার দান মানবের তরে,
অজস্র ডালিতে তার রূপের সৌন্দর্য্য ঝরে ।

প্রকৃতির মাঝেই তাই থাকি, তাকেই ভালোবাসি,
প্রাণভরে প্রকৃতির সান্নিধ্য আজ উপভোগ করি ।


Sort:  

প্রকৃতির পড়তে পড়াতে আসলে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে আছে।প্রকৃতির কাছাকাছি গেলে মনে অন্য ধরনের একটা প্রশান্তি অনুভব করা যায় ।আপনি এই কবিতার মাঝে প্রকৃতির যে অসাধারণ রূপ তুলে ধরেছেন তা সত্যি আমাকে মুগ্ধ করেছে।আপনার সাথে আমি আসলেই একমত যে প্রকৃতির সাথে থেকে আমাদের প্রকৃতিকে ভালোবাসা উচিত এবং এর সান্নিধ্য উপভোগ করা উচিত । ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ দাদা অসাধারণ হয়েছে আপনার কবিতা। আপনি মনে হয় প্রকৃতির সাথে মিশে গিয়ে কবিতাটি লিখেছেন। অনেক ভালো লাগলো দাদা আপনার কবিতা পড়ে। কবিতার শব্দগুলো ছিল অসাধারণ। সবমিলিয়ে আমার কাছে যেন প্রকৃতিপ্রেমী মনে হল। প্রকৃতিপ্রেমিক না হলে এত সুন্দর কবিতা কখনোই মনের মধ্যে ভেতর থেকে বার করা সম্ভব না। ধন্যবাদ দাদা আপনার সুন্দর প্রকৃতির কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবিরাম দাদা।

 3 years ago 

প্রকৃতির মাঝেই তাই থাকি, তাকেই ভালোবাসি,
প্রাণভরে প্রকৃতির সান্নিধ্য আজ উপভোগ করি ।

দাদা প্রকৃতি ভীষণ ভালোবাসি আমিও। আপনি যে প্রকৃতি প্রেমী সেটা আমরাও জানি। আর আপনার কবিতায় তা স্পষ্ট বোঝা যায়। দোয়া রইল মন ভরে সবসময়ই প্রকৃতি উপভোগ করুন।

 3 years ago 

প্রকৃতির রুপের শেষ নেই।প্রকৃতির বিভিন্ন উপাদান গুলো আমাদের মুগ্ধ করে প্রতিনিয়ত।সকালের নিরব প্রকৃতির কোমলতা, সন্ধ্যার আকাশে পাখির ছুটে চলা,বিভিন্ন ধরনের ফুলের সুবাসিত রুপসহ আরও নানান ধরনের উপাদান যে কারো মনকে আকৃষ্ট করে নেয়।এজন্যই তো কবি-সাহিত্যেকরা তাদের লেখনিতে প্রকৃতিকে স্থান দিয়ে থাকেন।আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

চমৎকার কবিতা দাদা ।প্রকৃতি নিয়ে এক মধুমাখা শব্দ দিয়ে প্রকৃতির কবিতাটি প্রকৃতির মতোই সাজিয়েছেন ।প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের সাথে থাকবে ।প্রকৃতি আরও সুন্দর করে আমাদের মাঝে আসবে ।চারপাশে যতসুন্দর্য সব প্রকৃতিপ্রদত্ত ।ধন্যবাদ ও দোয়া রইলো এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য ।

 3 years ago 

প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়ার চেয়ে আনন্দের আর কিছু নাই।আমি যখন হতাশ হই তখন পদ্ম খুঁজি, চাঁদ খুঁজি ফুল খুঁজি একেবারে পারফেক্ট কবিতা আমার জন্য। কবিতার উপমাগুলো দারুণ।
ভালো লাগলো ভীষণ।

 3 years ago 

জাস্ট অসাধারণ দাদা, আপনি প্রকৃতি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কবিতার মাধ্যমে প্রকৃতি যে কতটা সুন্দর কতটা মনমুগ্ধকর সেই দিকটাই ফুটে উঠেছে। সত্যি বলতে, আসলে প্রকৃতি অনেক সুন্দর এতটাই সুন্দর যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। প্রকৃতি হচ্ছে উপভোগ করা জিনিস, আমরা অনেকেই হয়তো এই প্রকৃতিটা-কে উপভগ করতে পারি, আবার হয়তো অনেকেই প্রকৃতি উপভোগ করতে পারিনা। তবে আমার মতে আমাদের সকলের উচিত এই প্রকৃতিটা-কে গভীর ভাবে মন প্রাণ উজাড় করে দিয়ে উপভোগ করা। তাহলেই না আমরা প্রকৃতির আসল রূপটা দেখতে পারবো। যাই হোক, আপনার কবিতার শেষ দুটি লাইন আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, আপনি ঠিকই বলেছেন, আমরা প্রকৃতির মাঝেই থাকি এবং প্রকৃতিকেই ভালোবাসি। আর এই ভালবাসাটা যেন কখনো শেষ না হয় এই আশাই করি।

শুভকামনা রইল দাদা 🥳আপনার কাছ থেকে পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর কবিতা পাব বলে আশারাখি 🤟ধন্যবাদ আপনাকে

 3 years ago 

দাদা প্রকৃতি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। পড়তেই মনটা জুড়িয়ে গেলো। প্রকৃতির রূপ যে কতটা সুন্দর তা ভালোবাসার চোঁখে না তাকালে কখনোই দেখতে পারবো না। প্রকৃতি তার রূপ বিস্তার করে সব কিছু সবুজে ভরিয়ে রেখেছে।

 3 years ago 

দাদা দারুণ হয়েছে কবিতা 😍😍
প্রকৃতিকে নিয়ে অনেক অসাধারণ করে কবিতা লিখেছেন প্রিয় দাদা।
প্রকৃতির মতো শান্তি আর কোথাও পাওয়া যাবে না। অনেক ভালোবাসি প্রকৃতিকে।

দীঘির কালো জলে লাল পদ্মের উজ্জ্বল কোমলতা,
প্রকৃতির প্রতি পরতে অপরূপ সে স্নিগ্ধতা ।
জলফড়িংয়ের পিছু পিছু শৈশবের বিকেলের মায়া মাখা,
ব্যাথাতুর মনে ভাবি সোনালী সে দিনের কথা ।

এই অংশ টা আমার অনেক ভালো লেগেছে আমাদের প্রিয় দাদা🥰
শৈশবের সৃতি গুলো মনে পড়ে গেলো দাদা।

দাদা আপনার জন্য অনেক দুআ রইলো সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন।

গগনে শুভ্র চাঁদ নক্ষত্রের সাথে হাসে,
কোমল মায়াবী আলোয় চারিপাশ ভাসে ।
কোথা হতে গুনগুন করে পাখি গেয়ে ওঠে গান,
ঝর্ণার শীতল বারি তারি সাথে গেয়ে ওঠে কলতান
এই লাইনগুলো কবিতাটিকে নতুন প্রাণ দিয়েছে।প্রকৃতির মাঝেই সকল সৌন্দর্য্য নিহিত। আর সেই সৌন্দর্য্য কে স্থান দিয়েছেন আপনার কবিতায়।অসম্ভব সুন্দর হয়েছে দাদা।