এবিবি হ্যাংআউট ৬০ ও ভার্চুয়াল রাখী উৎসব এ বোনেদের প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা উপহার প্রদান

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আমার গত পোস্টে আপনারা "রাখী উৎসব" সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন । গত ১১ই আগস্ট ছিল এই রাখী বন্ধন উৎসব । এইদিন আমি রিয়েল লাইফ এবং ভার্চুয়াল লাইফ - দু'ধরণের লাইফেই বিস্তর রাখী পারলুম । দিনটি একটি স্মরণীয় দিন হিসেবে চিরদিন আমার স্মৃতির মণিকোঠায় জ্বল জ্বল করবে । ঐদিন আমি নিয়ার ৫০ জন বোনের কাছ থেকে রাখী পরেছিলাম ।

ভাই বোনের সম্পর্ক হলো একটা চিরন্তন সম্পর্ক । কোনো কিছুর সীমাবদ্ধতা দিয়ে এটিকে রহিত করা যায় না । দেশ, কাল, জাতি, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে একজন বোনের কাছে তার ভাই এবং একজন ভাইয়ের কাছে তার বোন ভালোবাসার বন্ধনে চিরটাকাল আবদ্ধ থাকে । ভাইয়ের হাতে বোন রাখী পরিয়ে দিয়ে ভাইয়ের মঙ্গলকামনা এবং ভাইয়ের প্রতি তার হৃদয় উজাড় করা ভালোবাসা জ্ঞাপন করে । ঠিক তেমনই ভাই ওই পবিত্র রাখীর সামনে শপথ করে থাকে যে আজীবন সে তার বোনের পাশে থেকে সকল রকম বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে ।

হ্যাংআউট-৬০ গত বৃহস্পতিবার ঠিক সময়েই শুরু হয়েছিল । শুধু আমিই বাড়িতে থাকতে পারলুম না ওই সময়টাতে । যাই, হোক বাইরে থাকা সত্ত্বেও দুই কানে হেডফোন গুঁজে আমি দিব্যি যোগ দিলাম হ্যাংআউট এ । খাবার অর্ডার দেওয়া, খাবার সার্ভ করা, সেকেন্ড রাউন্ড রাখী অনুষ্ঠানে সামিল হওয়া এবং হ্যাংআউট শোনা - সবগুলো কাজই সেম সময়ে একই সাথে করতে হচ্ছিলো বলে মাঝে মাঝে একটু মনোযোগ ছিন্ন হচ্ছিলো । তবে, তাও ক্ষুদ্র সময়ের জন্য । মাল্টি টাস্কিংয়ে আমি সেরা ।

তো, সব কিছু সামলে সুমলে ভারতীয় সময় রাত সাড়ে ন'টার দিকে শুরু হলো আমার ভার্চুয়াল রাখী পরা । তবে সত্যি বলতে কি আমার কখনোই মনে হয়নি যে আমি ভার্চুয়ালি রাখী পরছি । বোনদের কেউ কেউ মুখে, কেউ কেউ টেক্সট লিখে আবার কেউ কেউ সুন্দর সুন্দর জিফ দেওয়ার মাধ্যমে আমাকে উইশ করলেন । আমার মনের অবস্থা তখন অনির্বচনীয় । এত খুশি জীবনেও হইনি কখনো ।

বোনেরা আবার আমাকে গিফটও দিয়েছিলেন । ভীষণ লজ্জা পাই আমি আবার উপহার পেলে । আবার খুশিও হই দারুন । জীবনে আমি কখনো সেভাবে তেমন গিফট পাইনি কখনো । বাবা-মা আমাকে কোনো গিফট কোনোদিন কিনে দিয়েছে বলে মনে পড়ে না । তবে আমার দাদা ও ছোট ভাই এবং স্ত্রীর কাছ থেকে বেশ কয়েকটা গিফট পেয়েছি । তো, এদিন এত এত গিফট পেয়ে নিজের জীবনের গোল্ডেন টাইমে কিচ্ছু না পাওয়ার দুঃখটা ভুলতে পেরেছি । শৈশবে কোনোদিন একটা পেন্সিল পর্যন্ত আমি গিফট হিসেবে পাইনি ।

যাই হোক বোনদের গিফট তো পেয়েছি । এবার ভাই হিসেবে আমার নিজের গিফট দেওয়ার পালা । নাম দেওয়া সত্ত্বেও ১-২ জন কিন্তু সেদিনের হ্যাংআউট-এ উপস্থিত থাকেননি । তো তাদের নাম আমি বাদ দিচ্ছি না । তারাও গিফট পাবে ।


নিচের লিস্টের প্রত্যেকে ২৫ স্টিম করে আমার তরফ থেকে পেয়েছেন । বোনদেরকে গিফট দিতে পেরে আমিও খুব খুশি । শত বছরেও অমলিন থাকুক ভাই বোনের এই ভালোবাসা । লাভ ইউ সিস্টার্স :)

@monira999
@bristychaki
@payelb
@hiramoni
@fensi46
@green015
@isha.ish
@shipracha
@samhunnahar
@rituamin
@shimulakter
@nasrin111
@riyapramanick
@bristy1
@santa14
@saymaakter
@swagata21
@rahimakhatun
@tania69
@selinasathi1
@wahidasuma
@tauhida
@sshifa
@gorllara
@aflatunn
@isratmim
@naimuu
@morioum
@tasonya
@iraniahmed
@sadiahaque
@bdwomen
@rita135
@fasoniya
@monishasrabonty
@tangera
@tanjima
@mithila19
@nusuranur
@parul19


পুরস্কার প্রদান সম্পন্ন :


sc01.png

sc02.png

sc03.png

sc04.png


পরিশিষ্ট


প্রতিদিন ১৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৬ষ্ঠ ও ৭ম দিন (175 TRX daily for 7 consecutive days :: DAY 06 & DAY 07)


trx logo.png




টার্গেট ০৩ : ১,২২৫ ট্রন স্টেক করা


সময়সীমা : ০৭ আগস্ট ২০২২ থেকে ১৩ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ১২ আগস্ট ২০২২ এবং ১৩ আগস্ট ২০২২


টাস্ক ২৭ ও টাস্ক ২৮ : ১৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

১৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি (৬ষ্ঠ দিন) :

TX ID : 20d0f06d1026a4213ff7a512160d5bd5be1738221b4818574ddee3d742844b8a

১৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি (৭ম দিন) :

TX ID : 7037d72985e2163a1e203b0d4a106fcfafbd33db3808c54b7f9d560dab476e92

টাস্ক ২৭ এবং টাস্ক ২৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  

RME, Thank You for sharing Your insights...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

খুবই খুশি হলাম আপনার এই পোস্ট পড়ে। দোয়া করি যেন আমাদের ভাই-বোনদের মধ্যে সুসম্পর্কভাবে বজায় থাকে এবং এভাবেই আমাদের কমিউনিটির সামনের দিকে এগিয়ে যায়। আপনি অনেক ব্যস্ততার মধ্যে থেকেও হ্যাংআউটের সময় দিয়েছিলেন জেনে খুব ভালো লাগলো। আরো বেশি ভালো লেগেছিল এই জন্য যে আপুরা আপনাকেও গিফট করেছিল।

 2 years ago 

নমস্কার দাদা 🙏🙏দাদা আপনাকে রাখী পড়াতে পেরে আমরাও অনেক খুশি হয়েছি। জীবনে বেশকিছু রাখী উৎসব পার করে এসেছি কিন্তু এবারের রাখী উৎসব শ্রেষ্ঠ মুহুর্ত হয়ে থাকবে আজীবন। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি আমাদের ভাইবোনের সম্পর্ক যেন আজীবন অটুট থাকে🙏🙏 দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবসময়ই ভালো থাকবেন দাদা।🙏🙏

 2 years ago 

পৃথিবীতে যতগুলো সম্পর্ক রয়েছে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাইবোনের সম্পর্ক। সেই হ্যাংআউটের দিনে আপনি অনেক ব্যস্ত ছিলেন তারপর তো আমাদের সকলকে আপনি সময় দিয়েছেন এর জন্য অশেষ ধন্যবাদ জানাই। আমার নিজের কোন বোন নেই কিন্তু এই কমিউনিটির যতগুলো বোনের কাছ থেকে ভালোবাসা পেয়েছি তাতে আমি সত্যি অনেক ধন্য। আপনার জন্য শুভকামনা রইল দাদা।।

Thank You for sharing Your insights...

 2 years ago 

ভাই-বোনদের সম্পর্ক আরও শক্তিশালী এবং চিরস্থায়ী করার জন্য রাখি বন্ধনের আয়োজন করা হয়। আর এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে দাদাকে সকল বোনেরা সুন্দরভাবে রাখি পরিয়ে দিয়েছে। সত্যিই সেই মুহূর্তটা অনেক আনন্দ উপভোগ করেছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানায় এবং ভাই বোনের সম্পর্ক যেন চিরকাল থাকে এই দোয়া করি।

 2 years ago 

মাল্টি টাস্কিংয়ে আমি সেরা ।

সে আর বলতে। এত দিক একসঙ্গে কিভাবে যে সামলান। ঐ দিন সত্যি খুব ভালো লেগেছিলো আপনাকে রাখি পরাতে পেরে। আমার জীবনের প্রথম রাখি পরানো ছিল। সারা জীবন এভাবেই পাশে থাকতে হবে দাদা। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

পৃথিবীতে সবথেকে মধুর সম্পর্ক হল ভাই বোনের সম্পর্ক।। সারাদিন ঝগড়া আর চিল্লাচিল্লির মধ্যে দিয়ে পার হলেও দিন শেষে একই থালায় খাবার।। দাদাকে সবাই ভার্চুয়ালি রাখি পড়িয়ে বোনেরা যেমন খুশি হয়েছে দাদা খুশি হয়েছে সাথে আমরাও অনেক খুশি।।

 2 years ago 

নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে কারণ দূর থেকে হলেও এই দাদাটাকে রাখি পড়াতে পেরেছি। দাদার কাছ থেকে রাখি উপহার সব সময় অনেক বেশি হয় ‌।খুব ভালো লাগলো দাদা আপনাকে রাখি পড়াতে পেরে।ছোট বোন হিসেবে আপনি যে সম্মান টা দিলেন তাই অনেক বড় কিছু। অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য।