Indian Museum ভ্রমণ -পর্ব ৫২ [শেষ পর্ব]

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ৫২


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৫১


হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

আজকে লিখতে মোটেই ইচ্ছে করছে না । টায়ার্ড খুব, সাথে মনটাও খুবই বিক্ষিপ্ত । তারপরেও ৩৬৫ দিন পোস্ট করার টার্গেটটার জন্য সংক্ষিপ্ত আকারে পোস্টটি করলাম আজ ।

যাই হোক, চলুন আজকের মিউজিয়াম পর্ব শুরু করা যাক । আজকে, অন্তিম পর্ব প্রকাশ হতে চলেছে ।

"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে বিংশতম ও শেষ পর্ব । এ পর্যন্ত মোট উনিশটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী দুটি প্রাচীন মূর্তি
২. ধাতু নির্মিত একটি প্ৰাচীন সুরাদান
৩. খুবই প্রাচীন একটি কাষ্ঠনির্মিত ছড়ি
৪. ব্রোঞ্জ নির্মিত খুবই প্রাচীন এক হিন্দু দেবতা ব্রম্মার মূর্তি
৫. তাম্র নির্মিত মৎস্যকৃতির বহু প্রাচীন একটি মশলা রাখার কৌটো
৬. পাথরে নির্মিত বংশীবাদক কৃষ্ণের একটি বহু প্রাচীন মূর্তি
৭. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী দুটি প্রাচীন মূর্তি । একটি বৃক্ষের নিচে রমনীদ্বয় ।মূর্তিটির একটি হলো এক অভিজাত শ্রেণীর নারী আর তার পায়ের কাছে পরিচারিকা শ্রেণীর এক রমণী ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ধাতু নির্মিত একটি প্ৰাচীন সুরাদান । সুরা বা মদ্য জাতীয় পানীয় রাখা হতো এই পাত্রে । সুরাদানটির গায়ে রয়েছে অসংখ্য ফুল লতাপাতার ডিজাইন ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


খুবই প্রাচীন একটি কাষ্ঠনির্মিত ছড়ি । ছড়িটির মাথায় রয়েছে একটি সিংহের মুখ, খোদাই করা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রোঞ্জ নির্মিত খুবই প্রাচীন এক হিন্দু দেবতা ব্রম্মার মূর্তি । ব্রম্মার চতুর্মুখ এবং ষড় হস্ত । হিন্দু ধর্মানুসারে ব্রম্মাই আমাদের সৃষ্টি করেছেন । ত্রিনাথ - ব্রম্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে একমাত্র ব্রম্মার-ই জন্ম হয়েছিল । বিষ্ণুর নাভিপদ্ম থেকে । আর জগতের অমোঘ বিধি অনুসারে যার সৃষ্টি আছে তার বিনাশও আছে, জন্ম আছে যার, তার মৃত্যুও আছে । তাই পুরাণ মতে , ব্রম্মারও মৃত্যু আছে । ভারতে একটিমাত্র ব্রম্মার মন্দির আছে, থাইল্যান্ডে বিশ্বের বৃহত্তম ব্রম্মার মন্দিরটি অবস্থান করছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মৎস্যকৃতির বহু প্রাচীন একটি মশলা রাখার কৌটো । এটি তাম্র নির্মিত । কৌটোটি একেবারে হুবহু মাছের মতো দেখতে, মুখ, চোখ, পাখনা, লেজ এমনকি আঁশ গুলোও হুবহু তৈরী করা হয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাথরে নির্মিত বংশীবাদক কৃষ্ণের একটি বহু প্রাচীন মূর্তি । অপূর্ব দেখতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল । দুটি গরু, গাড়োয়ান আর গরুর গাড়িটি খুব সুন্দর করে তৈরী করা হয়েছে । দেখতে অসাধারণ এই চৈনিক জিনিসটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

আপনার টার্গেট পূরণ হোক হোক এই প্রত্যাশা করি। যাই হোক আমার কাছে আজকে বেশি ভালো লেগেছে মাছটা।মসলা রাখার জন্য প্রাচীনকাল থেকেই কত সুন্দর কৌটা বানানো হত।গরুর গাড়িটাও সুন্দর। ধন্যবাদ দাদা।আপনার মন ভালো হয়ে যাক।

Hello
Watching and following this account we are pleased @samrani1 and thank you in advance...

 3 years ago (edited)

প্রাচীন ভারতের এন্টিক জিনিস গুলো যতই দেখছি ততই অবাক হচ্ছি। গুরু জনেরা বলে, যে ভারত যায় নি সে এখনও মায়ের পেটে। কেন বলে সেটা আজ বোধগম্য হল। এত সব প্রাচীন ভাস্কর্য্য কিংবা দ্রব্যসামগ্রী কিংবা মূর্তী যাই হোক না কেন এগুলো দেখার সৌভাগ্য লাগে। দাদা আপনার মাধ্যমে এগুলো দেখার সুযোগ পেলাম। যদিও আজকের সবগুলোই ছিল দেখার মতন। বংশী বাদক শ্রী কৃষ্ণের মূর্তী , ব্রক্ষ্মা ঠাকুরের মূর্তী , অসাধারন। বেশী অবাক হলাম মসলা রাখার জন্য মাছ আকৃতির পাত্র টি দেখে। প্রাচীনকালে হাতির দাতের বহুল ব্যবহার ছিল। ধন্যবাদ দাদা ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।

 3 years ago 

দাদা আপনি টায়ার্ড থেকেও আমাদের মধ্যে এতো সুন্দর করে আবারও Indian Museum ভ্রমণ পর্ব ৫২ নিয়ে এসেছেন।আর দাদা আপনি আপনার ৩৬৫ দিন টার্গেট পূরণ করতে পারেন এই প্রার্থনা করি দাদা।

খুবই প্রাচীন একটি কাষ্ঠনির্মিত ছড়ি । ছড়িটির মাথায় রয়েছে একটি সিংহের মুখ, খোদাই করা ।

দাদা অসাধারণ এই কাষ্ঠনির্মিত ছড়ি টা।
দাদা আপনার জন্য অনেক দুআ রইল যেনও আপনার মন ও শরীল সব সময় ভালো থাকে।

 3 years ago 

দাদা আপনার নানা ধরণের কাজের প্রেসার আপনার শরীর কে দুর্বল করে দিচ্ছে। দোয়া রইলো দাদা মন আর শরীর দুটুই ভালো হয়ে যাক তাড়া তাড়ি।

মৎস্যকৃতির বহু প্রাচীন একটি মশলা রাখার কৌটো । এটি তাম্র নির্মিত । কৌটোটি একেবারে হুবহু মাছের মতো দেখতে, মুখ, চোখ, পাখনা, লেজ এমনকি আঁশ গুলোও হুবহু তৈরী করা হয়েছে ।

তবে এটা কিন্তু দারুন ইন্টারেস্টিং ছিল। দেখতে মাছের মতো আর ভিতরে রান্নার মসলা রাখার জায়গা। এই প্রথম এমন কিছু দেখলাম। ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দেখতে দেখতেই শেষ হয়ে গেল দীর্ঘ একটি সিরিজ। সত্যি দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে অনেক কিছুই দেখতে ও জানতে পারলাম যে গুলো কখনো কল্পনাও করতে পারিনি। তবে খুব মিস করবো এই সিরিজ টিকে😢

 3 years ago 

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল । দুটি গরু, গাড়োয়ান আর গরুর গাড়িটি খুব সুন্দর করে তৈরী করা হয়েছে । দেখতে অসাধারণ এই চৈনিক জিনিসটি

এটা সত্যি অসাধারণ দেখতে দাদা, কি দারুণ ও নিখূঁতভাবে পুরো কার্যটি সম্পন্ন করেছে। হাতির দাঁতের যতগুলো শিল্পকর্ম দেখলাম সবগুলোই বেশ দারুণ।

 3 years ago 

দাদা আপনার এই ইন্ডিয়ান ভ্রমণের পর্ব গুলো দেখে আমাদের অনেক উপকার হয়। অনেক নতুন কিছুই আপনার এই ভ্রমণ পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়েছি জানতে পেরেছি এবং উপলব্ধি করতে পেরেছি। আজকের এই পোস্টটিতে আমার কাছে ব্যক্তিগতভাবে কৃষ্ণের মূর্তি এবং চীনের গরুর গাড়ির মডেল টি সবচেয়ে বেশি ভালো লেগেছে এছাড়াও প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার ছিল। ধন্যবাদ দাদা আপনাকে আপনার ভ্রমণের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার ধরার জন্য। ❤️❤️

 3 years ago 

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল ।

এটি দেখে আমি একদম সম্পূর্ণ অবাক হয়ে গেছি। হাতের দাঁতগুলো না জানে কত বড় বড় হয়। যাইহোক দাদার একটু খারাপ লাগছে কারণ এভাবে আর সুন্দর সুন্দর জিনিসের সাথে পরিচিত হতে পারব না, আজকে অন্তিম পর্ব দিয়ে দিয়েছেন।
আর আপনার সুস্থতা কামনা করছি।