কবিতা "স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই"
Copyright-free Image source : Pixabay
কবিতা "স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই"
💘
♡ ♥💕❤
ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসতো,
তবু মেয়েটি ছেলেটির হাত ছেড়ে দিলো ।
অথচ, এক সাথে চলার, হাতে হাত রাখার
ভীষণ সুদৃঢ় এক অঙ্গীকারে, নীড় তারা বেঁধেছিলো ।
ছেলেটির ভালোবাসায় খাদ ছিলো না এতটুকু,
সে শুধু বুঝতেই পারেনি ঈশান কোণে মেঘ জমেছে ভীষণ ।
পোষা পাখিটা বুনো হচ্ছে ক্রমশ,
উদ্দাম শৃঙ্খলহীন আকাশে সে খুঁজে পেয়েছে মুক্তির স্বাদ ।
ভালোবাসার সোনার শৃঙ্খলে বুনো পাখিটা
আর চায় না বন্দী থাকতে ।
ডানা মেলেছে সে নতুন আলোর আকাশে,
ভালোবাসাহীন মুক্তির আস্বাদে নতুন কারো খোঁজে ।
এটাই জীবন, সময়ে অনেক কিছুই বদলায়;
কেউ কথা দিয়ে কথা রাখে, কেউ ভুলে যায় ।
কেউ পাশে হাঁটে, কেউ হাত ছেড়ে দেয়,
তাই বলে কি জীবন থেমে থাকে?
অন্য কাউকে সঙ্গী করে জীবন এগিয়ে চলে।
ভুল করতে করতে একসময়ে,
সে সঠিক মানুষের আস্থার হাতটি খুঁজে পায়।
যেখানে আছে ভালোবাসা আর বিশ্বাস,
বাকী জীবনটা হাতে হাত রেখে চলার আশ্বাস।
ছেলেটি আবার স্বপ্ন দেখা শুরু করেছে,
আবারো পোষ মানাবে সে বুনো এক পাখি ।
যে নিজের বুকের নরম উষ্ণতায়,
ভালোবাসার ওমে ভরিয়ে দেবে তার ছোট্ট নীড়খানি ।
এটাই জীবন, ছুটে চলো, শুধুই এভাবে ছুটে চলো;
এক জন গেলে আরেক জন আসে,
ভালোবাসার পাত্র কখনো রিক্ত হয় না ।
জীবন কখনো থেমে থাকে না ।
ভালোবাসা হলো আমার স্বপ্ন,
আমি স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই
জীবন স্বপ্ন দেখায়, জীবন বাঁচতে শেখায় ।
♡ ♥💕❤
আসলে ভালোবাসা এরকমই কাউকে হাসায় কাউকে কাঁদায়।
কথার কথায় সবাই অনেক কথাই বলে সারাজীবন থাকবে পাশে সুখে-দুখে কখনো ছেড়ে যাবে না এ সবই আবেগ।
বেশি ভালোবাসলে মানুষ এ রকমই কাঁদিয়ে শেষবেলায় হাত ছেড়ে দিয়ে চলে যায় অন্য কারো সাথে।
সত্যিই তাই জীবন কখনোই থেমে থাকবেনা। তবে ছেলেটি বিশ্বাস করেছিল মেয়েটিকে কিন্তু মেয়েটি বুঝলো না এটাই আফসোস।
ছেলেটি তার সরল বিশ্বাসের উপর ভরে করে একদিন সঠিক মানুষ খুঁজে পাবেই এই কামনা করছি।
ভীষণ ভালো লাগলো চমৎকার কবিতাটি।
কবিতাটির সাথে বাস্তবতার চরম মিল খুঁজে পাওয়া যায়।
পরিবর্তনই জীবনের অপর নাম ।জীবনে চলার পথে মানুষের সাথে যে কী ঘটবে তা কেউই বলতে পারে না। আজ যে কাছের মানুষ আছে, কাল সে পর হয়ে যায় ।এভাবে জীবন চলার পথে কোন কোন সঠিক মানুষ সাথে থেকে যায় আবার ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে যায় I সব কিছুকে মেনে সামনের দিকে এগিয়ে যেতে হয় ।এভাবেই চলে আসছে জীবন আর এভাবেই হয়তো চলবে।
জীবন থেমে থাকে না ভাই ,
জীবন এগিয়ে যায়
হোক সেটা যে কোন ভাবেই,
এটা সত্য , কেউ থাকে কেউ হারিয়ে যায় ।
তবে আমার মনেহয় , জীবন নতুন করে শুরু হওয়া শ্রেয় ।।
যথার্থ লিখেছেন ভাই কবিতার লাইন গুলো ।
স্বপ্ন দেখা বা দেখানো অনেক সহজ কিন্তু পাশে থেকে স্বপ্ন পূরণ করা অত সহজ নয়। সবাই এর যোগ্যও না। ভয়ে পালিয়ে যাওয়া সবচে বেশি সহজ। আর এটাই হয়ে আসছে যুগ যুগ ধরে।
তারপরেও সেই স্বপ্ন বাজ ছেলেটা বাচতে চায় তার ভালবাসাটাকে আঁকড়ে ধরে। হ্যাঁ নতুন বাস্তবতায় হয়তো জোর করেই মানিয়ে নিতে হয়। কিন্তু সেই ভালোবাসাকে কি ভুলে থাকা সত্যিই সম্ভব কখনো! প্রতি মুহূর্তে অতীত এসে আয়নায় মুখ দেখে চলে যায়। আর এভাবেই চলছে জীবন জীবনের নিয়মে। 🙏🙏
যে ভালোবাসতে পারে সে সব কিছুতেই ভালোবাসা খুঁজে পায়। জীবন প্রবহমান। জীবনে বেঁচে থাকতে হলে একজন না একজন কে ভালোবেসে সঙ্গী হিসেবে পাশে রাখতে হয়। আজকের কবিতাটি অন্যরকম লেগেছে। খুব বাস্তবধর্মী সুন্দর কবিতা হয়েছে।
জীবন বড়োই বৈচিত্র্যময়, কিছু আসে আবার কিছু জীবন থেকে চলে যায়।তবুও জীবন থেমে থাকে না, জীবন বহমান।ভাঙা স্বপ্ন নিয়ে কেউ আবার নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করে।অনেক সুন্দর কবিতা, ভালো লাগলো পড়ে।অসাধারণ লিখেছেন,ধন্যবাদ আপনাকে দাদা।
সত্যি তাই দাদা জীবন স্বপ্ন দেখায় , জীবন বাচতে শেখায়
জীবন তৈরী করে নতুন পথ
জীবন তৈরী করে নতুন রথ
সেই রথে চড়ে চলে যাবো দূরে
তার সাথে একাসাথে একি সুরে
ভাল থাকবেন দাদা। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনার লেখার কোন তূলনা হবে না। দারুন দারুন। শুভেচ্ছা ও ভালবাসা রইল।
আজকের লেখাগুলো বেশী ভালো লেগেছে, অনু কাব্যের মাধ্যমে দারুণ একটা চিত্র অংকন করেছেন। মনে হলো কাব্যিকভাবে একটা গল্প পড়লাম।
আমি ভালোবাসা বুঝি না, আমি আবেগ চিনি না,
আমি চিনি তোমাকে, যেখানে একটা স্বপ্ন জাগ্রত থাকে,
আমি চিনি তোমাকে, যেখানে অনুভূতিগুলো উড়তে থাকে,
তুমি এবং তোমার উষ্ণতা, আমাকে সজীব রাখে, গতিশীল রাখে।