আসন্ন "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্ট

in আমার বাংলা ব্লগ6 months ago


২০২১ সালের জুন মাসের ১১ তারিখ । এই দিনেই সর্বপ্রথম "আমার বাংলা ব্লগের" পথযাত্রা শুরু হয় । ১১ জুনের রাত ১০ টা ০৯ মিনিটে আমি প্রথম পোস্ট করি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে । পোস্টের শিরোনাম ছিলো - আমার বাংলা ব্লগের যাত্রা শুরু...... । পোস্টটি পড়তে পারবেন এখানে ক্লিক করে ।

এই পোস্টটি ছিল "আমার বাংলা ব্লগের" একটা পরিচিতিমূলক পোস্ট এবং কিছু বেসিক নিয়ম কানুন জানানোর উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল । এই পোস্টে ব্যবহৃত লোগোটিই হলো "আমার বাংলা ব্লগের" অফিশিয়াল লোগো । এর পরে অবশ্য আরো অনেকগুলো লোগো তৈরী করা হয়েছিল ।



আমার বাংলা ব্লগে এই মুহূর্তে বহুল ব্যবহৃত লোগোর সংখ্যা তিন । আগামী মাসের ১১ তারিখ আমাদের কমিউনিটির তৃতীয় বর্ষ পূর্ণ হতে যাচ্ছে । তাই তৃতীয় বছরে পদার্পণে আমি চাচ্ছি সম্পূর্ণ নতুন একটি লোগো । আমরা বর্ষপূর্তিতে এই লোগোর শুভ উদ্বোধন করতে চাই । এই উদ্দেশ্যে তাই আমি একটি লোগো কন্টেস্টের আয়োজন করেছি । আশা করছি আমার বাংলা ব্লগের সকল সম্মানিত ব্লগারগণ এই কন্টেস্টে অংশগ্রহণ করে আমাদেরকে বিশেষভাবে বাধিত করবেন । সেরা লোগোটিকে আমার বাংলা ব্লগের নিউ অফিসিয়াল লোগো হিসেবে গ্রহণ করা হবে এবং বিজয়ীকে পুরস্কৃত করা হবে ।


আমার বাংলা ব্লগের প্রথম অফিসিয়াল লোগো

Amar_Bangla_Blog_logo_png.png
এই হলো "আমার বাংলা ব্লগের" দ্বিতীয় লোগো

Amar_Bangla_Blog_logo_png.png
এই হলো "আমার বাংলা ব্লগের" তৃতীয় লোগো



কন্টেস্টের বিষয় : "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী ।


➥লোগোটি কমিউনিটির উদ্দেশ্য এবং কার্যকলাপকে বেস করে ক্রিয়েট করতে হবে ।


➥এই প্রতিযোগিতায় শুধুমাত্র "আমার বাংলা ব্লগের" সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন ।


➥ফাইনাল আউটপুট হবে png ফরম্যাট এ এবং ব্যাকগ্রাউন্ড হবে fully transparent ।


➥রেসল্যুশন মিনিমাম ১০২৪X৭৬৮ হতে হবে ।


➥লোগোটি সম্পূর্ণ নিজের তৈরী হতে হবে ।

➥লোগো তৈরিতে যদি আপনি কোনো গ্রাফিক্স কনটেন্ট use করে থাকেন তবে সেগুলি কপিরাইট ফ্রি ও রয়্যালটি ফ্রি হতে হবে ।

➥বিজয়ী লোগোটি যেহেতু আমাদের কমিউনিটির অফিসিয়াল লোগো হবে তাই আপনাদের সম্পূর্ণ স্বত্ব ত্যাগ করে লোগোটি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে ।

➥কন্টেস্টের সময়সীমা : ৩ সপ্তাহ । লাস্ট ডেট : ০৯ জুন ২০২৪, রবিবার ভারতীয় সময় রাত ১২ টা অব্দি।

➥কনটেস্ট উইনার কে পুরস্কৃত করা হবে ।


পুরস্কার : 1K STEEM


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 6 months ago 

আমার অংশগ্রহণ


"আমার বাংলা ব্লগ" ~ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো তৈরি


https://steemit.com/hive-129948/@bijoy1/394bfcb09a4e4


Amar-bangla-blog-png.png

 6 months ago 

আমার বাংলা ব্লগের নতুন বছরে পদার্পন উপলক্ষে খুবই দারুন একটি উদ্যেগ নেওয়া হয়েছে।এইতো সেদিন এনাউন্সমেন্ট শুরু হলো দেখতে দেখতে ৩ টা বছর শেষ হতে গেলো।প্রাণের এই কমিউনিটি টা।আপনার জন্য আজ বিশ্বে বাংলা কে অন্য রকম ভাবে চিনছে মানুষ। ইউ আর গ্রেট দাদা।ভালবাসা নিবেন।এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।

 6 months ago 

লোগো কনটেস্ট এর আগের বছর ও আয়োজন করা হয়েছিলো। অনেকেই অংশগ্রহন করেছিলো। এবার আমি ও অংশগ্রহন করবো। ধন্যবাদ দাদা।

 6 months ago 

অসম্ভব সুন্দর একটি কনটেস্ট। এই প্রতিযোগিতার মধ্যে ইউজারগণ তাদের ক্রিয়েটিভিটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। অপেক্ষায় রইলাম সকলের সুন্দর সুন্দর লোগো গুলো দেখার জন্য। সম্ভব হলে চেষ্টা করব নিজেও এই কনটেস্টে অংশগ্রহণ করার। নতুন লোগো তৈরি করা নিয়ে চমৎকার একটি কনটেস্ট আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 6 months ago 

এ তো বিশাল প্রতিযোগিতা 🥳
১K স্টিম।
নতুন বছরের নতুন লোগো তৈরি করার চিন্তাটা সুন্দর।
তবে আমাদের প্রথম লোগোটির সাথে আমরা এতোটাই পরিচিত যে লোগোটি দেখলেই মনে হয় বাংলা কমিউনিটির একক প্রতিক।

 6 months ago 

দেখতে দেখতে আমার বাংলা ব্লগের তিন বছর হয়ে যাচ্ছে। মনে হয় এই তো সেদিন আমার বাংলা ব্লগের যাত্রা শুরু হল। দাদা তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবারও লোগো কন্টেস্টের আয়োজন করেছেন দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। নতুন নতুন চমৎকার কিছু লোগো দেখতে পাব। যদিও আমার বাংলা ব্লগের প্রথম অফিশিয়াল লোগোটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। কেমন যেন হৃদয়ের একটা টান অনুভব করি ওই লোগোটি দেখলে ।তারপরেও আরো নতুন নতুন লোগো দেখার অপেক্ষায় রইলাম। যদি লোগো তৈরি করতে পারতাম আমিও এই কনটেস্টে অংশ নিতাম। যাই হোক দারুন একটি কনটেস্টের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বাংলা ব্লগের এই পথ চলা যেন আরো অনেক অনেক সুদীর্ঘ হয় ,আর এভাবেই যেন আমার বাংলা ব্লগের সঙ্গে থাকতে পারি সেই প্রত্যাশায়।