কবিতা "নিশিরাতের কাব্য"

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

couple-3581038_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


কবিতা "নিশিরাতের কাব্য"



💘


♡ ♥💕❤
নিশারাতের স্বপন পুরীতে দুজনায় হারিয়েছি,
হারাতে ছিলো ভয়,কতো না অজানা সংশয়,
তবুও হারিয়েছি তোমাতে, হারিয়েছি দুজনায়।
হাতে রেখে হাত, চোখে রেখে চোখ,
মিশে যাওয়া দুজনায় আলিঙ্গণের ভাঁজে,
কামনার কবোষ্ণ শীৎকার ।

ভালোবেসেছি গোপনে, মিশেছি আপনে,
হাত ছেড়ো না'কো প্রিয় ,থেকো বাহুডোরে।
আমার ও প্রাণের সখী,প্রিয়তমা এলোকেশী,
আমার ও মনের বাঁশরী বাজায়,
প্রাণ মন্দির তুমি , প্রাণের স্পন্দন ধ্বনি।

নাম না জানা এক নদী তীরে,
আমাদের নগরীর গড়ে ওঠা,
আমাদের খেলাঘরে খেলাবাটি ভরে ওঠে,
মুখরিত সব কোকিলের কুহু ডাকে।
সাজ সাজ চারিপাশ আজ,অন্তরের সুখস্মৃতি হার,
রাত্রি নামে নগরীতে, আজ ভালোবাসার বেড়ে যাওয়া ।

সুখেরও সময় না হোক ক্ষয়, অটুট অক্ষুন্ন থাকুক তা,
যদি যায় হারিয়ে, আমার প্রাণের অনিশ্চিত যত ভয়!
এতো শত অনিশ্চয়তায়ও আলোয় আলোয় উঠোনের এক কোণ,
শিউলি চাঁপা ফুলের ঘ্রাণে মাতোয়ারা আমার মন ।

লিখছি যেনো প্রতিচ্ছবি এক,তুমি রূপকথাতে আমার রাণী,
প্রাণ মন্দিরে সপেঁচি এক গুচ্ছ গোলাপ ডালি,
স্বাক্ষী আমাদের ভালোবাসার বাণীর সে উত্তাপ।
তবুও অভিমানে জমাট বাঁধে আমার প্রেমের কবিতারা,
তুমি ছুঁয়ে দিলে নদীর স্রোত বয়ে যায় ,
অভিমানী অশ্রু ধারার আজ শেষ , তোমার স্পর্শের মায়ায়।

সন্ধ্যা লগনে আবারও যেনো সে মুগ্ধতা ,আবারও সে যেনো প্রেমে পড়া,
তুমি অনন্য,তুমি নতুনত্ব, তোমাতে আত্মহারা!
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয়,
আলিঙ্গনের সে নিশিরাত মনে কী পড়ে প্রিয় ?
ভুলবো না কিছুই তবুও তো আমি, যদি হয় হোক মৃত্যু অবধারিত।
♡ ♥💕❤



------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ৩০ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৮৩ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 0e14c4b702e466ad6b1a3cdd7e9d74c14efe30fed0a98a9099d82c648d9d3bd7

টাস্ক ৪৮৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 11 months ago 

আশা করি শ্রদ্ধেয় দাদা ভালো আছেন? আপনার কবিতা পড়ে সত্যি বেশ মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের ভালোবাসার আবেগী কবিতা পড়তে খুবই ভালো লাগে। প্রিয়জনের প্রতি হৃদয়ের কিছু ভালোবাসার অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। প্রিয়জনকে ভালোবাসা ভালোলাগার অনুভূতি কবিতার প্রতি ছন্দে মিলিয়েছেন। আসলে সত্যি প্রকৃতি ভালোবাসা এমনই হয়।

এতো শত অনিশ্চয়তায়ও আলোয় আলোয় উঠোনের এক কোণ,
শিউলি চাঁপা ফুলের ঘ্রাণে মাতোয়ারা আমার মন ।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This is a very interesting night poem you have shared with us.

Your blog is always filled with interesting and amazing content, thank you for sharing with us

 11 months ago 

অনুভূতি প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম কবিতা। প্রেম-প্রকৃতিসহ যত বিষয়েই হোক কোটেশন গুলো কবিতা থেকেই নেওয়া। যা মানুষ বার বার ব্যবহার করেন। গদ্য কবিতার ধঙে আপনার রচিত নিশিরাতের কাব্য কবিতাটি একটি সুলিখিত-সুন্দর কবিতা।মানব মনের অব্যক্ত কথা গুলো কি অবলিলায় বর্ণনা করেছেন। কবিতাটি সুপাঠ্য। আমার অনেক ভালো লেগেছে দাদা। আমাদের পড়বার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। শুভ কামনা আপনার জন্য।

 11 months ago 

বাহ্! অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। এই ধরনের রোমান্টিক কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। ভালোবাসার মানুষের হাতে হাত রেখে, চোখে চোখ রেখে মনে হয় যে অনন্তকাল কাটিয়ে দেওয়া যাবে। এমন মুহুর্ত গুলো সারাজীবন আমাদের মনের মধ্যে রয়ে যায়। আসলেই ভালোবাসা আমাদেরকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। বেঁচে থাকুক প্রতিটি প্রকৃত ভালোবাসা, সেই কামনা করছি। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে দাদা। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সন্ধ্যা লগনে আবারও যেনো সে মুগ্ধতা ,আবারও সে যেনো প্রেমে পড়া,
তুমি অনন্য,তুমি নতুনত্ব, তোমাতে আত্মহারা!

নিশিরাতের কাব্য কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে এবং মেনশন করে লাইন দুটি একটু বেশি ভালো লেগেছে। আপনার লেখনীর হাত দাদা চমৎকার। যদি আপনি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা লিখতেন তাহলে অনেক ভালো করতেন।

 11 months ago 

খুবই চমৎকার হয়েছে দাদা ৷ নিশিরাতের কাব্য কবিতায় ফুটে উঠেছে ভালোবাসার মিষ্টি অনুভূতি ৷ কবিতাটি খুবই সুন্দর মিষ্টি এবং রোমান্টিক হয়েছে ৷ পড়ে ভীষণ ভালো লাগলো আমার ৷ কবিতার প্রত্যেকটা লাইনে অনুভূতি ছোঁয়া মিশে আছে ৷ খুবই চমৎকার হয়েছে , এক কথায় অসাধারণ ৷ অসংখ্য ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রতিদিন নতুন নতুন কবিতা পড়তে ভালোই লাগে ,সত্যিই দাদা।কবিতায় প্রেমের খুব সুন্দর মূহুর্ত গুলো ফুঁটে উঠেছে।

 11 months ago 

দাদা কবিতার লাইনগুলো এক কথায় অনবদ্য হয়েছে। আপনার স্বরচিত "নিশিরাতের কাব্য" কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

দাদা এটা জানতাম যে আপনি অনেক সুন্দর কবিতা লিখতে জানেন। কিন্তু আপনি এমন ছুয়ে যাওয়া কবিতা লিখতে পারেন সেটা আজই বুঝলাম। দারুন সুন্দর আবেগ মিশিয়ে আজকের কবিতাটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটির প্রতিটি লাইন বেশ দারুণ দাদা।

Posted using SteemPro Mobile