কোলকাতার কালী পুজো - পর্ব ১৩

in আমার বাংলা ব্লগ10 months ago

IMG_20231114_163316.jpg


নেক্সট যে পুজো প্যান্ডেলটা দেখি আমরা এটি ছিল খুব ছোট একটা পুজো প্যান্ডেল বাট এদের এবছরকার থিমটি ছিল জাস্ট অসম । সায়েন্স নিয়ে পড়লেও আমার বরাবরই ঝোঁক ছিল ইতিহাস এবং প্রত্নতত্ত্বের দিকে । প্রচুর বই পড়েছি আমি এসব বিষয়ে । খুব ছোটবেলা থেকেই Indus Valley Civilization বা সিন্ধুসভ্যতা আমাকে টানতো । পাঠ্য বইয়ের পাতায় (মাধ্যমিক অব্দি ইতিহাস আমাদের পাঠ্য ছিল ) সিন্ধু সভ্যতা নিয়ে পড়েছি, বড় হয়ে মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা নিয়েও অল্পবিস্তর পড়াশোনা করেছি । আপনারা জানেন যে বাঙালি কৃতি সন্তান শ্রী রাখালদাস বন্দোপাধ্যায় ১৯২১ সালে এক প্রত্নতাত্ত্বিক খননকার্যে সিন্ধু সভ্যতার প্রাচীন নিদর্শন জগৎসভার কাছে মেলে ধরেন ।

ভারতীয় উপমহাদেশের পশ্চিম অংশে সিন্ধু নদীর অববাহিকায় এই সিন্ধু সভ্যতার বিস্তার লাভ করে। এই সভ্যতার ব্যাপ্তিকাল ছিল খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে খ্রিস্টপূর্ব ১৩০০ অব্দি । ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগীয় একটি সভ্যতা যার সিন্ধু নদের অববাহিকায় জন্ম ও বিলুপ্তি ঘটে । এই পুজো প্যান্ডেলের এবছরকার থিম ছিল "মহেন্জোদারো" । তাহলে বুঝতেই পারছেন কেন এতো আকর্ষণ করেছে আমার এই পুজো প্যান্ডেলটি !

আমরা জানি সমগ্র মানব প্রজাতির উৎসস্থান আফ্রিকা । এই আফ্রিকা থেকেই ধীরে ধীরে মনুষ্য প্রজাতির বিভিন্ন শাখা প্রশাখা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে । বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করে তারা । সময়ের সাথে সাথে বিবর্তিত হতে থাকে মানুষের বিভিন্ন প্রজাতি । অনেক প্রজাতি বিলুপ্ত হয়, কিছু প্রজাতি টিকে থেকে সভ্যতার সূত্রপাত করে । মহেঞ্জোদারো সভ্যতার সূচনা করে কিন্তু আধুনিক মানুষ, অর্থাৎ হোমো সাপিয়েন্স । ধারণা করা হয়ে থাকে খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দে মেসোপটেমিয়া (বর্তমানের ইরাক) থেকে মানুষের একটা বিরাট অভিযাত্রী দল বহু চড়াই উৎরাই পেরিয়ে সিন্ধু নদের তীরে এসে এক খুব উন্নত সভ্যতা গড়ে তোলে । এটাই সিন্ধু সভ্যতা । সিন্ধু নদের তীরে বসবাসকারী পরবর্তী জনপদের মানুষদেরকে ইউপরোপের মানুষ হিন্দু বলে অভিহিত করতো, আর সিন্ধু নদীকে বলতো হিন্দ । হিন্দ নদীর তীরে যারা বসবাস করে তারাই হিন্দু ।

সিন্ধু সভ্যতা খুবই উন্নত একটি সভ্যতা ছিল যার ধ্বংসের কারণ আজও অজানা । ধারণা করা হয়ে থাকে যে প্রবল বন্যা ও জলোচ্ছাস, বা প্রলঙ্কর ভূমিকম্প অথবা মহামারীতে এই বিশাল উন্নত সভ্যতা বিলীন হয়ে যায় । মহেঞ্জোদারো সভ্যতার কিছু নিদর্শন পাওয়া গিয়েছে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন খননকার্যে । এই সব নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির বিভিন্ন সিলমোহর, পোড়ামাটির তৈরী বিভিন্ন তৈজসপত্র, গহনা ও খেলনা, পোড়ামাটি ও পাথরের হরেক রকমের মূর্তি, বিভিন্ন ধাতু, সোনা, রুপা, তামা ও হাতির দাঁতের নানান অলংকার প্রভৃতি ।

এই সকল নিদর্শনের কিছু কিছুর অবিকল প্রতিলিপি তৈরী করে এই পুজো প্যান্ডেলটি সাজানো হয়েছে । সেই সাথে মহেঞ্জোদারো সভ্যতার জনসাধারণের জীবনযাত্রার কিছু কিছু খন্ডচিত্র মাটি আর শোলার মূর্তি গড়ে পুজো প্যান্ডেলে সাজিয়ে রাখা হয়েছে । ও হ্যাঁ, এই পুজো প্যান্ডেলের এবছরকার ইউনিক জিনিসটাই তো বলতে ভুলে গিয়েছিলাম । এ বছর পুজো প্যান্ডেলের ৯০% কাজই করা হয়েছে শোলা আর কাপড় দিয়ে । মূর্তি থেকে শুরু করে প্যান্ডেলের সমগ্র সাজসজ্জা বলা আর কাপড় দিয়েই করা হয়েছে ।


মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন পোড়ামাটির ফলকে মূর্তি খোদাই করা।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৩০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বেলে পাথরের তৈরী মুখোশের প্রতিকৃতি ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৩০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়ামাটি ও চুনাপাথরে নির্মিত ইউনিকর্ন ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়ামাটির তৈরী প্রাচীন দেবী মূর্তি ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এই সেই অতিবিখ্যাত মহেঞ্জোদারো'র পাথরের আবক্ষ পুরোহিত মূর্তিটির রেপ্লিকা । এই মূর্তিটি এখন পাকিস্তানের করাচি মিউজিয়ামে রক্ষিত রয়েছে ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়ামাটির বিখ্যাত ষাঁড়ের মূর্তি ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়ামাটির তৈরী বিভিন্ন সিল ও ফলক ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়ামাটির ও বেলেপাথরে নির্মিত আরো কিছু মূর্তি ও ভাস্কর্য ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৪৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রাচীন সভ্যতা মহেঞ্জোদারোর জনজীবনের বিভিন্ন খন্ডচিত্রের প্রদর্শনী ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৫০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দেবী মূর্তি ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৫১০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 01f453356e3276aeff52e85472e134146728b14bc279752576b09594aa33ac1b

টাস্ক ৫১০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 10 months ago 

বাহ দাদা,আপনি তো সাইন্স থেকে ইতিহাসের দিকে বেশি ঝুঁকেছেন দেখছি। যাইহোক এজন্যই তো এতকিছু জানলাম।হিন্দ নদীর তীরে যারা বসবাস করে তারাই যে হিন্দু তা আজ জানলাম।তবে এসব কিছু মাথায় রেখে এই পুজো প্যান্ডেলটা দারুণ সাজিয়েছে। দেখার মত ছিল প্রতিটি প্রদর্শনী।

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post was upvoted by @upex upvoting Services with 59.24%. To learn more Join our Discord community here.
image

This post was upvoted by @upex upvoting Services with 59.24%. To learn more Join our Discord community here.
image

This post was upvoted by @upex upvoting Services with 59.24%. To learn more Join our Discord community here.
image

This post was upvoted by @upex upvoting Services with 59.24%. To learn more Join our Discord community here.
image

 10 months ago 

আপনার পোষ্ট বরাবরই অনেক ভালো লাগে দাদা। ভালো লাগার একটি কারণ আছে বলতে চাই। বিশেষ করে আপনি পোষ্টের সাথে রিলেট করে অনেক ধরনের নতুন নতুন তথ্য আমাদের মাঝে শেয়ার করেন। যেমন আজকে বিভিন্ন ধরনের তথ্য আপনি আমাদের মাঝে শেয়ার করলেন, বিভিন্ন ধরনের সভ্যতা এবং সেসব সভ্যতা কোথা থেকে উত্থান হয়েছে এছাড়াও আরো বিশেষ কিছু বিষয় আপনি আপনার পোস্টের মধ্যে উল্লেখ করেছেন। আজকের এই থিমটি অনেক ভালো লেগেছে দাদা, পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 10 months ago 

এ বছর পুজো প্যান্ডেলের ৯০% কাজই করা হয়েছে শোলা আর কাপড় দিয়ে । মূর্তি থেকে শুরু করে প্যান্ডেলের সমগ্র সাজসজ্জা বলা আর কাপড় দিয়েই করা হয়েছে ।

বাহ্! শোলা দিয়ে এতকিছু তৈরি করেছে। দেখতে আসলেই দারুণ লাগছে। শোলা দিয়ে তৈরি করা জিনিসপত্র দেখতে এমনিতেও খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে শোলাশিল্প বর্তমানে বেশ প্রসিদ্ধ। যাইহোক সিন্ধু সভ্যতা সম্পর্কে বই পুস্তকে কিছুটা পড়েছিলাম, তবে আপনার পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পারলাম দাদা। এতো সুন্দর সুন্দর নিদর্শনের অবিকল প্রতিলিপি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। কতোটা নিখুঁতভাবে সবকিছু তৈরি করেছে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

This post was upvoted by @upex upvoting Services with 59.24%. To learn more Join our Discord community here.
image

This post was upvoted by @upex upvoting Services with 59.24%. To learn more Join our Discord community here.
image