একগুচ্ছ অণুকবিতা "ফেসবুকের টুকরো কথা"
Copyright-free Image source : Pixabay
একগুচ্ছ অণুকবিতা "ফেসবুকের টুকরো কথা"
💘
♡ ♥💕❤
রাত জেগে ফেসবুকে কবিতা লিখি না আমি,
যখন মন চায় টুকরো কথার জাল বুনি ।
আবোল তাবোল, জীবনের টুকরো কথা,
হৃদয়ের যত জমানো গোপন ব্যাথা।
লিখে যাই যা মন চায়, দিন-রাত্রি,
সৃষ্টিছাড়া লেখার সৃষ্টির উল্লাসে আমি মাতি ।
এখানে বৃষ্টি নেই বারোমাস,
এখানে গাছেরা সবুজ নয়।
এখানে দিনে মরুভূমি,
রাতে ভীষণ তীব্র ব্লিজার্ড |
শেষ বিকেলের নরম আলো দ্রুত ফুরিয়ে আসছে ,
অস্তগামী বিদায়ী সূর্য্যের শেষ রশ্মি দ্রুত মুছে যাচ্ছে ।
এই মুঠিতে আমি ফুরিয়ে যাওয়া আলোকে বন্দী করতে চাই ।
বিশ্বসংসারের সবাই সময়ের অধীন হলেও,
শুধু সময় কারোও অধীন নয় ।
তাই, সময় ফুরিয়ে আসছে, বুঝতে পারছি ।
নিজ বিদায়ের পদধ্বনি ,
আজ নিজের কানেই ধ্বনিত হতে আমি শুনছি ।
এই বেশ ভালো আছি ।
ভালোবাসি, এতেই আনন্দ খুঁজে পাই;
কেন তাকে বলতে হবে ?
ভালোবাসি তোমায় !
বোঝে তো বুঝুক সে,
বলতে কেন হবে?
তাকে ভালোবেসে তৃপ্ত এ হৃদয়,
ভালো যদি সে নাও বাসে তবুও আমায়।
সকাল থেকেই আজ বৃষ্টি নেমেছে,
টবে রাখা শুষ্কপ্রায় গাছটি আজ ভিজছে ।
বেঁচে থাকার এই তো আনন্দ ।
ভালোবাসার বৃষ্টি যখন সিক্ত করে,
তখন খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার মানে ।
আমার শহরের বুকে আজ বৃষ্টি নেমেছে,
শুষ্ক মৃতপ্রায় এ মরুশহরের তেষ্টা মেটাতে ।
বৃষ্টির ফোঁটাগুলো নতুন জীবন এনেছে,
ইট-কাঠ-পাথরের হৃদয় আজ ভিজতে শিখেছে ।
♡ ♥💕❤
god bless you
দাদা আপনার প্রতিটি কবিতা পড়ে অনেক উৎসাহ এবং কিছু লেখার শক্তি পাই। তবে আমি কবিতা লেখা শুরু করেছি আপনার কবিতা গুলো থেকে শক্তি নিয়ে এবং নিজেকে কবি ভাবতে শুরু করেছি। জানিনা কখনো কবি হতে পারবো কি না?
দাদা সত্যিই অসাধারণ সব অনুকবিতা লিখেছেন। প্রত্যেকটা কবিতায় আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর অনুকবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দারুন হয়েছে অনুকবিতা গুলো।তবে ভালোবাসার মরুভূমিতে বৃষ্টি নামুক,গাছেরা হোক সবুজ।
এটা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ
চমৎকার লিখেছেন দাদা। বেশ ভালো লেগেছে পড়ে ।তবে সব থেকে বেশি ভালো লেগেছে চার নম্বর কবিতাটি। ঠিকই লিখেছেন যাকে ভালবাসেন তাকে বলতে হবে কেন? তাকে এমনিতেই বুঝে নিতে হবে। আসলে সত্যিকারের ভালোবাসাটা এমনই হয় যাকে ভালোবাসা যায় তাকে ভালোবেসেই হৃদয় তৃপ্ত হয় ,যদি সে ভালো নাও বাসে।তবে 5,6 নম্বর কবিতাটিও বেশ সুন্দর হয়েছে ।আমাদের এখানেও আজ অঝর ধারায় বৃষ্টি পড়ছে ।অবশেষে আপনিও বৃষ্টির দেখা পেয়েছেন বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
এখন আর মেসেঞ্জারে বৃথাই নষ্ট করি না সময়
এখন আর ইমুতে অযথা যেতে ইচ্ছে করে না আমার
আমি পেয়ে গেছি আমার সোনালী সময়টুকু কাটানোর ভালোবাসার রং তুলির আচর
আর এম ই দাদার গড়া আমার বাংলা ব্লগ নামের পাঁঝর
আমার বাংলা ব্লগ দেখছি আমি যত
সীমাহীন ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে তত।
দাদা আপনার প্রত্যেকটা অনুকবিতা দারুন ছিল। আমিও চেষ্টা করেছি আপনার দেখায় আপনার অনুপ্রেরণায় একটা অনু কবিতা লিখার। জানিনা কতটুকু লিখতে পেরেছি। তবে আপনার মত কখনোই হবে না সেটাও ভালো করে জানি, তবুও চেষ্টা করি আর কি। আপনার কবিতার লেখার প্রশংসা কিভাবে করব তাও হয়তো আমার জানা নেই। আমাদেরকে এতগুলো অনুকবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।
দাদা প্রত্যেকটি অনুকবিতা অনেক সুন্দর হয়েছে।
তবে ৪ নাম্বার অনুকবিতার
এই লাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলেই ভালোবাসার কথা মুখ দিয়ে বলতে হয়না যে বোঝার সে ঠিকই বুঝে নেয়।
ধন্যবাদ দাদা।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
সবগুলো কবিতার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ৪ নাম্বার কবিতাটি। সত্যিই একতরফা ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা।
আহা ফেসবুক যেন হৃদয়ের উর্বর ভূমি, সকাল বিকেল সেখানে কাব্যের ছড়াছড়ি হি হি হি হি।
আমি ফেসবুকে খুঁজে পেয়েছি হৃদয়ের আবেগ
আমি ফেসবুকে খুঁজে পেয়েছি কবিতার আবেগ
আমি ফেসবুকে লিখেছি হৃদয়ের যত আবেগ
আমি কবিতার ছন্দে খুঁজেছি ভালোবাসার আবেগ।