"আমার বাংলা ব্লগ" -এ নিউ কামারদের জন্য ফ্রি ডেলিগেশন সার্ভিস : ডেলিগেশন রাউন্ড ০৮

in আমার বাংলা ব্লগlast year


নতুন স্টিমিট ইউজাররা তাঁদের ব্লগিং জার্নি শুরু করার সাথে সাথেই যে প্রব্লেমটা ফেস করেন সেটি হলো রিসোর্স ক্রেডিট (RC) এর অপ্রতুলতা । এটি আসলেই বেশ বড় একটা প্রব্লেম নিউ কামারদের জন্য । বিশেষ করে "আমার বাংলা ব্লগ" এর নতুন ব্লগারদের জন্য বিশাল একটা প্রব্লেম এটি । কারণ, "আমার বাংলা ব্লগ" হলো সমগ্র স্টিমিট প্ল্যাটফর্মে একমাত্র কমিউনিটি যেখানে কমিউনিটি এনগেজমেন্ট এর জন্য ব্লগারদের সর্বোচ্চ ভাবে উৎসাহিত করা হয়ে থাকে । ফলশ্রুতিতে "আমার বাংলা ব্লগ" কমিউনিটি হলো স্টিমিট এর এক নাম্বার কমিউনিটি যেখানে ইউজার এনগেজমেন্ট সর্বাধিক । এর ধারে কাছেও কোনও কমিউনিটি নেই ।

এই জন্যই, নতুন ব্লগাররা "আমার বাংলা ব্লগ" এ জয়েন করেই বিপদে পড়ে যান । কারণ, কমিউনিটিতে এনগেজমেন্ট ঠিক রাখতে যে পরিমাণ কমেন্ট তাঁদেরকে করতে হয় তাতে প্রচুর রিসোর্স ক্রেডিটস এর দরকার হয় । অথচ, নতুন ব্লগার হওয়ার কারণে তাঁদের ওয়ালেটে ০-১৫ স্টিম পাওয়ার থাকে অনলি । যার জন্য অল্প কিছু কমেন্ট করেই দীর্ঘক্ষণ wait করতে হয় তাঁদেরকে রিসোর্স ক্রেডিট রিচার্জ এর জন্য ।

এই সমস্যা দূরীকরণে আমার বাংলা ব্লগ এর পক্ষ থেকে অ্যাডমিন @rex-sumon নিজের ওয়ালেট থেকে প্রায় এক বছর যাবৎ ফ্রি ডেলিগেশন সার্ভিস প্রদান করে আসছেন । এটা ছিল সম্পূর্ণ ফ্রী এবং নন-প্রফিট একটা সার্ভিস । বহুদিন ধরে @rex-sumon এর এই "ফ্রি ডেলিগেশন সার্ভিস" টি আমার নজরে ছিল । আমি রীতিমতো মুগ্ধ তাঁর এই মহৎ উদ্যোগটাতে ।

কিন্তু, ক্রমবর্ধমান নিউ ইউজারদের চাপে আমি নিজেই চেয়েছি এই চলমান "ফ্রি ডেলিগেশন সার্ভিস" @rex-sumon এর আন্ডারে সরাসরি কমিউনিটি একাউন্ট থেকেই পরিচালিত হোক । তাহলে, আমরা "আমার বাংলা ব্লগ" এর প্রত্যেক নিউ ইউজারকে ফ্রী ফ্রী ১০০ স্টিম পাওয়ার ডেলিগেট করতে পারবো । ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পেলে আপনি প্রতি ২৪ ঘন্টায় ১০০+ কমেন্ট করতে পারবেন । এটা হিউজ ।


ফ্রি ডেলিগেশন সার্ভিস থেকে ডেলিগেশন : রাউন্ড ০৮


ডেলিগেশন পরিমাণ : @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে প্রত্যেককে


অষ্টম রাউন্ডে সকল ফ্রি ডেলিগেশন পাওয়া এক্টিভ ইউজারদের আইডি নিম্নরূপ :

SerialDelegatorDelegateeBase AmountCurrent Active Amount
01@abb-fun@afrinkhanupoma100100.00

এই মুহূর্তে সকল ফ্রি ডেলিগেশন পাওয়া এক্টিভ ইউজারদের আইডি নিম্নরূপ :

SerialDelegatorDelegateeBase AmountCurrent Active Amount
01@abb-fun@asadul-islam10050.00
02@abb-fun@sadia2310091.273
03@abb-fun@shahid54010074.00
04@abb-fun@afrinkhanupoma100100.00

উপরের প্রত্যেক স্টিমিট ইউজারকে @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে ডেলিগেশন দেওয়া হয়েছে ।

কী ভাবে আপনি ফ্রি ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পাবেন ?


=> আপনাকে একদম নতুন ইউজার হতে হবে "আমার বাংলা ব্লগ" এ

=> আপনার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে আমার বাংলা ব্লগ স্কুল লেভেল -০১ এর ফার্স্ট ক্লাসে

=> আপনার স্টিমিট ওয়ালেটে ৩০ স্টিম পাওয়ার এর কম পাওয়ার থাকতে হবে

=> আপনাকে "আমার বাংলা ব্লগ" এর ডিসকোর্ড চ্যানেল "free-delegation" এ ডেলিগেশন এর জন্য এপ্লাই করতে হবে



***আপনি লেভেল ৫ এ উঠলে অথবা, আপনার ওয়ালেটে যতক্ষণ অব্দি ইফেক্টিভ ১০০ স্টিম পাওয়ার না জমে ততক্ষণ অব্দি ডেলিগেশন এক্টিভ থাকবে । ৪৫ দিনের বেশি একটানা inactive থাকলে ডেলিগেশন ক্যান্সেল করা হবে ।

এখানে আপনার ওয়ালেটে আমরা স্টিম পাওয়ার ক্যালকুলেট করবো এই ভাবে -
আপনাকে দেওয়া ডেলিগেশন এমাউন্ট = 100 - (X + Y +Z)
এখানে,
X = আপনার ওয়ালেটে মোট লিকুইড স্টিমের পরিমাণ
Y = আপনার ওয়ালেটে মোট স্টিম পাওয়ার (SP) পরিমাণ
Z = আপনার ওয়ালেটে মোট STEEM BACKED DOLLAR (SBD) এর সমমূল্যের স্টিম***


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৩

টাস্ক ৪৫৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ccbe7ccea0ac03791e6d9a0561a0180c329ea3a1d3f4cf2cfd01dbae51d62b7d

টাস্ক ৪৫৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««








Sort:  
 last year 

আবারো এসে গেলুম আরো দুইটি নতুন NFT আর্ট নিয়ে । আমার আজকের NFT আর্টদ্বয়ের বিষয়বস্তু ইউনিকর্ন । ছোটবেলায় রূপকথার বইয়ে আমরা কতই না পড়েছি ইউনিকর্ন সম্পর্কে । এ এক মায়াবী অতীব রহস্যময় প্রাণী ।

ঘোড়ার মতো দেখতে । কিন্তু মাথায় প্যাঁচালো শিং আছে, তাও একটি মাত্র । আর এই শিংটি সোজা ইউনিকর্নের কপাল ফুঁড়ে গজিয়েছে ।

এখানে দুটি বেবি ইউনিকর্ন এর NFT আছে । আশা করছি আপনাদের ভালো লাগবে -


Fairy Creatures (Rare)


Screenshot 2023-12-27 015830.png

  1. cute baby unicorn

Screenshot 2023-12-27 015920.png

  1. NFT collectible - Unicorn
 last year 

সত্যিই অনেক কিউট৷
২য় টা বেশি কিউট৷

 last year 

দাদা ইউনিকর্ন গুলো অনেক সুন্দর হয়েছে! 😌

ইউনিকর্ন দুটো আসলেই অনেক কিউট হয়েছে দাদা।

 last year 

আমাদের কমিউনিটি সবসময় নতুন ও পুরাতন সব ইউজারদের নিয়ে ভেবে থাকে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। ফ্রি ডেলিগেশন সার্ভিসটি নতুন ইউজারদের কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে করে নতুন ইউজাররা ইচ্ছেমতো কমেন্ট করতে পারে এবং আপভোট দিতে পারে। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



onk helpful initiative for new users.

 last year 

এই উদ্যোগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। যেহেতু স্টিম পাওয়ার না থাকার কারণে নতুন অবস্থাতে অনেকেই ভালোভাবে কাজ করতে পারে না। তাই যদি তাদেরকে এভাবে ফ্রি ডেলিগেশন দেয়া যায় তাহলে ভালোভাবে কাজ করতে পারবে।

 last year 

ফ্রি ডেলিগেশন সার্ভিস নতুনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি এই সার্ভিসের মাধ্যমে নতুনরা অনেক উপকৃত হবে এবং নিজের একটিভিটি অনেক বেশি বাড়াতে পারবে। আপনি অনেক সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরেছেন দাদা।

 last year 

আমার বাংলা ব্লগ কমিটির পক্ষ থেকে প্রত্যেক নিউ মেম্বারের জন্য ডেলিভিশনের ব্যবস্থা রয়েছে। এর আগে আমার বাংলা ব্লগের এডমিন সুমন ভাই নিজ দায়িত্বে নিজের ওয়ালেট থেকে প্রায় এক বছর যাবত ফ্রি ডেলিভিশন প্রদান করেছিল সত্যি এই বিষয়টি আমাদের সকলকে বেশ মুগ্ধ করেছে। পরবর্তীতে দাদার পক্ষ হতে প্রত্যেক নিউ মেম্বারের জন্য ১০০ এসপি ডেলিভিশনের ব্যবস্থা করা হয়। আসলে দাদা একজন মহৎ মানুষ দাদার কথা বলে বোঝানোর মত কিছু নেই। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে দাদা এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আর অনবরত "এবিবি ফান"এই অ্যাকাউন্ট থেকে আমার বাংলা ব্লগের নতুন ইউজাদেরকে এসপি দিয়ে সহযোগিতা করা হচ্ছে, যাতে করে তারা এনগেজমেন্ট বাড়াতে পারে।যেটা একমাত্র আপনার কারণে সম্ভব হয়েছে দাদা। ধন্যবাদ আপনাকে।

 last year 

কেও যদি সুন্দর ভাবে কাজ করতে চায় তাহলে কোন সুবিধাটি নেই আমাদের কমিউনিটিতে!এ উদ্যোগের জন্যে নতুন ইউজারগণ অনেক বেশি উপকৃত হবে এবং একেবারে নির্দ্ধিধায় কাজ করে যেতে পারবে।

 last year 

আবার বাংলা ব্লগে নিউ কামারদের জন্য এই ফ্রি ডেলিগেশন সার্ভিসটি অনেক সুন্দর। নতুনদেরকে ডেলিগেশন প্রদান করে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile