আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০১steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

আজকে সময়ের বড্ড অভাব । তাই খুব দ্রুত এই পোস্টটি করছি । ২০১৬ থেকে ২০১৭ সাল অব্দি আমি মজার ছলে বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছিলাম ল্যাপটপে । এ গুলো সবই ডিজিটাল আর্ট । ভাবলাম আজকে সেগুলো থেকে কয়েকটি আপনাদের সাথে শেয়ার করি ।

আমার খুবই প্রিয় আর্টের মধ্যে একটি হলো অ্যাবস্ট্রাক্ট আর্ট বা বিমূর্ত শিল্প । এই আর্টের মধ্যে দিয়ে আমরা কল্পনার জাল বিস্তার করতে পারি যেটা আর কোনো আর্টের মাধ্যমেই সম্ভবপর নয় । অ্যাবস্ট্রাক্ট আর্টে বাস্তবতাকে নয় বরং আমাদের কল্পনাগুলোকে তুলির বিভিন্ন আঁচড়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় । বিভিন্ন কালারের শেডের মধ্যে লুকিয়ে থাকে শিল্পীর কত না বলা কথা, কত না বলা সব অনুভূতিরা । সেসব চোখ দিয়ে নয় বরং হৃদয় দিয়ে অনুভূত করতে হয় ।

আর এটাই হলো অ্যাবস্ট্রাক্ট আর্ট । আমরা যা খালি চোখে দেখি সেটাকে আর্টে রূপ দেওয়া নয়, বরং, আমরা যেটা খালি চোখে দেখতে পাই না সেটাকেই রঙের মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তোলার নামই অ্যাবস্ট্রাক্ট আর্ট । যে আর্ট আমরা চোখ দিয়ে নয় বরং হৃদয় দিয়ে দেখতে পাই সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট আর্ট ।

সো, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক আমার কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট ।



সবুজ মেঘ



হোলী



ফুল সজ্জা



নিঃসঙ্গতা*



ফাগুনের বিকেল



নির্বাসিত



এলো চিন্তা



একাকিনী



সাইক্লোন



ইনফার্নো


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৮২ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c9fc890ff2fc327a8e80fdcf025130c82824d3badfab93ce230629de4f74c58b

টাস্ক ৩৮২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 11 months ago 

দাদা মজার ছলে তো দারুন কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছেন ।চমৎকার হয়েছে সবগুলো। তবে আপনার লেখাগুলো পড়ে এবং এই আর্ট সম্পর্কে ভালো ধারণা পেলাম । এই আর্টগুলো সম্বন্ধে আমার তেমন কোন ধারণা ছিল না। যদিও অনেকদিন আগেও একবার আপনি এই ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করেছিলেন তখনও দেখেছিলাম ।সেগুলো ও দারুন ছিল। এখানে নিঃসঙ্গতা আর্টটি মনে হয় এর আগে একবার দেখেছিলাম ।দারুন এঁকেছেন আপনি ।সত্যি চমৎকার সবগুলো আর্ট।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আপনার এর আগেও দেখেছিলাম দাদা, বেশ ইন্টারেস্টিং এ আর্টের কনসেপ্টগুলো। যেহেতু অন্যসব আর্ট থেকে একদমই ভিন্ন হয় এ আর্টগুলো। কল্পনার জগতকে এই অ্যাবস্ট্রাক্ট আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। আপনার সবগুলো অ্যাবস্ট্রাক্ট আর্ট ইউনিক এবং কনসেপ্টটুয়াল ছিল দাদা। যদিও এমন আর্ট কখনো করিনি

 11 months ago 

অ্যাবস্ট্রাক্ট আর্ট সম্বন্ধে আমার কোনো ধারণা ছিলো না দাদা। আপনার কাছ থেকে অ্যাবস্ট্রাক্ট আর্ট এর দারুণ সংজ্ঞা জেনে ভীষণ ভালো লাগলো দাদা। বিভিন্ন কালারের ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল। প্রতিটি অ্যাবস্ট্রাক্ট আর্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যাইহোক এমন ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 11 months ago 

দাদা পুরনো আর্ট হলেও কিন্তু দেখতে নতুনের মতই মনে হচ্ছে। আমার কাছে কিন্তু এই আর্ট গুলো মনের ভাষা প্রকাশের এক অভিনব হাতিয়ার হিসেবে মনে হয়। যারা এই আট সম্বন্ধে জানেন। কেবলমাত্র তারাই এই আর্টগুলোর ভাষা বুঝতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর কিছু ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।আজ আপনার পোষ্টের মাধ্যমে একটি নতুন বিষয় জানতে পারলাম।

 11 months ago 

যদিও অ্যাবস্ট্রাক্ট আর্ট সম্পর্কে খুব বেশি ধারনা নেই, তবে কালারিং আর্ট দেখতে বেশ ভালো লাগছে।সবগুলোই আর্ট বেশ সুন্দর। কত আগ থেকেই আপনার বেশ ভালো চিন্তা ধারা।ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আর আমি অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো মোটেও বুঝতে পারি না, আমার কল্পনা শক্তি খুবই দুর্বল। সত্যি দাদা অ্যাবস্ট্রাক্ট আর্ট আমার মাথায় একদমই ঢুকে না। আপনি তো জিনিয়াস তাই সব ক্ষেত্রে সমান দক্ষতা রয়েছে আপনার। ধন্যবাদ

 11 months ago 

একাকীত্ব আর নিঃসঙ্গতার চিত্র দেখে সত্যি মুগ্ধ হয়েছি দাদা। এছাড়া অন্যান্য ছবিগুলো দারুন ছিল। অ্যাবস্ট্রাক্ট আর্ট যদিও কখনো করা হয়নি। তবে এই আর্ট গুলো খুবই ভালো লাগে। মনের কল্পনায় হয়তো মনের কথা তুলে ধরা যায়। অনেক ভালো লাগলো দাদা আপনার এই পোস্ট দেখে।

 11 months ago 

নতুন একটা আর্ট সম্পর্কে জানলাম।এই ধরনের আর্ট দেখেছি কিন্তু কখনো ট্রাই করা হয়নি, এই ধরনের ড্রইং এর মধ্যেও একটা চমৎকার একটা চিন্তাশক্তি একটা কল্পনার শক্তির প্রভাব বিকশিত হয়।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আজ একটি নতুন আর্ট বিষয়ে জানতে পারলাম দাদা আপনার পোস্টের মাধ্যমে। ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট দারুন ব্যাপার তো।যা কিনা আপনি মজার ছলে ২০১৬ ও ২০১৭ সালে এঁকেছিলেন। চমৎকার লাগলো আপনার আর্ট।সত্যি হৃদয় দিয়েই অনুভব করলাম। সবগুলো আর্টের মধ্যে নিঃসঙ্গতা,একাকিনী, সাইক্লোন, নির্বাসিত,সবুজ মেঘ বেশী ভালো লেগেছে।অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।