আমাদের দেশে ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন চলছে
Copyright Free Image Source : PixaBay
আপনারা সবাই জানেন যে আমাদের দেশে গত মাসের ১৯শে এপ্রিল থেকে ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন শুরু হয়েছে । শেষ হবে জুনের ১ তারিখ । প্রায় দেড় মাস ধরে চলবে এবারের লোকসভা নির্বাচনের ভোটদান প্রক্রিয়া । এত দীর্ঘ সময় ধরে ভোট হয় বলেই ভারতের লোকসভা নির্বাচনকে বলা পৃথিবীর সব চাইতে দীর্ঘতম সময় ধরে চলা ইলেকশন । এছাড়াও ভারতের লোকসভা নির্বাচনে প্রায় ১০০ কোটি ভ্যালিড ভোটারের লিস্ট চূড়ান্ত হয় যা সারা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ ভোটার তালিকা ।
এ বছরের লোকসভা নির্বাচন মোট সাতটি দফায় অনুষ্ঠিত হচ্ছে । সর্বমোট সময় ৪৪ দিন । আপনারা তো জানেন যে ভারতের লোকসভার মোট আসন ৫৪৩ । ম্যাজিক ফিগার ২৭২ । অর্থাৎ, যে দল এককভাবে বা জোটবদ্ধভাবে ৫৪৩ টি আসনের মধ্যে সর্বমোট ২৭২ টি আসন পাবে সেই দলই বিজয়ী হিসাবে প্রতিপন্ন হবে ।
এবারের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের দিনগুলি যথাক্রমে -
দফা ০১ : ১৯ এপ্রিল ২০২৪ : মোট আসন: ১০২
দফা ০২ : ২৬ এপ্রিল ২০২৪ : মোট আসন: ৮৯
দফা ০৩ : ০৭ মে ২০২৪ : মোট আসন: ৯৪
দফা ০৪ : ১৩ মে ২০২৪ : মোট আসন: ৯৬
দফা ০৫ : ২০ মে ২০২৪ : মোট আসন: ৪৯
দফা ০৬ : ২৫ মে ২০২৪ : মোট আসন: ৫৭
দফা ০৭ : ০১ জুন ২০২৪ : মোট আসন: ৫৭
ভোট গণনা ও ফলাফল প্রকাশের তারিখ : ৪ জুন ২০২৪
এবারের নির্বাচনে মূল লড়াইটা হবে এনডিএ জোটের সাথে ইন্ডিয়া জোটের । যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির এনডিএ জোট আবার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে তবুও ৪ দফা ভোটের পর এটা প্রায় নিশ্চিত এখন যে কংগ্রেসের ইন্ডিয়া জোটের সাথে জোর লড়াই হবে এনডিএ'র । নরেন্দ্র মোদির ৪০০ আসন পাওয়ার স্বপ্নে বেশ ভালো রকমই জল ঢালতে সক্ষম হতে পারে ইন্ডিয়া জোট । তবে, প্রায় সব রাজনৈতিক বিশ্লেষকদের একটাই অভিমত যে বিজেপির এনডিএ জোট ম্যাজিক ফিগার ক্রস করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করবে ।
আমাদের অবশ্য ভোট একদম লাস্ট ফেজে । ০১ লা জুনে । আমাদেরও ভোট শেষ হবে আর তার ঠিক দুই দিন পর চার তারিখে গণনা শুরু । তাই আমরাই ভাগ্যবান । ভোট দিয়ে মাত্র দুই দিন ওয়েট করতে হবে ফলাফলের জন্য ।
অধীর আগ্রহে তাই ভারতের ১৪০ কোটি জনগণ তাকিয়ে আছে জুনের ৪ তারিখের দিকে । কোন দল কুর্সি গ্রহণ করবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
আসলে ভারতের সাধারণ লোকসভা নির্বাচন নিয়ে আমাদের দেশেও আলোচনার শেষ নেই। অনেকে বলাবলি করছে নরেন্দ্র মোদির দল আবারও ক্ষমতায় আসবে। দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়। আর তো মাত্র ১৪/১৫ দিন বাকি রয়েছে ফলাফলের। দাদা আপনারা তাহলে একেবারে শেষের দিকে ভোট দিবেন। আপনার পছন্দের প্রার্থী যাতে জয়লাভ করে, সেই কামনা করছি দাদা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
টানা দেড় মাস ধরে নির্বাচন প্রচারণা চলে বিধায় ভারতকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ ইলেকশন সিস্টেম। তবে দেখা যাক ইন্ডিয়া জোটের সাথে এনডিএ জোটের যে লড়াই শুরু হয়েছে তাতে কোন দল ক্ষমতায় আসেন। আমরাও অধীর আগ্রহে বসে আছি ৪ জুন এর ফলাফল দেখার জন্য। আশা করছি সুষ্ঠু প্রক্রিয়ায় সঠিক মানুষ ক্ষমতায় আসবেন।
Congratulations, your post has been upvoted by @upex with a 41.03% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
This is a nice post you have shared on the election going on in your country.
This is a great post, thank you for sharing this with us 😊❤️❤️❤️
জেনে খুবই ভালো লাগলো দীর্ঘ দেড় মাস ভোট চলে শোনে তো অবাক হয়ে গেলাম। এর আগেও পড়েছি ভারতের লোকসভা নির্বাচনের বিভিন্ন বিষয়গুলো। আপনি আজকে বিস্তারিত শেয়ার করলেন অনেক ভালো লাগলো পড়ে। আশা করি আপনার কাঙ্খিত প্রার্থী এবারে জয়ী হবে সে প্রত্যাশা কামনা করছি।
দীর্ঘ সময় ধরে সাধারণ লোকসভা নির্বাচন চলছে।পৃথিবীর সবচেয়ে বড় ভোটার তালিকা ভারতে এতো দিন ব্যাপি নির্বাচন অতিরিক্ত জনসংখ্যার দেশ হওয়ায় হয়তোবা।তবে আপনারা লাস্ট ফেজে এজন্য দুইদিন অপেক্ষার পর ফলাফল পেয়ে যাবেন এটা একটা আনন্দের বিষয়।যিনি যোগ্য প্রার্থী তিনিই ক্ষমতায় আসুক তাহলে দেশবাসীর জন্য শুভ হবে।ভালো লাগলো পোস্টটি ।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আমিও তো চিন্তা করতেছি যে, পঞ্চম দফায় ভোট হয়ে গেল অথচ দাদার ভোট দেওয়ার অনুভূতি মূলক পোষ্ট পাচ্ছি না কেন..? আপনারা তাহলে সবার শেষে ভোট দিবেন। বিশ্ব এখন ইন্ডিয়ার দিকে তাকিয়ে,কে আসবে দিল্লির মসনদে। ধন্যবাদ।
০১ লা জুনে আপনাদের ওইখানে নির্বাচন জেনে ভালো লাগলো দাদা। আমাদের এদিকেও উপজেলা নির্বাচন শুরু হয়েছে। আর কয়েকদিন পরে নির্বাচন। দাদা আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম।