একগুচ্ছ অণুকবিতা "অর্থহীন প্রলাপ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


Copyright-free Image source : Pixabay


একগুচ্ছ অণুকবিতা "অর্থহীন প্রলাপ"



💘


♡ ♥💕❤

ডাগর ডাগর কাজল আঁখি
কিসের মায়ায় ভরা !
বর্ষা-মেঘের আড়ালে যেন
বিদ্যুতেরই ছটা ।


শ্যাম বিহনে রাধার হৃদয় অশ্রু জলে ভেজা,
অহর্নিশি খুঁজে ফেরে, কোথায় রাখাল রাজা ?
অনেক আশা, শ্যামের বাঁশি বাজবে আবার যমুনারই তীরে !
তবুও রাধার কৃষ্ণ কভু আসলো না আর ফিরে ।


একটি শীতের সন্ধ্যা ।
হ্যারিকেনের নরম আলোয়,
কাঁপা হাতে লিখেছিলেম
প্রথম প্রেম পত্র ।

সাড়াও সেদিন পেয়েছিলাম,
প্রিয়ার গোপন চকিত চাহনিতে ।
সলাজ মৃদু হাসির সঙ্গে
হঠাৎ জড়িয়ে ধরা;
ভালোবাসে আমায়
সেদিন বুঝেছিলাম ।


আমি তোমার কাছে শুধু
একটি বিকেল চেয়েছিলাম ।
পড়ন্ত বেলার হলুদ একটি বিকেল ।
মায়াবী শান্ত একটি বিকেল ।

হাত ধরাধরি করে শুধু
নির্জনে একটু হাঁটতে চেয়েছিলাম ।
কত দিন কেটে গেলো,
তোমার ব্যস্ত নাগরিক জীবনে হলো না তো সময় ।

বসন্তে চেয়েছিলাম, চৈত্রের বিকেলেও,
বৈশাখেও চেয়েছিলাম, বর্ষাতেও ।
হলো না সময় তোমার তাই,
শরতের কাশফুলের গন্ধমাখা বিকেলের আশায়
অপেক্ষায় দিন কাটাই ।

রূপকথার গল্পেরা আজও দেয় হানা,
বারে বারে স্বপ্নের মধ্যে ।
তেপান্তরের মাঠ পেরিয়ে,
সাত সমুদ্দুর তেরো নদীর পারে,
কোন সে দেশের দিকশূন্যপুরের
বন্দিনী রাজকন্যা, রাক্ষসেরই হাতে ।

এমনি সময় ভোরবেলা মোরগের "কুক্কুর কুর",
"ঘরে ফিরে যা রে রাজপুত্তর "
তেপান্তরের মাঠ পেরোনো হলো না আর,
রাজকণ্যা বন্দিনীই থাকে ।


প্রথম স্পর্শ,
প্রতি রোমকূপ শিহরিত করে ।
প্রথম আলিঙ্গন,
সর্ব অঙ্গ রোমাঞ্চিত করে ।
প্রথম চুম্বন,
হৃদয়ে রক্তের বান ডাকে ।


লাল শাড়ি, লাল টিপ,
কপালে রক্ত চন্দন লেখা,
প্রিয়ার সাজে মুগ্ধ আমি;
যেনো সে আজ রূপ-অগ্নি শিখা ।

♡ ♥💕❤


Sort:  
 3 years ago 

একটি শীতের সন্ধ্যা ।
হ্যারিকেনের নরম আলোয়,
কাঁপা হাতে লিখেছিলেম
প্রথম প্রেম পত্র ।

এই লাইন পড়ে অনেক ভালো লেগেছে। আমার জীবনের সাথে অনেক মিল খুঁজে পাচ্ছি এই লাইনে। আপনার কবিতা পড়ে আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি।দাদা আপনার নতুন কবিতার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

কবিতা গুলো অনেক ছোট হলেও ভাবের গভীরতা ব্যাপক। সাংঘাতিক ভালো ছিল প্রত্যেকটি চরণ। 🤟

আসলেই রূপকথার গল্প রা আজও হানা দেয় এই মনকে😢

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



I read your poem, here is the interpretation.

The poem is about the people that respond to them as meaningless crazy to try to get a vote for a few cents, because the money does not belong to the phantasm, the money belongs to the group of investors and when they programmed to respond in automatic the phantasm becomes their face that transfers to them as the head of the "micro"s phantasm operation.

For example the law usually goes after the head of the operation that collects the money and the group of investors know that.

The only way for the phantasm is to keep records of the automatic "micro"s that make his face, before the servers as witnesses dissapear proof and the phantasm goes into "delirium" that the phantasm is only a micro.

Is that what the poem is about.

A bunch of micro-poems "meaningless delirium"

Pixels.jpg

Pixabay
Poetry Interpretation, not related to "The Head of Bitconnect pleads guilty in Global Cryptocurrency Sheme".

 3 years ago (edited)

ডাগর ডাগর কাজল আঁখি
কিসের মায়ায় ভরা !
বর্ষা-মেঘের আড়ালে যেন
বিদ্যুতেরই ছটা ।


দাদা আপনার লেখা অনবদ্য । ভাল লাগে তাই আমিও ট্রাই করি আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে।


মায়া সেতো নয়গো মায়া তোমার দুটো আখি
সাঝের বেলায় মেঘের খেলায় উড়ছে দেখো পাখি
পাখিরাও আজ গাইছে গান তুমি আসবে বলে
তোমার মায়ার বাধঁন ছিড়ে যাবো নাকো চলে।

হা হা হা।

ভাল থাকবেন দাদা। ধন্যবাদ।

 3 years ago 

অনুকবিতাগুলোর মধ্যে কিন্তু আপনি গভীর কিছু চিন্তাধারা ব্যাক্ত করেছেন। লেখা গুলে একটু গভীর ভাবে চিন্তা করলেই অনেক কিছু বুজা যায়।
আসলে কবিতাগুলো পড়ে মনটা ভালে হয়ে গেলো দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

একটি শীতের সন্ধ্যা ।
হ্যারিকেনের নরম আলোয়,
কাঁপা হাতে লিখেছিলেম
প্রথম প্রেম পত্র

অনকবিতাগুলো সত্যিই অসাধারণ দাদা। খুবই সুন্দর হয়েছে।পড়তে খুবই ভালো লাগে। বিশেষ করে এই লাইনগুলো আমার মন ছুঁয়ে গেছে। আপনার জন্য রইল শুভকামনা ও সুস্থতা কামনা করছি।

 3 years ago 

শ্রদ্ধেয় প্রিয় দাদা, আশা করি ভাল আছেন? আজকে আপনার কবিতা পড়ে খুবই শিহরিত হয়ে উঠলাম। আসলে এত অসাধারণ হয়েছে কমেন্ট করার মত ভাষা খুজে পাচ্ছি না। তবুও বলছি অনেক অনেক ভালো লেগেছে আপনার কবিতা পড়ে।
বিশেষ করে এই লাইনগুলো আমার হৃদয়ে স্থান করে নিয়েছে।

প্রথম স্পর্শ,
প্রতি রোমকূপ শিহরিত করে ।
প্রথম আলিঙ্গন,
সর্ব অঙ্গ রোমাঞ্চিত করে ।
প্রথম চুম্বন,
হৃদয়ে রক্তের বান ডাকে ।

এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।

একটি শীতের সন্ধ্যা ।
হ্যারিকেনের নরম আলোয়,
কাঁপা হাতে লিখেছিলেম
প্রথম প্রেম পত্র ।

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি দাদা। উপরের এই কথা গুলো অনেকটাই রোমান্টিক লেগেছে আমার কাছে। আপনি অনেক সুন্দর রোমান্টিক একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার প্রতিটা কবিতা অত্যন্ত সুন্দর হয়। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে সেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক ভালবাসা রইলো দাদা। ভালোবাসা অবিরাম।❤️❤️

 3 years ago 

অর্থহীন প্রলাপ দারুণ ছিল কবিতা টা। একটি প্রথম প্রেম কাহিনি যেন আপনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

প্রথম স্পর্শ,
প্রতি রোমকূপ শিহরিত করে ।
প্রথম আলিঙ্গন,
সর্ব অঙ্গ রোমাঞ্চিত করে ।
প্রথম চুম্বন,
হৃদয়ে রক্তের বান ডাকে

প্রথম স্পর্শ, প্রথম আলিঙ্গন,প্রথম চুম্বন আমার পাওয়া হয়নি। তবে এই মূহুর্ত্তের যে কোনো তুলনা হয় না সেটা আমি জানি। সেই মূহুর্ত টা যেন শরীর শিহরিত জাগিয়ে দিয়ে যায় 💖।

 3 years ago 

একটি শীতের সন্ধ্যা ।
হ্যারিকেনের নরম আলোয়,
কাঁপা হাতে লিখেছিলেম
প্রথম প্রেম পত্র

আসলেই প্রথম প্রেমের গল্প গুলো লিখতে যেনো হাত কাপে খুব। শরীরের মাঝে দিয়ে শিরহণ বয়ে চলে। অনেক সুন্দর লিখেছেন দাদা। প্রাণ ভরে গেলো।