আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ১৪
“Starry Night”
"নক্ষত্র খচিত" কালো আকাশ, হু হু করে দখিনা হাওয়া বইছে উন্মুক্ত ঘাসে ঢাকা প্রান্তের ওপর দিয়ে । এক কোণে একাকী দাঁড়িয়ে আছে একটি গাছ । হওয়ার মাতমে তার শীর্ষদেশ উত্তর দিকে হেলে পড়েছে । হাওয়ায় দুলছে তার শাখা-প্রশাখা, ঝিরঝির করে অল্প অল্প কাঁপছে পাতাগুলি । তৃণভূমির তৃণের মাথাগুলো হাওয়ার সাথে সাথে এক যোগে মাথা দুলিয়ে নাচছে, যেন ঢেউ উঠেছে তৃণ প্রান্তরে । মিটিমিটি তারা জ্বলা আকাশের নিচে ডানা মেলেছে জোনাক পোকা । সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়েছে আমাদেরই পার্থিব জগতে ।
“Estrangement”
বিরহ সেই আগুন যে আগুনে মানুষ ধীরে ধীরে একটু একটু করে দগ্ধ হয়ে মরে । একটা মানুষের সাথে একই ছাদের নিচে দীর্ঘদিন ধরে বসবাস করলে সেই মানুষটার সাথে শুধুই যে ভালোবাসার বাঁধনে আবদ্ধ হতে হয় তাই নয়, সেই মানুষটার সাথে একটা আত্মার বন্ধন গড়ে ওঠে । সেই মানুষটার সাথে সম্পর্কটা তখন শুধুই প্রীতির নয়, বরং অভ্যাসেরও । দীর্ঘদিনের অভ্যাস তখন সেই মানুষটাও । তাই তার বিরহে মন যত কাতর হয়ে পড়ে, তেমনটা আর কোনো কিছুতেই নয় । তার ব্যবহার্য সকল জিনিস তাই তার অনুপস্থিতে বিরহের অগ্নি আরো বেশি করে প্রজ্জ্বলিত করে, তখন মনকে পোড়ায় । একটু একটু করে ধূপের মতো পোড়ায় ।
“Two Friends”
দুই বন্ধু । মানুষের জগতে যেখানে জাতপ্রথা, বর্ণপ্রথা, গায়ের রঙের ভিত্তিতে মানুষ ভাগাভাগি হয় সেখানে পশুর জগতে সাম্যবাদ প্রতিষ্ঠিত সফলভাবে । সেখানে শুধুমাত্র গায়ের রং বা জাতের ভিত্তিতে কোনোরকমের ভেদাভেদ করা হয় না । ছবিতে দু'টি কুকুরকে দেখা যাচ্ছে - দুটো কুকুরই দুটি ভিন্ন জাতের । গায়ের রংও আলাদা তাদের । সোনালী লোমওয়ালা কুকুরটি হলো গোল্ডেন রিট্রিভার আর ব্ল্যাক কুকুরটি ডোবারম্যান। জাত যাই হোক না কেন, গায়ের রঙে যতই ভিন্নতা থাকুক না কেন দুটি কুকুর দুই অভিন্ন হৃদয় বন্ধু । সাদা মানুষ যেভাবে কালো মানুষকে ঘৃণা করে এই কথা কুকুরেরা শুনতে পারলে মনে হয় অট্টহাসিতে ফেটে পড়বে । সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ - অথচ কিছু কিছু ক্ষেত্রে তারা পশুরও অধম ।
"inferno"
নরকাগ্নিতে পুড়ছে একজন মানুষ । একটু একটু করে পুড়ছে । তার কৃত সকল পাপের প্রায়শ্চিত্ত করছে সে আজ । অনুশোচনা আর অনুতাপের আগুনে জ্বলে পুড়ে মানুষ একসময় তার করা সকল পাপকাজের প্রায়শ্চিত্ত সম্পন্ন করতে সক্ষম হয় ।
Pregnant
প্রাণিজগতে মানুষসহ সকল উন্নত শ্রেণীর প্রাণীই গর্ভধারণ করে । এরই নাম মাতৃত্ব । মাতৃত্বের একটা আলাদা সৌন্দর্য আছে । তা সে যে কোনো প্রাণীই হোক না কেন । বড় পবিত্র, বড় সুন্দর তার সেই মাতৃত্ব । বিশ্বজনীন মাতৃত্বের সৌন্দর্য স্বতন্ত্র সর্বদা হয়ে থাকে । মাতৃগর্ভে একটা নতুন প্রাণের সঞ্চারণের মধ্যে দিয়ে সূচিত হয় সেই বার্তা - প্রকৃতি আমাদের এই প্রাণিজগৎকে তার অকৃপণ উপাচারে সাজিয়ে তুলছে অবিরত ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ০১ ডিসেম্বর ২০২৩
টাস্ক ৪৩০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 5ed1a19a1ff27e60f7ac9eaaab897709f2c6637b64df4663aaacf740421a1f8d
টাস্ক ৪৩০ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
দারুণ দক্ষতায় ভেতরের শক্তির প্রস্ফুটিত হয়েছে আপনার ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট গুলোতে। তবে Two Friends দৃশ্যটি যেমন চমৎকার লেগেছে ঠিক তেমনি কথাগুলোও দারুণ লেগেছে। আসলেই এটা নির্মম সত্য, আমরা কিছু কিছু ক্ষেত্রে যতটা ভেদাভেদ তৈরী করেছি শরীরের রং দিয়ে, তাতে হয়তো পশুরাও অবাক হয়ে যাবে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দাদা, আপনান আঁকা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট গুলো বেশ চমৎকার হয়েছে। প্রত্যেকটি ড্রইং এর নিচে সেই ড্রইং এর মূলভাব আপনি লিখে প্রকাশ করেছেন দাদা। সেটাই সব থেকে বেশি পছন্দনীয় হয়েছে। ভাষার ব্যবহার এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনি সেখানে উপস্থাপন করেছেন। বিশেষ করে কুকুর দুটি ড্রয়িং আমার কাছে বেশ ভালো লেগেছে। দুটো ভিন্ন জাতের কুকুর হলেও তারা বন্ধু। তারা একে অপরের যত্ন এবং খেয়াল রাখে। এই বিষয়গুলোই আপনি আপনার এই পোস্টে তুলে ধরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
সবগুলো ছবিই দারুন করেছেন দাদা।আমিও চেষ্টা করি অ্যাবস্ট্রাক্ট আর্ট করার।কারণ প্রতিনিয়ত বিভিন্ন রকম এনএফটি করে থাকি। আর আপনার এই আর্ট গুলো দেখেই অনুপ্রেরণা পাই আর চেষ্টা করি আর্ট করতে। এখানে প্রথম ছবিটা দেখেই চোখ ধাঁধানো লাগলো।আর দুই বন্ধুর কোনো ভেদাভেদ নেই, সেটাই একদম নজরকাড়া।খুব ভালো লেগেছে প্রতিটি আর্ট।
দাদা দেখতে দেখতে আপনি ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট এর ১৪ তম পর্বে চলে আসলেন। এর আগে আপনার অনেকগুলো ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখার সুযোগ হয়েছে আমার। আজও আপনি অনেক সুন্দর সুন্দর ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন। আজকের ডিজিটাল আর্টের সাথে সাথে বেশ সুন্দর কিছু কথা গুছিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি কথায় অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বরাবরের মতো আজকের অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলোও এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। আপনার এই সিরিজ দেখার আগে অ্যাবস্ট্রাক্ট আর্ট সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো না। আসলেই দাদা বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ পশুর চেয়েও অধম। বেশিরভাগ মানুষ ধনী গরীব, সুন্দর অসুন্দরের ভেদাভেদ করে এবং এগুলো নিয়েই সমালোচনায় লিপ্ত থাকে সারাক্ষণ। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
আজ আবার অনেক দিন পর আপনার ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করলেন দাদা।আপনার আর্ট গুলো চমৎকার লাগলো। আপনার সুন্দর সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে আর্টগুলো শেয়ার করার জন্য।
আপনার আঁকা এই তিনটা ছবির বর্ণনা ছিল একদম, যুক্তিসম্পন্ন। বেশ ভালো বিশ্লেষণ দিয়েছেন দাদা। তাছাড়া বাকি ছবিগুলোও বেশ ভালো ছিল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এবস্ট্রাকট আর্টের প্রচলন সাধারণ মানুষের মাঝে খুব একটা দেখা যায়না।কারণ একটি এবস্ট্রাকট আর্টে একটি মূলভাব সৃষ্টি করা মোটেও চাট্টিখানা কথা নয়,যা আপনি বরাবর ই ভালো পারেন দাদা।বিশেষ করে পাপের প্রায়শ্চিত্তের আগুনে পোড়ার আর্টটা বেশ আকর্ষণীয় ছিলো।