কলকাতা বইমেলা থেকে দ্বিতীয় দিনে আমার সংগ্রহ করা বইয়ের ডালি
১৯৭১ সালের ৭-ই মার্চ স্বাধীনতার ডাক দেওয়া বঙ্গবন্ধুর সে ঐতিহাসিক ভাষণকে একটি বইয়ের আকার দেওয়া হয়েছে বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে
হ্যালো বন্ধুরা,
শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?
কাল ছিল আমার কলকাতা আন্তর্জাতিক বইমেলার দ্বিতীয় দিন । কালও টিনটিনকে নিয়ে গিয়েছিলাম । কাল আমরা বেশ ক'জন গিয়েছিলাম বইমেলায় । আমি, তনুজা, টিনটিন, আমার ভাই, উইঙ্কলেস আর এক জন আমাদের কমিউনিটির ব্লগার, আমাদের বন্ধুস্থানীয় । প্রাইভেসি ইস্যুর কারণে সেই ব্লগারের পরিচয় এখানে দিচ্ছি না, তবে তনুজার সাথে তাঁর ভালোই বন্ধুত্ব হয়েছে দেখলাম ।
এই পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানাই ম্যাডামকে আমাদের বইমেলা ভ্রমনে সঙ্গী হওয়ার জন্য । টিনটিনও ভীষণ এনজয় করেছে কাল । আমি অনেক প্রতিজ্ঞা করেছিলাম যে কাল শুধু ঘুরবো, বই কিনবো না । কিন্তু, স্টল দেখলেই আমার মাথা কাজ করে না, সব ভুলে যাই । তাই, কালও আমার পুরো বিকেল থেকে সন্ধ্যেটা গিয়েছে শুধু স্টলে ঢুকে বই কিনতে কিনতে ।
ছোটবড়, দেশী-বিদেশী সব বুক স্টল মিলিয়ে মেলায় অন্তত হাজারের উপরে ষ্টল । কালকেও খুবই কম স্টলে ঢুকতে পেরেছি ।
কাল বই কিনেছিলাম সংখ্যায় অনেক কম, কিন্তু বিশাল সাইজের সব, আর দাম অনেক বেশি ছিলো । "দেব সাহিত্য কুটীর" থেকেই শুধুমাত্র হাজার পাঁচেক টাকার বই কিনেছি কাল । ছোট-বড় মিলিয়ে মোট ২৬ খানা মাত্র বই সংগ্রহ করতে পেরেছিলাম কাল । দুটো ব্যাগ ভর্তি হয়ে গিয়েছিলো তাতেই ।ইচ্ছে থাকলেও তাই আর বই কেনা হয়ে ওঠেনি ।
বাড়ি ফিরে এসে হিসেব করে দেখি কালই সবচাইতে বেশি টাকার বই কিনেছি । মোট এগারো হাজার ।
কাল কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করা আমার বইয়ের একটি অংশ আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফোটোগ্রাফির মাধ্যমে । আশা করছি ভালোই লাগবে আপনাদের ।
বইমেলায় একটি রো
বইমেলায় "বিশ্ববাংলার" ষ্টল
"বিশ্ববাংলার" ষ্টল-এর সামনে তনুজা
ওপেন এয়ার কনসার্ট - বইমেলায়, বিশ্ববাংলা স্টল প্রাঙ্গনে
পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের স্টল
বাংলাদেশ প্যাভিলিয়ন - অনেকগুলি বাংলাদেশের বুক স্টল আছে এখানে
বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিলিপি ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নের বহির্ভাগে
আর্জেন্টিনা ও মেক্সিকোর বুক ষ্টল
ইতালির বুক ষ্টল
ইরানের বুক ষ্টল
আমেরিকার বুক ষ্টল
বৃটেনের বুক ষ্টল
স্পেনের বুক ষ্টল
ইস্পানিক দেশসমূহের বুক ষ্টল
জাপানের বুক ষ্টল
বই মেলায় আমার একটি সেলফি
বইমেলা থেকে সংগ্রহ করা বইয়ের একাংশের ফোটোগ্রাফি
সময় : বিকাল ৫ টা থেকে রাত ৮ টা
তারিখ : ০৭ মার্চ, ২০২২
স্থান : কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা ২০২২, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
আপনার সংগ্রহ করা বই গুলো দিয়ে আলাদা একটি স্টল খোলা যাবে। এক সাথে আপনি অনেকগুলো বই কিনেছেন। বিশেষ করে ভৌতিক রহস্য জনক গল্পের বই বেশি। প্রতিটি বই আমার ভালো লেগেছে। রহস্য ১০ এটা অনেক ভালো হবে আমার মনে হচ্ছে। 💕
বই পড়া যাদের নেশা তাড়া বই না কিনে থাকতে পারে।আজকেও বই কেনার ডালি ভরে ফেলেছেন দেখছি। আমারও বই পড়ার নেশা ছিল কিন্তু অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে। আজকে অনেকজন একসাথে বই মেলায় সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। টিনটিন খুব ইনজয় করেছে জেনে ভালো লাগলো।এতো সুন্দর মুহূর্তের কিছু অংশ শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রিয় দাদা♥
দেখে খুবই ভাল লাগল এবং বেশ গর্ব বোধ করছি।7 ই মার্চের সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।যা আমাদের চেতনাকে জাগিয়ে তোলে।বইমেলায় যারা একত্রে বেড়াতে গিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সেই সাথে মোট 13 হাজার টাকার বই কিনেছেন শুনে খুবই ভালো লাগলো এবং বইয়ের প্রতিটি ছবি আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন।আপনার কেনো বইগুলো দিয়ে একটি পারিবারিক পাঠাগার তৈরি করা যায় এবং প্রত্যেকটা মানুষের উচিত পরিবারের পারিবারিক পাঠাগার রাখা।সবমিলিয়ে দারুন কেটেছে আপনার দিনটি অনেক অনেক অভিনন্দন আপনাকে♥♥
দাদা আপনি ২৬ খানা বই কিনেছেন শুনে আমি অবাক। আমিতো ভাবছি এতো বই আপনি কখন পড়বেন। যাইহোক বইমেলা টি দেখে মনে হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণ। আপনারা সবাই মিলে আনন্দ করতে করতে বইমেলা থেকে অনেকগুলো বই সংগ্রহ করেছেন জেনে খুবই ভালো লাগলো। বইমেলা থেকে কেনা এই বই গুলো দেখে বইগুলো পড়তে ইচ্ছা করছে। অসংখ্য ধন্যবাদ দাদা বই মেলায় কাটানো আপনাদের কিছু মুহূর্ত ও বইয়ের ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
দাদা ভাই আপনাদের বই মেলার ডেকোরেশন টা সত্যিই অসাধারণ সুন্দর। আমাদের এখানেও বইমেলায় যেতে খুব ভালো লাগে। তবে আমাদের এখানকার বইমেলার ডেকোরেশন এতটা সুন্দর না। দাদাভাই আপনার বইমেলা থেকে কেনা এক ঝুড়ি বই দেখে আমার খুব লোভ হচ্ছে। প্রতিটি বউয়ের নামে যেন আমাকে খুব আকর্ষণ করছে। আশা করছি পরে খুব মজা পাবেন এবং আমাদের সাথে সে অনুভূতি শেয়ার করবেন। খুব ভালো লেগেছে দাদা ভাই এত সুন্দর একটি পোস্ট পড়ে। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। পরিবার নিয়ে সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় করি ❣️।
দাদা বই মেলায় আমারও একই অবস্থায় হয়। ☺️ বইমেলায় দেখলাম আপনি অনেকগুলো বই কিনেছিলেন এবং আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে ইন্টারন্যাশনাল পর্যায়ের অনেক বেশি পাওয়া যাচ্ছিল এটা অনেক ভালো একটা বিষয় সবমিলিয়ে মুহূর্তগুলো দারুন ছিল । ধন্যবাদ আপনাকে দাদা এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা কলকাতা বইমেলার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো। সেটা হচ্ছে বিভিন্ন দেশের বইয়ের আলাদা আলাদা স্টল। আপনি এতগুলো বই কিনেছেন দাদা। কিন্তু এতগুলো বইয়ের ভেতর মাত্র একটি বই আমার কমন পড়েছে। সেটা হচ্ছে সুইস ফ্যামিলি রবিনসন। আপনার আশেপাশে থাকতে পারলে ভালো হতো। বইগুলো আপনার কাছ থেকে নিয়ে পড়তে পারতাম। আমি যে সমস্ত বই জীবনে পড়েছি বেশিরভাগ বই অন্যের কাছ থেকে নিয়ে পড়েছি।
ভালো লেগেছে প্যাভিলিয়নের স্টাইলটি, মোটামোটি বেশ ভালোই চারপাশটা ঘুরে দেখেছেন এবং বেশ বই ক্রয় করেছেন। এখন আমরা গল্পগুলো শুনতে চাই একে একে একে সব। বৌদির সেলফি বেশ ছিলো কিন্তু আপনার সেলফিটি মোটেও ঠিক ছিলো, চোখ ঢাকা ছিলো হা হা হা।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অনেক টাকার বই কিনেছেন দাদা। এখানে বাংলাদেশসহ অনেক দেশেরই দেখা যায় বুক স্টল শোভা পাচ্ছে। অ্যাডভেঞ্চার ও থ্রীলার ধর্মী গল্প বা উপন্যাস পড়তে ভালোই লাগে। আপনি বেশ কিছু ইন্টারেস্টিং বই কিনেছেন। বৌদিসহ টিনটিনকে নিয়ে বইমেলাতে ভালো সময় কাটিয়েছেন। আপনাকে আর বৌদিকে সুন্দর লাগছে।