DIY - এসো নিজে করি : প্লে ডো দিয়ে ৫০০০ বছরের পুরোনো হরপ্পান মডেল এর অনুরূপ পোড়ামাটির খেলনা তৈরী
ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন (Indus Valley Civilization), বলতেই চোখের সামনে ফুটে ওঠে হরপ্পা ও মহেন্জো দারো সভ্যতার নানান নিদর্শন যেগুলি আমি মিউজিয়াম এ দেখেছিলাম । পোড়া মাটির বিভিন্ন তৈজসপত্র, খেলনা ও ফলক । ইতিপূর্বে আমি সেই ফোটোগ্রাফ গুলোকে আপনাদের সাথে শেয়ার করেছি । আজকে ভাবলাম, প্লে ডো দিয়ে ৫০০০ বছরের পুরোনো হরপ্পান মডেল এর অনুরূপ পোড়ামাটির খেলনা তৈরী করলে কেমন হয় !
যেমন ভাবা তেমন কাজ, প্লে ডোর কৌটো সাজিয়ে নিয়ে বসে পড়লাম মডেল তৈরিতে । এবং প্রায় সঙ্গে সঙ্গে শুরু হলো আক্রমণ । কার ? টিনটিনের । প্লে ডো দেখলে তার মাথা খারাপ হয়ে যায় । আগে তাও দু'একবার তার হাত থেকে বেঁচেছি কিন্তু এবার আর বাঁচা সম্ভব হলো না । ইচ্ছে ছিল ৬টি মডেল তৈরী করবো কিন্তু শেষে একটাতেই থামতে হলো ।'
তাও, আবার স্মরণকালের ইতিহাসের মধ্যে সব চাইতে বাজে নিদর্শন । সত্যি বলছি ইতিপূর্বে এত বাজে ভাবে আমি কোনো মডেল তৈরী করিনি । কিন্তু, খুবই নরম প্লে ডো, টিনটিনের আক্রমন ও যঠেষ্ট সময়াভাবে আমি যা'ই বানাতে পেরেছি কি না আপনাদের সাথে তা'ই শেয়ার করলাম ।
একদিন একটু খারাপ হলোই বা, ভালো খারাপ দেখানো টা তো আসলে মানুষের দৃষ্টি ভঙ্গির উপরে নির্ভর করে, এছাড়া আর কিছুই না ।
ধন্যবাদ আপনাদের :)
ভালো খারাপ দেখানো টা তো আসলে মানুষের দৃষ্টি ভঙ্গির উপরে নির্ভর করে, এছাড়া আর কিছুই না ।
দাদা আপনার এই কথাটার সঙ্গে আমি একমত। কারণ আমাদের দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ হয় তাহলে কি খুব বেশি ক্ষতি হবে মনে না।আমরা সবকিছু সুপারভাইজারের দৃষ্টিতে দেখার চেষ্টা করি কিন্তু কর্মীর দৃষ্টিতে দেখার ইচ্ছা পোষণ করি না। তাই সবার দৃষ্টি ভঙ্গি পজিটিভ হওয়া উচিত।
তবে আপনার ড্রাই পোস্টটি দেখে আমি খুব উৎসাহিত হয়েছি। অসংখ্য ধন্যবাদ দাদা।
কে বলেছে দাদা খারাপ হয়েছে? প্রাচীন সভ্যতা গুলো অনেকটা এমনই হয়ে থাকে। আপনি প্লেডো দিয়ে খুবই সুন্দর বানিয়েছেন। যদিও টিনটিনের আক্রমণ না থাকলে হয়তো এর থেকে আরও অনেক বেশি সুন্দর হতো ।তবুও যা হয়েছে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত পুরোনো একটি হরপ্পান মডেল শেয়ার করার জন্য।
দাদা সব ঝামেলা শেষ করে যে এতোটুকু কাজ করতে পেরেছেন সেটাই হচ্ছে বড় কথা, সত্যি দাদা প্লে ডো খেলনাটি অনেক সুন্দর হয়েছে, তবে এটা সত্যি কথা দাদা আমাদের বড়দের থেকে ছোটদের আগ্রহ অনেক বেশী কাজ করবে, দাদা আপনার খেলনা বানানো দেখে আমারও ইচ্ছা করছে প্লে ডো দিয়ে খেলনা তৈরি করতে। সেটাও আর বেশি দেরি নয় কিছুদিনের মধ্যেই করব। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি খেলনা আমাদের উপহার দেওয়ার জন্য।
দাদা আপনি যে ব্যস্ত মানুষ তার মধ্যে যে এত টুকু করেছেন তাতেই তো কতো্ । তবে আরো কয়েক টা বানালে আরো ভাল হতো। শিং টা কিন্তু সুন্দর হয়েছে মনে হচ্ছে এই বুঝি তেড়ে আসলো ষাড়ের লড়াই এর মত। ধন্যবাদ দাদা আপনাকে এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর হরপ্পান মডেল এর অনুরূপ পোড়ামাটির খেলনা তৈরী করার জন্য। ভাল থাকবেন।
আপনাকে প্লাস্টিকিনের সাথে আরও অনুশীলন করতে হবে, যখন আমি ছবিগুলি দেখেছিলাম তখন মনে হয়েছিল যে আপনি একটি মহিষ তৈরি করছেন কিন্তু বাস্তবে আপনি একটি ষাঁড় তৈরি করছেন যদিও প্লাস্টিকিনে আপনি পার্থক্যটি লক্ষ্য করেন না।
দ্রষ্টব্য: আপনার ষাঁড়ের শিং সোজা করা উচিত।
"একদিন একটু খারাপ হলোই বা" ঠিকই তো কোথাও কি বলা আছে নাকি যে প্রত্যেক দিন ভালো হতে হবে। কোন কোনদিন খারাপ হলে কি যায় আসে । কিন্তু দাদা আপনার ৫০০০ বছররের পুরোনো হরপ্পান মডেলটি দেখতে খুব কিউট লাগছে ।আপনি যত খারাপ ভাবছেন তত খারাপ হয়নি । বেশ সুন্দর হয়েছে আপনার হরপ্পানটি।
আপনার এই পোস্ট দেখতে যেয়ে বিপদে আমার একটা হয়েছে। তাহলো টিনটিন এর মত আমার ছেলেও এগুলো দেখে ফেলেছে। এখন সকাল বেলায় সে আমার মাথা খারাপ করছে যে, তাকে যেন কিনে দেই। খুবই পছন্দ তার প্লে
ডো কিন্তু তার বাবার খুবই অপছন্দ। ঘর নোংরা হয়। তাতে কি মনে হয় না আমিও এইবার রক্ষা পাবো। আপনার হরপ্পান দেখে তারো বানানোর ইচ্ছে জেগেছে। এইবার মনে হয় কিনে দিতেই হবে।
দাদা কে বলেছে খারাপ হয়েছে এতো বছর পরেও হারিয়ে যাওয়া সভ্যতার সুন্দর দৃশ্য দেখে সত্যি খুবই ভালো লাগলো।
টিনটিন বাবা অনেকটা দুষ্টু আছে বাবার কাজে বেঘাত ঘটানোই তার কাজ হাহাহা।
শেষে খুব সুন্দর একটি কথা বলেছেন দাদা।সুন্দর চোখ দিয়ে দেখলে অসুন্দর ও সুন্দর হয়েছে লাগবে শুধু মানুষিক পরিবরতন। ধন্যবাদ দাদা হরপ্পান টি শেয়ার করার জন্য।
খেলনাগুলো খারাপ ছিলো না কিন্তু প্রায় সেম সেম তৈরী করেছেন, তবে প্রাণীগুলোর নাম সাথে থাকলে চিনতে সুবিধা হতো। কারন প্রাচীণ কিছুর নাম শুনলেই একটা অন্য রকম আকর্ষণ কাজ করে। ধন্যবাদ
Reference pic
প্লে ডো দিয়ে ৫০০০ বছরের
পুরোনো হরপ্পান মডেল এর অনুরূপ পোড়ামাটির খেলনা তৈরী পুরনো ঐতিহ্য কে আমাদের মাঝে আবার তুলে ধরেছেন,,,এবং আমাদের পুরনো ঐতিহ্য কে মনে করে দেয়ার জন্য আপনার যে প্রচেষ্টা সত্যিই অসাধারণ।।আমার কাছে অনেক ভালো লেগেছে।ছোটবেলায় আঠা মাটি দিয়ে এরকম বানানোর চেষ্টা করতাম নানা ধরনের খেলনা।।আপনার এই প্রচেষ্টা ছোটবেলাকে স্মরণ করিয়ে দিল শুভকামনা দাদা♥♥
হরপ্পান সভ্যতার টেরাকোটা ষাড় বানিয়েছে ভালোই লাগছে দাদা তবে টিন টিনের আক্রমন না থাকলে আরো অনেক সুন্দর করে বানায়তে আপনার অভিব্যক্তি থেকে বুঝতে পারলাম। আনার হাতের মাঝে ম্যাজিক আছে বলা যায়। সব দিক দিয়া সাদা পারফেক্ট।