"এসো নিজে করি" সপ্তাহ ঘোষণা (DIY Event Week Announcement) [08 Oct-14 Oct '21]

in আমার বাংলা ব্লগ3 years ago

English DIY শব্দটি হলো একটি abbreviation, এটির পূর্ণ রূপ হলো Do It Yourself. আমাদের কমিউনিটিতে আমরা এটিকেই "এসো নিজে করি" হিসাবে উল্লেখ করে থাকি ।

DIY এমন একটি event যেটি আমাদের প্রত্যেকের মধ্যকার সৃষ্টিশীলতাকে (creativity) পরিপূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে । তাই স্বভাবতই, এটার প্রতি আমার একটা বাড়তি টান আছে । "আমার বাংলা ব্লগ" এ এখন ১৫০+ ব্লগার অলটাইম এক্টিভ থাকেন, তাই, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহব্যাপী DIY বা "এসো নিজে করি" ইভেন্টটি চালু করা হয়েছে ।

নিম্নে অক্টোবর মাসের DIY Event Week এর বিস্তারিত নিয়ম কানুনগুলো তুলে ধরা হলো --

ইভেন্টের নাম :

DIY Event Week ("এসো নিজে করি" সপ্তাহ)

ইভেন্টে অংশগ্রহণের সময়কাল :

প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহব্যাপী । সেই নিয়মানুযায়ী অক্টোবর মাসের ০৮ তারিখ শুক্রবার থেকে ১৪ তারিখ বৃহস্পতিবার রাত ১২ টা অব্দি এই ইভেন্টের ব্যাপ্তিকাল ।

ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা :

"আমার বাংলা ব্লগ" এর সকল "verified member"-এর প্রত্যেকেই এই ইভেন্টে অংশ নিতে পারবেন ।

গ্রহণযোগ্য DIY ইভেন্ট :

১. যে কোনো টাইপের craft building এই DIY ইভেন্টে eligible হিসাবে গণ্য করা হবে ।
২. Abstract আর্ট বাদে যেকোন ধরণের ফাইন আর্ট ও স্কেচ এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
৩. নিজে তৈরী করা যে কোনো ধরণের ভাস্কর্য (sculpture) ও শিল্পকর্ম এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
৪. আপনি সম্পূর্ণ নিজে যদি কোনো জিনিস রিপেয়ার করার প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করেন তবে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৫. নিজের লেখা ও নিজের সুরারোপিত বাংলা গান নিজের গলায় গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৬. সম্পূর্ণ ইউনিক ও ক্রিয়েটিভ যে কোনো ধরণের "কুকিং রেসিপি"-কে এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।

অগ্রহণযোগ্য DIY ইভেন্ট :

১. অন্যের তৈরী করা যে কোনো ধরণের ক্র্যাফট, আর্ট, স্ক্যাল্পচার এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
২. Abstract আর্টও এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য করা হবে না ।
৩. যে কোন ধরণের ফোটোগ্রাফি এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
৪. কোনো ধরণের ক্রিয়েটিভ রাইটিংও এই DIY ইভেন্টে বৈধ বলে গণ্য করা হবে না ।
৫. নিজের লেখা ও সুর করা গান ব্যাতিত অন্য কোনও গান গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।

ইভেন্টের অবশ্য পালনীয় নিয়মাবলী :

১. আপনার DIY প্রজেক্টের প্রত্যেক main ষ্টেপের ফটোগ্রাফ অথবা ভিডিও শেয়ার করতে হবে
২. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।
৩. নিজের পুরোনো DIY প্রজেক্ট শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন DIY প্রজেক্ট চাই ।
৪. DIY পোস্টটি করার সময় "amarbanglablog-event" এবং "diy" ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
৫. Plagiarism এবং copyright Infringement কঠোরভাবে নিষিদ্ধ ।
৬. DIY ইভেন্ট সপ্তাহে প্রতিদিন ১টি করে মোট ৭টি পোস্ট করা যাবে ।

ইভেন্টের পুরস্কার :

১. প্রত্যেক ভালো মানের DIY ইভেন্ট পোস্টে আপভোট প্রদান করা হবে ।
২. সব চাইতে সেরা পোস্টটি কিছু বাড়তি পুরষ্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে ।

ইভেন্টের বিচারক :

১. @tanuja
২. @rex-sumon
৩. @winkles
৪. @moh.arif
৫. @hafizullah
৬. @shuvo35
৭. @rupok
৮. @alsarzilsiam

পুরস্কার ঘোষণা :

DIY ইভেন্ট শেষে আমাদের পরবর্তী discord hangout -এ পুরষ্কার ঘোষণা করা হবে ।

↩ধন্যবাদ↪

Sort:  
 3 years ago 

আমি খুবই আনন্দিত দাদা এই ইভেন্ট টি পেয়ে। আমি অপেক্ষায় ছিলাম এই এভেন্টির জন্য। পুরো নিয়ম খুব সুন্দর ভাবে লিখে দিয়েছেন। আশাকরি আমাদের কাজের মধ্যে আর কোনো ভুল হবে না। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

于老师三大爱好,抽烟喝酒烫头,但是我的爱好是点赞

Mr. Yu's three hobbies are smoking, drinking and hairdressing, but I like upvote ,thank you for your support! witnesses vote to me ,i will upvote to you everyday

 3 years ago 

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য আপনি এত সুন্দর ড্রাই ইভেন্ট প্রজেক্ট চালু করেছেন। আমি অবশ্যই এই ড্রাই ইভেন্ট প্রজেক্টে ভালো ভালো কিছু কাজ দেওয়ার চেষ্টা করব। এবং সকল নিয়ম কানুন ভালোভাবে মেনে এই প্রজেক্টে অংশগ্রহণ করব।

 3 years ago 

অনেক আনন্দিত এত সুন্দর একটি ইভেন্ট আমাদের মাঝে চালু করে দিলেন।যা আমরা নিজে করতে পারব এসো নিজে করি খুবই ভালো লাগছে দেখে। আমাদের সৃজনশীলতার পরিচয় প্রকাশ করতে পারবো অনেক ভালোলাগলো। অনেক আনন্দিত আমরা এটিতে জয়েন করব

 3 years ago 

আমাদের আরও একবার সুযোগ হলো নতুন নতুন ক্রিয়েটিভ কিছু দেখার। এই ইভেন্টটি হলো আমাদের কমিউনিটির সফল ইভেন্ট গুলোর মধ্যে অন্যতম। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য।

সকল অংশগ্রহণকারীদেরকে অনুরোধ করবো এই এনাউন্স পোষ্টের সকল নিয়মাবলী ভালোভাবে পড়ে নিবেন। অনেক পরিশ্রম করার পরে-ও কোন একটা রুলস ব্রেক করলে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারেন।

 3 years ago 

অনেক সুন্দর একটি DIY Event সাপ্তাহিক প্রতিযোগিতা অবশ্যই আমি অংশগ্রহণ করবো। সবার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

এখন ই তো ডাই পোস্ট করতে মজা লাগবে। কারণ বাড়তি পুরস্কার মানেই কিন্তু বাড়তি একটা এক্সাইটমেন্ট, বাড়তি একটা আনন্দ।দিন শেষে আমরা সবাই ই পুরষ্কার পেতে ভালো লাগে।
কথাটি একদম শুভ ভাইয়ের মতো হয়ে গেলো।অবশ্য ভাইয়াকেই নকল করছি কিন্তু আমি দাদা। 😅😅
আমি তো ১০০% পার্টিসিপেট করবোই।ধন্যবাদ সব ক্লিয়ার করার জন্য।

 3 years ago 

আমার দৃষ্টিতে কমিউনিটির প্রতিযোগিতা সমূহের মাঝে সবচেয়ে আকর্ষণীয় এবং নিজের সৃজনশীলতা প্রকাশের সেরা ইভেন্ট এটি। আশা করছি অবশ্য পালনীয় বিষয়গুলোর প্রতি সবাই লক্ষ্য রেখে সঠিক নিয়মে অশংগ্রহণ করবে। ধন্যবাদ

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। যাতে আমরা আমাদের মাঝের দক্ষতাকে বাইরে প্রকাশ করতে পারি। আশা করি আমি আমার যথা সার্থ চেষ্টটা করব, আমার সৃজনশীল মেধাটাকে কাজে লাগানোর।

 3 years ago 

প্রতিভাবান মানুষদের প্রতিভা দেখার জন্য, আমরা অধিক আগ্রহে আছি । আশাকরি আমাদের ইউজাররা তাদের সেরাটা উপহার আমাদের দিবে । শুভেচ্ছা রইল সকলের জন্য।