"আমার বাংলা ব্লগের" প্রথম ডিসকর্ড giveaway হোস্টেড 🎉🎉🎉

in আমার বাংলা ব্লগ3 years ago

diecord
image source & credit: copyright & royalty free PIXABAY


"আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি অতি দ্রুত বর্ধনশীল কমিউনিটি স্টিমিট ইকোসিস্টেম এ । শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য হলেও এই কমিউনিটিটি অতি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ভারত ও বাংলাদেশের বাইরেও । আমাদের কমিউনিটির একটি বড় অংশ আবার হলো এর ইউজারদের মধ্যে সংযোগ স্থাপনকারী সোশ্যাল নেটওয়ার্ক ডিস্কর্ড (discord) ।

আমাদের ডিসকর্ড কমিউনিটিটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে । ইউজাররা মোটামুটি এনজয় করে আমাদের সার্ভিস গুলো সেখানে । এখন থেকে আরো একটি ফ্রি সার্ভিস যোগ করা হলো আমাদের ডিসকর্ড কমিউনিটিতে । ডিসকর্ড গিভআওয়ে (discord giveaway) ।

আমি এই সার্ভিসটার ব্যাপারে ভীষণ উৎসাহী । কারণ প্রতি সপ্তাহে ইউজারদের পারফরম্যান্সের ভিত্তিতে এই giveaway গুলো দেয়া হবে । ইউজাররা ভীষণ এনজয় করবে এটা । আজকে প্রথম পরীক্ষামূলক একটা giveaway হোস্ট করা হলো ।এরপর থেকে আরো ছোট বড় নানান ধরনের giveaway চলতেই থাকবে ।


আজকের বিশেষ পরীক্ষামূলক giveaway : Steem Power (SP) Giveaway

Prize : 100 SP

Quantity : 1

Time Period : 24 hours

Eligibility : steem-discord linked all discord users

How to participate : Just navigate to giveaways channel & recat the most recent message with 🎉


প্রথম giveaway শেষ হওয়ার পরে শুধুমাত্র giveaway-eligible রোল প্রাপ্ত ইউজাররাই giveaway পার্টিতে জয়েন করতে পারবেন । আর এই giveaway-eligible শুধুমাত্র তাঁদেরকেই দেয়া হবে যাঁদের ডিসকর্ডে ভালো একটিভিটি রয়েছে ।

অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ giveaway এখন থেকে হোস্ট করা হবে । যাঁর ভাগ্যে বড় giveaway prize বাধবে তাঁর তো কপালই খুলে যাবে ।


নেক্সট উইক থেকে ভালোরকমের একটিভ ডিসকর্ড ইউজারদের একটিভিটি পয়েন্টস প্রদান করা হবে । এই পয়েন্টস রিডিম করে সত্যিকার ক্রিপ্টো টোকেনস পেয়ে যাবেন । আর রেডিও জকি আসছে । বাংলা-হিন্দি মিলিয়ে ৩০টিরও বেশি এফ. এম. রেডিও শোনার অপশনস থাকছে ।আর ভিডিও কন্টেন্টস ক্রিয়েটরদের জন্য নেক্সট মান্থ থেকে থাকছে ডিসকর্ড এ আর্নিং এর একটা ভালো অপরচুনিটি । বেস্ট অফ লাক গাইজ :)


❤💕♥ ♡ 🎉Enjoy your discord🎉 ♡ ♥💕❤

Sort:  
 3 years ago 

হ্যাঁ দাদা অনেক জমজমাট হতে চলেছে আমাদের এই স্থানটি এই গিভ ওয়ে চ্যানেলটি আমাদের সবারই সুন্দর মুহূর্ত এবং আনন্দর মুহূর্ত অনেক ভালোভাবে কাটবে ধন্যবাদ দাদা আমাদেরকে নতুন একটি চ্যানেল উপহার দেওয়ার জন্য।

 3 years ago (edited)

সত্যিই দাদা আপনি দারুন উদ্যোগ নিয়েছেন। এমনিতেই আমরা অনেক ইনজয় করি তার মধ্যে আবার নতুন কিছু পেলে আরো বেশি ইনজয় করবো আমরা। আরো সুন্দর ভাবে চলবে আমাদের কমিউনিটি ডিসকর্ড। অনেক অনেক শুভকামনা রইলো

 3 years ago 

এটা সত্যি দারুণ একটা সুযোগ আমার বাংলা ব্লগবাসীর জন্য, আমি আশা করছি সকল ইউজার যথযথভাবে এই সুযোগটির সঠিক ব্যবহার করবেন।

অসংখ্য ধন্যবাদ দাদা giveaway এর মাধ্যমে আকর্ষণটা আরো বেশী বৃদ্ধি করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা। আমাদের জন্য discord এ বিশেষ একটি সুবিধা তৈরি করছেন। আমি আশা করি discord এ আপনার এই উদ্যোগ শতভাগ সফল হবে। সকল ইউজারগন discord এ আরো বেশি আগ্রহী হবে এবং এনজয় করবে। দাদা আপনার এই উদ্যোগ সত্যিই অনেক প্রশংসার। ইউজারদের নিয়ে আপনার এত ভাবনা চিন্তা এবং ইউজারদের কল্যাণে এসব উদ্যোগ আমাকে সম্পূর্ণ রূপে মুগ্ধ করেছে। দাদা আপনি এগিয়ে যান আপন গতিতে আমরা আপনার সাথে আছি এবং সাথে থাকবো সব সময় ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আপনি সবসময় আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সুবিধা এবং আনন্দ দেওয়ার জন্য আপনি ডিস্কট আনন্দমুখর করতে নতুন নতুন সার্ভিস চালু করছেন। আপনার আজকের নতুন সার্ভিসটি গিভআওয়ে আশা করছি আমাদের জন্য অনেক আনন্দময় হবে। আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আপনার প্রতি রইল অনেক ভালোবাসা।

 3 years ago 

দাদা নতুন ও সুন্দর একটি সার্ভিস পেলাম আমরা আবার।আপনি সর্বদা ইউজারদের এনজয় করার জন্য নতুন নতুন কিছু বের করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর একটি চ্যানেল উপহার দেওয়ার জন্য। আমরা সবাই খুব এনজয় করব।

শুভকামনা রইল আপনার জন্য দাদা 🙂

 3 years ago 

ভালো উদ্যোগ। যাইহোক ভাই শুভেচ্ছা রইল আপনার জন্য আর এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য, অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা রইল ।

নিঃসন্দেহে চমৎকার একটা উদ্যোগ। এটার মাধ্যমে আমরা আরোও বেশি ভালো সময় কাটাতে পারবো৷ সত্যি কথা বলতে কি আপনার আইডিয়া গুলো সবসময় ইউনিক। আপনার সৃজনশীল মননশীলতা আমাদের জন্য আশীর্বাদ। আপনার প্রতি ভালোবাসা সবসময় থাকবে। আপনার সুদুর প্রসারী চিন্তাভাবনাগুলোর জন্য শুভকামনা দাদা

 3 years ago 

খুবই ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন দাদা।খুবই ভালো লাগলো।সবাই আরো বেশি এক্টিভ থাকবে ডিসকর্ড এ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

দাদা আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আপনার পরিকল্পনাগুলো সত্যিই অসাধারণ। আপনি খুবই সুন্দর ভাবে পরিকল্পনা করে ডিসকর্ড আমাদের জন্য খুবই আনন্দদায়ক করেছেন। তারপরে আজকে নতুন একটা সার্ভিস যুক্ত করলেন। আশা করছি সার্ভিস অনেক আনন্দময় হবে। আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনার প্রতি রইল ভালোবাসা।