"আমার বাংলা ব্লগ" -এর governance এর উপর সংক্ষিপ্ত আলোকপাত

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

logo.png

সংক্ষিপ্ত পরিচয় (A brief description): এই community টি শুধুমাত্র বাংলা ভাষায় ব্লগিং করার জন্য । শুধুমাত্র ভাষা ব্যাতীত আর কোনো বিষয়ের উপর এখানে restriction নেই । বাংলা ভাষায় যে কোনো বিষয়ের উপর যে কোনো দেশের যে কোনো বয়সের যে কেউ এখানে লিখতে পারেন । কিন্তু বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষা ব্যবহার করলেই সেই পোস্টটি mute করে দেয়া হবে । আমরা অনেকেই facebook এ নানা সাহিত্যধর্মী গ্রুপে নিয়মিত লেখালেখি করি, এই কমিউনিটি-টিও সেই রকমই একটা গ্রুপ । পার্থক্য শুধু একটাই - ফেইসবুক centralized platform আর steemit হলো একটি decentralized blockchain-based social প্ল্যাটফর্ম । বাংলা ভাষায় যাঁরা নিয়মিত লেখালেখি করেন তাঁদের decentralized ব্লগিং প্ল্যাটফর্মে আনা, তাঁদেরকে সহযোগিতা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য । তাঁদের মুল্যবান লেখালেখিতে আমাদের এই ব্লগ পরিপূর্ণ হয়ে উঠুক এটাই আমাদের একান্ত কাম্য । আনন্দ দান আর আনন্দ গ্রহণ -ই আমাদের এই প্লাটফর্মের মুখ্য উদ্দেশ্য । শুধুমাত্র অর্থ উপার্জন এর জন্য নয় । আপনার সৃষ্টিশীলতা সবার সামনে তুলে ধরুন, নিজেকে মেলে ধরুন, দুনিয়া আপনাকে নতুন করে চিনুক, জানুক ।

কমিউনিটির নিয়মাবলী (Rules of Community):
১. শুধুমাত্র বাংলা ভাষায় এখানে লেখা যাবে । অন্য্ কোনো ভাষায় লিখলে mute করা হবে পোস্টটি । যদি কেউ বার বার এই নিয়ম ভঙ্গ করে তবে তাকে কম্যুনিটি থেকে ব্যান করা হবে । ব্যান হলে discord channel এর "Appeal" section এ আপীল করতে পারবেন নতুন করে কমিউনিটি তে অন্তর্ভুক্তির জন্য ।

২. রোমান হরফে বাংলা লেখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ । শুধুমাত্র বাংলা হরফ ব্যবহার করা যাবে । উদাহরণ :- "Amar nam Rahul. Ami aj ekhane join korlam." এরকম লেখা যাবে না, তার বদলে লিখতে হবে "আমার নাম রাহুল । আমি আজ এখানে জয়েন করলাম ।"

৩. শুধুমাত্র নিজের লেখাই এখানে শেয়ার করা যাবে, অন্যের লেখা শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ । যদি আপনার লেখা বা ছবি/ভিডিও অন্য্ কোথাও আগে পাবলিশ হয়ে থাকে তবে আপনি অবশ্যই পুরোনো সেই লেখা/ছবি/ভিডিও -এর source উল্লেখ করবেন ।

৪. একই পোস্ট একাধিকবার এখানে শেয়ার করা যাবে না ।

৫. কী কী এখানে শেয়ার করা যাবে ? প্রায় সব কিছু । যেমন: বাংলা যে কোনো আর্টিকেল, রেসিপি, ভ্রমণ কাহিনী, ফোটোগ্রাফি, সব রকম ক্রিয়েটিভ রাইটিং (গল্প,কবিতা,ছড়া), ভিডিও, আর্ট, মিউজিক ইত্যাদি ।

৬. ধর্ম ও রাজনীতি বিষয়ের উপর লেখা curation এর জন্য উপেক্ষা করা হবে । অতএব, এই সকল বিষয়ের উপরে লেখা এখানে শেয়ার না করাই শ্রেয় ।

৭. স্প্যামিং করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ । কমেন্ট সেকশন এও গঠনমূলক কমেন্ট করবেন । যে বিষয়ের উপরে পোস্ট সেই বিষয়ের উপর আলোচনামূলক কমেন্ট করবেন । অন্যথায় কমেন্ট ব্লক করা হবে ।

৮. কোনো পোস্টে বা কমেন্টে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না বা কটূ কথা, গালিগালাজ করা যাবে না । অন্যথায় তাকে পার্মানেন্টলি ব্যান করা হবে ।

পরিচালকগোষ্ঠী ও তাদের ভূমিকা (administration & roles): "আমার বাংলা ব্লগ"-এর administrative প্যানেলে নিম্নলিখিত steemit ID আছে -
১. @rme - কম্যুনিটির ফাউন্ডার এবং অ্যাডমিন । কম্যুনিটির মডারেটর নিয়োগ করা বা বাতিল করা, user দের স্থায়ী মেম্বার পদ দেয়া, ব্যাজ প্রদান করা বা চেঞ্জ করা, কাউকে ব্যান বা আনব্যান করা, কোনো পোস্ট pinned বা un-pinned করা, কোনো আপত্তিকর পোস্ট mute করা ..এক কথায় সর্বময় ক্ষমতার অধিকারী ।

২. @amarbanglablog - community moderator প্লাস curator । এই ID টা main কমিউনিটি মডারেটর ও কিউরেটরের ID । যাবতীয় কমিউনিটি স্টিম পাওয়ার ডেলিগেশন শুধুমাত্র এই ID তেই করা যাবে । এই ID এর কাজ অন্য্ কমিউনিটি মডারেটর এর ন্যায়, বাড়তি হিসাবে কম্যুনিটির গুরুত্বপূর্ণ আপডেট দেয়া , কনটেস্ট আয়োজন করা. নিয়মাবলীর পরিবর্তন সাধন করা , কনটেস্ট এর বিজয়ীদের ঘোষণা দেয়া এই সব কাজও আছে । curation রিপোর্ট তৈরী করা ও প্রতি সপ্তাহে সেই রিপোর্ট পোস্ট করাও এই ID র কাজের মধ্যে পড়ে ।

৩. @blacks@winkles - কমিউনিটি মডারেটর । মডারেশন এর সমস্ত দায়িত্ত্ব এই দুই ID র উপর । কমুনিটির discord চ্যানেলের মডারেটরও এই দু জন ।

৪. @curators , @royalmacro এবং @photoman - কমিউনিটি কিউরেটর । @amarbanglablog -র পাঠানো curation রিপোর্টের ভিত্তিতে কমিউনিটির ইউজারদের পোস্ট curation করাই এই তিন ID র একমাত্র কাজ ।

কিউরেশন (Curation): কমিউনিটির সমস্ত সিলেক্টিভ কোয়ালিটি পোস্ট curate করা একটা খুবই গুরুত্তপূর্ণ কাজ । এই কাজ এই ভাবে সম্পন্ন করা হয় -

১. মডারেটর ও কিউরেটর-রা প্রতি ২৪ ঘন্টায় একবার কয়েকটি কোয়ালিটি পোস্ট curation এর জন্য @amarbanglablog এর কাছে ইমেইল করে ।
২. @amarbanglablog সেগুলি চেক করে একটা নিম্নরূপ একটা রিপোর্ট তৈরী করে curators দের কাছে পাঠায় --

To be curated 20 Posts [DATE: 14-06-2021] [STEEM]

Platform: Steemit
Power Consumption: 20%

[75% Weighted upvote]
posts links list here

[40% Weighted upvote]
posts links list here

[30% Weighted upvote]
posts links list here

[20% Weighted upvote]
posts links list here


প্রতি ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২০ পার্সেন্ট পাওয়ার consume করা যাবে । ক্যালকুলেশন টা হবে নিম্নরূপ :
1000 percentage vote = 20% power consumption
x% upvote consumes total power = (20/1000)*x এটাই ফর্মূলা ।

তাহলে ৭৫% weighted upvote এ power consume হবে ১.৫%।

স্টিম পাওয়ার ডেলিগেশন (Steem Power Delegation): কমিউনিটি র finance গ্রো-র ব্যাপারে এই ব্যাপারটি অতীব গুরুত্তপূর্ন । if we can't smile then how can you smile? কমুনিটির স্টিম পাওয়ার যত বেশি হবে কমুনিটির ইউজাররা ততবেশি উপার্জন করতে পারবে । কারণ upvote এর potential earnings fully ডিপেন্ড করে স্টিম পাওয়ার এর পরিমাণের উপর । এই জন্য কমিউনিটি খুব শীঘ্র ডেলিগেশন চালু করবে । সব ডেলিগেশন শুধুমাত্র @amarbanglablog এই ID তে করা যাবে । খুব শীঘ্র একটা steem power delegation tool অবমুক্ত করা হবে । অন্যান্য কমুনিটির মতো আমরা ডেলিগেটর দের কোনো curation রিওয়ার্ড অফার করবো না । ডেলিগেটররা নিম্নলিখিত ফর্মুলা অনুযায়ী ডেইলি upvote bonus পাবেন curation rewards এর পরিবর্তে -

bonus upvote weight = x * 0.01 (%)
Here, x is total delegated steem power by a user

তাহলে, একজন ডেলিগেটর ধরুন ১০০০ power ডেলিগেট করেছে, এখন ধরুন কিউরেটর এর রিপোর্ট অনুযায়ী সেই দিন 40% weighted upvote পাবে, তাহলে তার সাথে ডেলিগেটর বোনাস যোগ হয়ে সে finally পাবে

40% + (1000*0.01)% = 50% weighted upvote

আর্থিক সংস্থান (Finance ): এই মুহূর্তে কমিউনিটির আর্থিক সংস্থান তেমন জোরালো নয় । তবে Steem Power Investment এর মাধ্যমে বাড়িয়ে নেয়া হচ্ছে ।
এই মুহূর্তে "আমার বাংলা ব্লগ" টিও experimental phase -এ আছে । ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে । নিম্নলিখিত ID গুলোর স্টিম পাওয়ার "আমার বাংলা ব্লগ" এর সম্পত্তি -
১. @amarbanglablog :: available 0.000। Invested 0.000
২. @rme :: available 6297.691 । Invested 1,186,795.300
৩. @curators :: available 12053.03 । Invested 0.000
৪. @royalmacro :: available 30,548.698 । Invested 0.000
৫. @photoman :: :: available 111,731.869 । Invested 0.000

Date updated: 15-Jun-2021

কনট্যাক্ট : Email: [email protected]
Discord Channel: https://discord.gg/5aYe6e6nMW

background-3127102_1280.png

Sort:  

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

ধন্যবাদ নিয়মকানুন গুলো সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আশাকরি এতে অনেকের উপকার হবে ।

 4 years ago 

আপনাদের কাছেও নতুন কোনো সাজেশন থাকলে এখানে অবশ্যই শেয়ার করবেন ।

 4 years ago 

নিয়মগুলো অনেক সহজ আবার অনেক কঠিন।

যারা নিজস্ব মেধায় কাজ করবে, তাদের কাছে নিয়মগুলো খুব সহজ আর যারা চৌর্যবৃত্তির ধান্দায় থাকবে তাদের জন্যে নিয়মগুলো খুব কঠিন।

সর্বশেষে বলবো, ইনশাল্লাহ সফলতা আসবেই।💖

 4 years ago 

একদম, নিয়ম মেনে ধৈর্য্য ধরে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই আসবে ।

এতো ডিটেইল পোস্ট এবং সহজ ব্যাখ্যা, দেখে খুব ভালো লাগলো। বাংলা ব্লগের সাথেই আছি, পাওয়ার ডেলিগেট করব শীঘ্রই।

 4 years ago 

অনেক ধন্যবাদ Steem Power ডেলিগেশন এর জন্য ।

ধন্যবাদ, সামনে আরো ইচ্ছা আছে ডেলিগেশন বাড়ানোর । আপনাদের সাথেই আছি।

 4 years ago 

দারুন পদক্ষেপ। খুব ভালো লাগলো। সমস্ত রুল গুলো পড়ে।

ধন্যবাদ নিয়মকানুন গুলো সুন্দর করে গুছিয়ে বলার জন্য।

Steemit প্ল্যাটফর্মের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলা কমিউনিটি @আমার বাংলা ব্লগ সকল বাংলাভাষী ব্লগারদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে উঠবে। 💖💖

 4 years ago 

আমিও সেই প্রত্যাশা করি , এখনো কমুনিটিটি experimental phase এ আছে । আগামী দুই মাসের মধ্যে mainstream -এ ফিরবে ।

ধন্যবাদ ভাইয়া কমিউনিটির নিয়ম কানুন গুলো বলে দেওয়ার জন্য।

 4 years ago 

বেশ চমৎকার এবং সুন্দরভাবে সাজিয়েছেন নিয়মগুলো, একেবারে স্বচ্ছ সকল বিষয়। ধন্যবাদ ভাই। বাংলা ভাষার সাথে কমিউনিটর সফলতা কামনা করছি।

 4 years ago 

আপনারাও আমার সাথে যোগ দিন নিয়ম কানুন সহ সকল বিষয় আপডেট করার জন্য । আপনাদের মূল্যবান সাজেশন একান্ত ভাবে কাম্য ।

 4 years ago 

জেনে খুশি হলাম নিয়ম। আমার জন্য অনেকটা কাজে দিবে। ধন্যবাদ।