🎆 শুভ দীপাবলি "আমার বাংলা ব্লগ" [Happy Diwali] 🎇
আজকে বিকাল পাঁচটার পর থেকে আমি আর তনুজা একটু ব্যস্ত হয়ে পড়লাম প্রদীপ সাজানো ও সলতে পাকানোর কাজে । কারণ, আজ একটি বিশেষ দিন ভারতে । আজ দীপাবলি ও কালীপুজো । সন্ধ্যায় দীপাবলি আর গভীর রাতে শ্যামা পুজো । ছোটবেলায় শুধু ভাবতাম দীপাবলি মানেই বাজি পোড়ানো দিন । হ্যাঁ, আজকে আমরা বাজিও পুড়িয়েছে সন্ধ্যায় ।
যাই হোক, বিকাল সাড়ে পাঁচটার দিকে শেষ হলো আমাদের দীপাবলি সন্ধ্যার প্রস্তুতি । প্রায় ৬ টা বাজে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এমন সময় তনুজা প্রথম প্রদীপ প্রজ্জ্বলন করে আমাদের বাড়ির দীপাবলির শুভারম্ভ করলো । এরপর আমরা সবাই মিলে এক এক করে প্রদীপে তেল ঢেলে ও সলতে সাজিয়ে রেডি করতে থাকলাম । প্রদীপ অনেক, প্রায় শ'খানেক । তাই রেডি করতে বেশ কিছুটা টাইম লেগে গেলো । এর পর তনুজা বের করলো এক গাদা রং বেরঙের মোমবাতি । প্রায় শ'দুই মোমবাতি দিয়ে সিঁড়ি সাজিয়ে ফেললো ।
এর পর শুরু হলো আমাদের আসল কাজ ।একটি জ্বলন্ত মোমবাতি হাতে আমরা এক এক করে সব প্রদীপ প্রজ্জলন করে ঘরের বিভিন্ন স্থান সাজতে লাগলাম । আধা ঘন্টা ধরে শুধুই টানা এই কাজ করে গেলাম । সব প্রদীপ জ্বালানোর পরে সিঁড়ির ল্যান্ডিংয়ের হরেক রঙের মোমবাতি ও প্রদীপ গুলো তনুজা আর তার মা মিলে প্রজ্জলিত করে ফেললো । টিনটিন বাবু শুধু এ ঘর ও ঘর ছোটাছুটি করে বেড়াতে লাগলো আনন্দের চোটে ।
এইবার আসল সময় । বাজি পোড়ানোর টাইম । আমি যেহেতু শব্দ বাজি লাইক করি না আর করোনা টাইম বলে শুধু মাত্র কয়েক প্যাকেট রং মশাল আর তারা বাজি কিনেছিলাম এই বার ।সেগুলো আর একটি বড় মোমবাতি নিয়ে টেরেসে গেলাম । টিনটিন বাবুও গেলো আমাদের সাথে । আমি আর তনুজা একটার পর একটা তারা বাজি আর রং মশাল ধরাতে লাগলাম । শুরুতে টিনটিনবাবু কিছুটা অবাক বিস্ময়ে চুপ থাকলো । এরপরে আর ছাদে থাকতে চাইলো না । এই ওর দিদিমা ওকে নিয়ে নিচে নেমে গেলো । আমরা আরো কিছুক্ষন মনের সাধ মিটিয়ে বাজি পুড়িয়ে নিচে চলে গেলাম ।
ব্যাস আমাদের দীপাবলি উদযাপিত হলো এই বছরের মতো, খুবই অনাড়ম্বর ভাবে ।
আলোর এই উৎসবে মুছে যাক আমাদের মনের সব অন্ধকার ।সত্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের হৃদয় ।
মঙ্গল দীপ জ্বেলে
অন্ধকারে দু'চোখ আলোয় ভরো প্রভু
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
দেখ আলোয় আলো আকাশ।
দেখো আলোয় ভুবন ভরা
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
কবিগুরুর ভাষায় -
"স্ফুলিঙ্গ তাহার পাখায় পেলো
ক্ষণকালের ছন্দ,
উড়িয়ে গিয়ে ফুরিয়ে গেলো
সেই তারই আনন্দ ।।"
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ফায়ারওয়ার্কস । আলোর একটা নিজস্ব রূপ আছে । অন্ধকারেই সেটা ফোটে ভালো । ঘন কালো আঁধারের পটভূমিকায় সাদা কুন্ডলীকৃত ধোঁয়া, উজ্জ্বল চোখ ধাঁধানো আলো, স্ফুলিঙ্গ । সব মিলিয়ে স্বপ্নময় একটা পরিবেশের সৃষ্টি হয় ।
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
Signature |
---|
U2FsdGVkX1907y98t/ZiR7KYTBLrxjnqcbm3dt2lpHE= |
Public Owner Key to Verify |
STM6o7kyxcQCUQLLBconQaV8qj2w5QVBZJr4LakncAeLp6iwxMHL2 |
Hashing algorithm |
AES 256 bit Encryption |
যে মুহূর্তটি উপভোগ করার জন্য তা উপভোগ করুন কারণ এই জীবন সত্যিই অনির্দেশ্য
শুভ দীপাবলি দাদা। মনের কালো অন্ধকার দূর হয়ে যাক দীপাবলীর এই আলোয়। অশুভ শক্তির বিনাশ হোক। জয় মা 🙏
আসলেই দাদা এটা বুঝতে পারছি আমি। টিনটিন সোনা একদম পুচকু তাই ঘরে মাতামাতি দেখলেই সে অনেক বেশি আনন্দিত হয়ে যায়।আমার বোন নুয়াইরাও একদম সেইম দাদা। এমন ই দৌড়াদৌড়ি করে।
আজকের ছবি গুলো বেশি ভালো লাগছে দাদা। সব ছবিতেই আলো আর আলো।আর আলো দেখতে কার না ভালো লাগে!
শুভ দীপাবলি দাদা 🙏❤️। দীপাবলির আলোয় আমাদের মনের কালিমা দূর হয়ে যাক এই প্রার্থনা করি মায়ের কাছে। পৃথিবীটা মানুষের বসবাস যোগ্য হয়ে উঠুক। হিংসা বিদ্বেষ ভুলে সবাই যেন মিলে মিশে মায়ের দেখানো পথে এগোতে পারি। জয় মা 🙏
দীপাবলির শুভেচ্ছা রইল ভাই ।সুন্দর হোক আপনার আগামীর দিন গুলো । ভালোবাসা অবিরাম।
শুরুতেই দাদা আপনাকে দীপবলি ও কালিপূজোর শুভেচ্ছা। সন্ধ্যা থেকেই টিনটিন বাবা এবং বউদি কে নিয়ে ভালোই সময় কাটিয়েছেন। আপনার এবং পরিবারের জন্য দোয়া রইল দাদা।
আর প্রত্যাশা করি,,,,
হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি উৎসব খুব জাঁকজমকপূর্ণ ভাবেই পালন করে। আপনিও বেশ সুন্দরভাবে উৎসবটি পালন করেছেন দাদা। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
দীপাবলি ও কালিপুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা আপনার প্রতি। এটি মহাভারত বর্ষের আজ বিশেষ দিন। গোটা ভারত এই দিনে আলোকিত হয়। বিকেল থেকে কাজে ব্যস্ততার পর অবশেষে সব অপেক্ষা দুর করে পরিবারের সবার সাথেই আনন্দ উপভোগ করেছেন ভাগাভাগির মাধ্যমে। টিনটিন বাবুও এ ঘর ওঘর ছোটাছুটি করে আনন্দ উপভোগ করেছেন। শুভ কামনা ও শুভেচ্ছা রইল দাদা আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি। আর আলোকসজ্জায় সজ্জিত হওয়ার সব দৃশ্য সুন্দরভাবে ছবির মাধ্যমে ক্যামেরাবন্দী করেছেন। সত্যি অতুলনীয়।
খুবই আনন্দদায়ক এমনকি খুবই সুন্দর দীপাবলি দিন কাটিয়েছেন দাদা। এবং কি অনেক ব্যস্ততার মাঝেও অনেক সময় নিয়ে প্রদীপ জ্বালিয়ে আছেন। প্রদীপের ঘোড়ায় তেল ডেলেছেন এ কাজগুলোতে বৌদির অবদান ছিল বেশি এবং কি বৌদির কষ্ট একটু বেশি হয়েছে। সত্যি নিজেদের উৎসবে এই কাজগুলো করতে আনন্দ শেষ থাকে না।
দেখ আলোয় আলো আকাশ।
দেখো আলোয় ভুবন ভরা।
আলো আমার আলো ওগো হৃদয় পাগল করা।
সত্যি দাদা আপনি অনেক সুন্দর করে পোস্ট গুলা লিখেন। এবং কি খুবই ভালো লাগে তার মধ্যে ছন্দ থাকে, গল্প থাকে, কবিতা থাকে। আমাদের সাথে এত সুন্দর দীপাবলীর একটা পোস্ট শেয়ার করেছেন আপনার জন্য ভালোবাসা অবিরাম দাদা।
দীপাবলীর উপলক্ষে প্রদীপের ছবি অনেকেই শেয়ার করেছে, কিন্তু দাদা আপনার মত এত সুন্দর করে কেউ প্রদীপের ফটোগ্রাফি করতে পারেনি। আপনার ফটোগ্রাফিগুলো সব সময় সুন্দর হয়। কিন্তু আজকে প্রদীপের ফটোগ্রাফিগুলো এত চমৎকার এত চমৎকার হয়েছে ভাষায় বোঝানো যাবে না। শব্দ বাজি আমার কেনো যেনো পছন্দ নয়। এইরকম আলোকবাজি গুলোই বেশি ভালো লাগে। সব মিলিয়ে দাদা ভালই কাটিয়েছেন দিনটি। শুভ কামনা রইল আপনার জন্য।