স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy র এক অসাধারণ স্টিম-ইথার অটো এক্সচেঞ্জ টুল : "STEEM-TO-ETH"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)

Drawing-24.sketchpad.png


কিছুদিন পূর্বে আপনাদেরকে steem থেকে ইন্সট্যান্টলি USDT, TRX এবং BTS -এ এক্সচেঞ্জ করার দুর্দান্ত তিনটি swap tool দেখিয়েছিলাম । টুল দুটি ছিল স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy এর তৈরী । কোনো ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট ইউজ না করেই খুব সহজে এবং সিকিউরলি STEEM এবং SBD থেকে USDT, TRX এবং BTS এ কনভার্ট করার এই টুল তিনটি এখন অনেকের কাছেই খুবই জনপ্রিয় । আমাদের কমিউনিটির অনেকেই এখন এই টুল তিনটি ইউজ করছে । কনভার্সন ফীও অনেক কম । মোটে ১% ।

@justyy ডেভেলপারের ডেভেলপ করা আরো একটি দুর্দান্ত টুলের সন্ধান দেব আজ আবারো আমি । হ্যাঁ, ঠিকই ধরেছেন; আজকে আমি আবারও আমাদের সবার প্রিয় স্টিমিটের উইটনেস এবং ডেভেলপার @justyy এর তৈরী STEEM থেকে ETH (Ethereum) ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ এর টুলটি আপনাদের সামনে হাজির করতে চলেছি । তো চলুন দেখে নেওয়া যাক সব কিছু :

এটি একটি fully automatic এবং robotic way তে কাজ করে । এটি ইউজ করাও খুবই সহজ । আপনার steem কে ETH -এ কনভার্ট করে আপনার পার্সোনাল ইথারিয়াম ওয়ালেটে নিয়ে আনতে সর্বোচ্চ ১ মিনিট টাইম লাগে । আর হ্যাঁ, এই সার্ভিস টুলটি ইউজ করে আপনি STEEM এর পাশাপাশি আপনার SBD কেও ETH -এ কনভার্ট করতে পারবেন ।

এই সার্ভিসিটি STEEM/ETH এবং SBD/ETH pair এ প্রাইসটা একদম কারেক্ট দিয়ে থাকে, অর্থাৎ আপনি আপনার steem বা SBD কে বর্তমান মার্কেট প্রাইসেই ETH -এ পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ।


✅সার্ভিস টুল : STEEM/SBD TO ETH AUTO EXCHANGE

✅কাজ : ইন্সট্যান্টলি আপনার STEEM/SBD কে অটোমেটিক্যালি ETH -এ কনভার্ট করা

✅ফীস : 1% + Gas Fee: 7.31 gwei * 21000 = (About 0.000153 ETH)

✅ডেভেলপার : @justyy


এবার চলুন টিউটোরিয়াল দেখি কি ভাবে সার্ভিসটি আমরা ইউজ করবো


✍ টিউটোরিয়াল ✍


➤ প্রথমে steemyy এর ওয়েবসাইট ঢুকুন । ক্লিক করুন । এরপরে STEEM-TO-ETH ট্যাবে ক্লিক করুন ।

Screenshot 2023-10-13 131750.png

Screenshot 2023-10-13 131820.png


➤ এই পেজটি ওপেন হবে - https://steemyy.com/steem2eth.php । এবারে নিচের স্ক্রিনশটটি লক্ষ করুন । আপনি কত ইথারিয়াম পেতে চান সেটা swap pool এর available ব্যালেন্স কভার করছে কি না সেটা ফার্স্ট চেক করে নেবেন । আপনার desired ইথারিয়াম available ব্যালান্স এর অতিরিক্ত হলে এক্সচেঞ্জ রিকুয়েস্টটা অটো ক্যান্সেল হবে এবং আপনি রিফান্ড পেয়ে যাবেন ।

Screenshot 2023-10-13 131916.png


➤ খুব সাবধানতার সাথে swap সংক্রান্ত নির্দেশাবলী ফলো করুন । তাড়াহুড়ো করবেন না । ভুল হলে ফান্ড লসের পসিবিলিটি থাকে ।

Screenshot 2023-10-13 131936.png


➤ নিচের স্ক্রিনশটটি লক্ষ করুন । আপনি কত STEEM/SBD সেল করে ETH পেতে চান সেই এমাউন্টের STEEM/SBD নিচের এই একাউন্টে সঠিক মেমো সহ ট্রান্সফার করুন -

Transfer To : @steem2eth
Amount : আপনি যত সেল করতে চান
Memo : আপনার ETH এড্রেস

একটি জিনিস মাথায় রাখবেন memo হিসেবে আপনার ETH এড্রেস দিতেই হবে । এটা মাস্ট । যে Ethereum এড্ড্রেস দেবেন সেই এড্ড্রেসে আপনার ETH জমা হবে । ভুল মেমো বা মেমো ব্ল্যাঙ্ক থাকলে আপনি অটোমেটিক্যালি আপনার STEEM/SBD রিফান্ড পেয়ে যাবেন । Estimate বাটনে ক্লিক করে আপনি ঠিক এক্সাক্টলি কত ETH পাবেন সেটা জানতে পারবেন ।

Screenshot 2023-10-13 132032.png

Amount এর ঘরে আপনি কত steem এক্সচেঞ্জ করতে চান সেটি লিখে ডান পাশের Estimate বাটনে ক্লিক করে এক্সচেঞ্জ এর পুরো এস্টিমেটটা পেতে পারেন । আমি যেমন এখানে 100 steem লিখে Estimate বাটনে ক্লিক করে নিম্নলিখিত এস্টিমেশনটা পেয়েছি :

You Send: 100 STEEM
Exchange Rate: 0.000108838 ETH
After Conversion: 0.010883814 ETH
Fee: 0.000108838 ETH (1%)
Gas Price: 7.739839333 Gwei
Gas Fee: 0.000162537 ETH
Total Fee: 0.000271375 ETH
You Get: 0.010612439 ETH

মনে রাখবেন এই এস্টিমেশনটা কিন্তু STEEM/ETH পেয়ারে প্রাইস ওঠা নামার উপরে ডিপেন্ডেড । তাই প্রত্যেক মিনিটে এটা চেঞ্জ হতে থাকবে ।


➤নিচের স্ক্রিনশট দু'টি খুব ভালো করে লক্ষ করুন । আমি আমার একাউন্ট @rme থেকে 100 steem ট্রান্সফার করেছি @steem2eth একাউন্টে এবং memo হিসেবে আমার ETH এডড্রেসটি দিয়েছি ।

Untitled.png

Screenshot 2023-10-13 133536.png


➤ ট্রান্সফার করার পরে আপনার এক্সচেঞ্জটির স্ট্যাটাস পেতে "Latest STEEM/SBD to ETH Conversion Records" সেকশন এ চেক করুন । steem ট্রান্সফার করার পরে ১-২ মিনিট পরে পেজটি রিফ্রেশ করুন ।

প্রথম দিকে আপনি আপনার এক্সচেঞ্জটি পেন্ডিং দেখতে পাবেন । এই রকম -

Screenshot 2023-10-13 133629.png

আরো ১-২ মিনিট পরে রিফ্রেশ করুন । ফাইনালি আপনার এক্সচেঞ্জটি কমপ্লিট স্ট্যাটাস দেখতে পাবেন -

Screenshot 2023-10-13 133655.png


➤ এবার দেখুন আমি আমি 100 STEEM সেল করে 0.01048563 ETH পেয়ে গিয়েছি আমার Ethereum ওয়ালেটে । ১ মিনিট লেগেছিলো অনলি পুরো প্রসেসটা কমপ্লিট হতে ।

Screenshot 2023-10-13 133720.png


কিছু গুরুত্বপূর্ন জিনিস মনে রাখবেন সার্ভিসিটি ইউজ করার সময়ে


০১. আপনার STEEM/SBD শুধুমাত্র @steem2eth এই একাউন্ট ছাড়া আর কোনো একাউন্টে ট্রান্সফার করবেন না

০৩. মেমো হিসেবে শুধুমাত্র আপনি আপনার যে Ethereum ওয়ালেটে ETH চান সেই ETH এডড্রেসটি দেবেন । আর কিচ্ছু লিখবেন না মেমো তে । মেমো যদি ইনভ্যালিড হয় বা ফাঁকা থাকে তবে আপনি রিফান্ড পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ।

০৪. STEEM বা SBD যেটাই পাঠাবেন তার মিনিমাম ভ্যালুর চাইতে কম পাঠালে সেটা ফরফিট করা হবে অর্থাৎ বাজেয়াপ্ত করা হবে । রিফান্ড পাবেন না । মিনিমাম 2 STEEM অথবা 1 SBD অথবা আপনার এক্সচেঞ্জ এর জন্য ইথারিয়াম ট্রান্সফার ফীস (gas fees ) কভার করে এমন মিনিমাম এমাউন্ট।

০৫. কোনো ধরণের এক্সচেঞ্জ ফেল বা প্রব্লেমের মুখোমুখি হলে কন্টাক্ট করতে পারবেন : ইমেইল : [email protected]


শর্টকাট 👌


10 STEEM বা 5 SBD 💲💲💲এর চাইতে বেশি যে কোনো এমাউন্ট জাস্ট সেন্ড করুন @steem2eth এই একাউন্ট এ । মেমো হিসেবে দিন আপনার Personal Ethereum Address ।

আর পেয়ে যান ETH💰💰💰ইন্সট্যান্টলি । 😍😍😍 🎉🎉🎉

A big 👍to @justyy 👑


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট



এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  

Hello @rme! You are Wonderful!


command: !thumbup is powered by witness @justyy and his contributions are: SteemYY.com
More Commands are coming!

নিঃসন্দেহে দারুন একটি টুল এটি। আর আপনি যেভাবে বিস্তারিত ভাবে দেখিয়েছেন তাতে আমাদের সকলের জন্যই ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। আসলে এই ধরনের টুল আমাদের এসেট ট্রান্সফার কে আরো সহজ করে দেবে। ধন্যবাদ @justyy কে এবং আপনাকেও দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

স্টিম-ইথার অটো এক্সচেঞ্জ টুল দেখে খুবই ভালো লাগলো। নতুন অটো এক্সচেঞ্জ টুল ব্যবহার করে 100 steem ট্রান্সফার করেছেন দেখে ভালো লাগলো দাদা। অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আগের তিনটা টুল এখনও ইউজ করা হয়নি দাদা। তবে আজকের টিউটোরিয়াল টা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। আগেরগুলাও এমন মনে হয়। স্টিম থেকে ডিরেক্ট ইটিএইস। গ্যাস ফিও কম দেখছি দাদা। আপনাকে ধন্যবাদ দাদা 🦋

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডেভেলপার জাস্টি কে, এমন চমৎকার একটি এক্সচেঞ্জ টুল নিয়ে আসার জন্য। এই টুল ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজেই স্টিম/এসবিডি থেকে ইথারিয়াম এ কনভার্ট করতে পারবো। আশা করি অনেকেই এই অসাধারণ টুলটা ব্যবহার করে উপকৃত হবেন। যাইহোক এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

 last year 

আশা করি শ্রদ্ধেয় দাদা ভালো আছেন? স্টিম-ইথার অটো এক্সচেঞ্জ টুল দেখে খুবই ভালো লাগলো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এখন আমরা খুব সহজেই স্টিম এসবিডি থেকে ইথারিয়াম এ কনভার্ট করতে পারবো। এখন আমরা টুলটা সহজে ব্যবহার করতে পারবো। এত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।

Nice, thank you !thumbup

Gracias amigo y gracias a @justyy ✌️ esto es una gran herramienta que facilita mucho las cosas.

 last year 

Justyy স্যারের আগেও কিছু টুল সম্পর্কীয় তথ্য আপনি আমাদের মাঝে আপডেট দিয়েছিলেন দাদা। আজকে আবার স্টিম-ইথার অটো এক্সচেঞ্জ টুল সম্পর্কে চমৎকার বিশ্লেষনের মাধ্যমে এবং স্ক্রিনশটের মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা চেষ্টা করব প্রয়োজন মোতাবেক এই টুলটি ব্যবহার করতে।