আলোকচিত্র - জীবন ও জীবিকা (Photography on life and livelihood)

in আমার বাংলা ব্লগ4 years ago

বিপন্ন শৈশব । যে বয়সে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার কথা, মাঠে দুরন্তপনা করার কথা, সেই সোনালী শৈশব দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে আজ অভিশপ্ত । ভোর না হতেই রেলস্টেশনে শাক সবজি নিয়ে বসে আছে বিক্রির জন্য, এক মুঠো গরম ভাতের স্বপ্নে বিভোর হয়ে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৬শে জুন ২০১৬, দুপুর ৩ টা বেজে ৪৭ মিনিট
স্থান : কলকাতা , পশ্চিমবঙ্গ, ভারত ।

সুন্দরবনের মানুষদের জীবন হলো সংগ্রামমুখর, নারী পুরুষ সবারই উদয়াস্ত পরিশ্রম করতে হয় দু'বেলা দু'মুঠো পেটের ভাত জোগাতে ।সুন্দরবনের একটা গ্রাম নামখানা, সেখানকার একটা নদীতে এই গৃহবধূ মাছ ধরায় ব্যস্ত ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৭ই জুলাই ২০১৬, দুপুর ১ টা বেজে ০২ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

মাঠ থেকে ঘাস কেটে ফিরছে এক প্রৌঢ়া রমণী । চল্লিশোর্ধ এই বয়সেও তাকে কঠোর পরিশ্রম করে খেতে হয় । আসলে সুন্দরবনের এই বাদা অঞ্চলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হয় - নারী থেকে বৃদ্ধ , সবাইকেই ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, দুপুর ২ টা বেজে ০৬ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

এ ছবিটিও সুন্দরবনের একটি গ্রাম বকখালি থেকে তোলা । সারাদিন শেষে এক রমণী তার ছাগলের পাল নিয়ে চলেছে নিজ ঘরপানে । এক কাঁখে আবার একটি ছাগশিশু ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, সন্ধ্যা ৫ টা বেজে ৩৩ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

এই আর এক শিশু, সারাদিন মাঠে গরু চরিয়ে এখন বিকেলবেলা ঘরে ফিরছে । আসলে এখন তার স্কুল থেকে ঘরে ফেরার সময়, অথচ দারিদ্রতার কারণে মাঠে গরু চরাতে হচ্ছে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, বিকাল ৪ টা বেজে ৪৪ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

হেমন্তের শেষ । মাঠে কৃষক ব্যস্ত তার সোনালী ধান ঘরে তুলতে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৬ই অক্টোবর ২০১৬, দুপুর ১২ টা বেজে ৪৬ মিনিট
স্থান : বারাসাত, পশ্চিমবঙ্গ, ভারত ।

স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন । একটু যেন জিরিয়ে দম নিচ্ছে, পরমুহূর্তে আবার ছুটবে । ট্রেনের কামরায় এক রমণী, কোলে শিশু ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৭ই জুলাই ২০১৬, সকাল ১১ টা বেজে ২২ মিনিট
স্থান : ক্যানিং, পশ্চিমবঙ্গ, ভারত ।

বকখালি সমুদ্র সৈকত । পড়ন্ত বিকেলে পর্যটক দল চলেছে সমুদ্রের পানে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৭ই জুলাই ২০১৬, বিকাল ৪ টা বেজে ০০ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

গ্রামের এক যুবক খালে মাছ ধরছে খ্যাপলা জাল দিয়ে ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৪ঠা আগস্ট ২০১৬, দুপুর ৩ টা বেজে ১৭ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

নদীর জলে ডিগবাজি খাচ্ছে এক দুরন্ত কিশোর ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ৩১শে জুলাই ২০১৬, সন্ধ্যা ৪ টা বেজে ৩৯ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

মুষলধারে বৃষ্টির পর মাঠে জল জমে গিয়েছে । সেই জমা জলের মধ্যেই ফুটবল খেলায় মেতে উঠেছে গ্রামের একদল দস্যি কিশোর ।

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ০৪ঠা আগস্ট ২০১৬, সন্ধ্যা ২ টা বেজে ১৬ মিনিট
স্থান : সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত ।

ক্যামেরা পরিচিতি : Canon
ক্যামেরা মডেল : Canon EOS 1200D
ফোকাল লেংথ : ৫৩ মিমিঃ

Sort:  
 4 years ago 

প্রতিটি ছবি চরম বাস্তবতার ছবি। ছবিগুলোতে অসম সামাজিকতার আর দারিদ্র্যতা কড়াল গ্রাসের ছবি স্পষ্ট। এ চিত্র প্রাগৈতিহাসিক সময় থেকে চলছে এবং একুশ শতকেও বহমান। এটি চলবে ততদিন যতদিন না সামাজিক বৈষম্য দূর না হবে।

floral-1751088_640.png

 4 years ago 

বাস্তব দুনিয়া সত্যি খুব নিষ্ঠুর :(

 4 years ago 

জি সত্যিই তাই। কিন্তু নিষ্ঠা আর একাগ্রতার সাথে কাজ করতে থাকলে মন্দ ভাগ্য একদিন হাল ছেড়ে দিয়ে বলে, এগিয়ে যা আমি আর পারলাম না।

 4 years ago 

সবগুলো ছবিই অনেক সুন্দর হয়েছে। আর তার সাথে ছবি নিয়ে লিখা কথাগুলো ছবিগুলোকে ফুটিয়ে তুলেছে।

এককথায় অনবদ্য।💖

 4 years ago 

ছবির নিচের ক্যাপশনগুলি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

অসাধারণ ন্যাচারাল ছবি তুলেছেন ভাই। দেখে মুগ্ধ হলাম।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে :)

 4 years ago 

মানুষের জীবন যাত্রার বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ ।অনেক সুন্দর হয়েছে ছবিগুলো।

 4 years ago 

সুন্দর কিন্তু বিষাদমাখা ছবি গুলি :(

এটিকেই বলা হয় জীবনের চাকা যা কখনও কখনও আমরা নীচে থাকি কিন্তু পরের দিন আমরা আরও উচ্চতর হতে পারি এটি অসম্ভব নয়

 4 years ago 

ঠিকই বলেছেন আপনি , আপনাকে অনেক অনেক ধন্যবাদ :)

আপনাকে স্বাগতম

ন্যাচারাল ছবি তুলেছেন ভাইয়া

 4 years ago 

ধন্যবাদ আপনাকে :)

অনেক সুন্দর ছবি তুলেছেন ভাইয়া

 4 years ago 

সুন্দর কিন্তু ছবিগুলি চরম দারিদ্রতার প্রতিমূর্তি

me gusta mucho ese reportaje.

 4 years ago 

আমার শৈশব গুলো তুলে ধরেছেন যাইহোক ছবিগুলো অনেক ভালো ছিল ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

হ্যাঁ, শেষের কয়েক'টি ছবি শৈশবের কথা মনে করিয়ে দেয় । আমিও গ্রামের ছেলে, ৮ বছর বয়স অব্দি আমার গ্রামেই কেটেছে ।