RE: সময়ের তালবাহানা (time dilation) @gentleman74
"আলোর কাছাকাছি বেগে আপনি ১বছর স্পেসে ঘুরে এসে দেখবেন পৃথিবীতে সময় কেটেছে একবছরের বেশি।"
এই লাইনটিতে হালকা একটু পরিবর্তন আনুন , কারণ আলোর গতির ৯৯% স্পীডে গতিশীল হলে স্পেসশিপের ১ সেকেন্ড = পৃথিবীর ১ সেকেন্ড X ৭.৫ বা ৭.৫ সেকেন্ড । তাহলে হবে ৭.৫ বছর ।
আলোর গতির ৯৯.৯৯৯৯৯৯% অর্জন করতে পারলে অবশ্য ডিফারেন্স তা অনেকটাই বেশি হবে ।তখন -
স্পেসশিপের ১ সেকেন্ড = পৃথিবীর ১ সেকেন্ড X ৭০৭১ বা ৭০৭১ সেকেন্ড অর্থাৎ ১.৯৬৪ ঘন্টা । তাহলে হবে ৭০৭১ বছর ।
আর কোনো বস্তু কখনই আলোর সমান বা তার চাইতে বেশি বেগ অর্জন করতে পারবে না, কারণ তাহলে সেটি আর বস্তু না হয়ে শক্তিতে পরিণত হবে । যদিও বিজ্ঞানীরা ট্যাকিওন নামে একটি কণা আবিষ্কার করেছিল যার গতিবেগ আলোর সমান ছিল, কিন্তু খুবই স্বল্পায়ু সেও কণা ।
ওহ! একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম । আপনাকে Verified member plus Level ০১ এ উন্নীত করা হলো ।
ধন্যবাদ দাদা। পড়েছেন, ভালো লেগেছে। পরিবর্তন চেয়েছেন। গঠনমূলক সমালোচনার অভাবের মধ্যে আপনার এই সাবলীল মতামত পেয়ে ভাল লাগল।