কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 06 (Rural Site)
বাঁধানো গঙ্গার পাড়
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
খড়ের তৈরী মন্দির
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
গাভী চরে বেড়াচ্ছে মাঠে
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
গাভী চরে বেড়াচ্ছে মাঠে
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
পাঁঠা ওই ঘোরে মাঠে, কচি কচি ঘাস চাটে
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
গ্রাম বাংলা
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
গাভীর জাবর কাটা
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
গ্রাম প্রকৃতির পরিবেশ
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
রাতের গ্রাম বাংলার প্রকৃতি
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
প্রত্যেকটি ছবিই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা।দেখে মন ভরে গেল।কত সুন্দর করে গঙ্গার ঘাট বাঁধা, ছাগলের গায়ে গেঞ্জি আর গরুও কুকুরের অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা একটি নীরবতার শান্তি একে দেয় মনে।ফুলের ছবিগুলো ও মনমুগ্ধকর।ধন্যবাদ দাদা।
আমার কাছে গ্রামের সবুজ দৃশ্যগুলো বেশী আকর্ষণীয় এবং ভালো লেগেছে। অবশ্য রাতের দৃশ্যগুলো কিছুটা ব্যতিক্রম মনে হয়েছে কিন্তু ভালো লেগেছে। মনে হচ্ছে আপনার ক্যামেরাটি বেশ ভালো তাই দৃশ্যগুলো বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ
গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে। গ্রামের মানুষ গরু ছাগল ও হাস মুরগি এগুলোই বেশি লালন পালন করে।সেটা তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফিতে। এতো সুন্দর গ্রাম্য দৃশ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
এখন ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে
খুবই ভালো লাগলো সচরাচর এমন দৃশ্য দেখায় হয় না। শুভকামনা আপনার জন্য।
গ্রামবাংলার অপরুপ সৌন্দর্য ফুটে উঠেছে ছবিগুলোতে।
Great
খড় দিয়ে তৈরি বাসাটি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আর কুকুরটাকে দেখেই কেমন মায়া মায়া লাগছে। কি সুন্দর মায়া ভরা চোখে ছবির দিকে তাকিয়ে আছে।পাঠার গায়ে জামাটি দেখে প্রথমে হাসি আসলো কিন্তু পরে ভাবলাম যে তার মালিক আসলেই তাকে কতো বেশি ভালোবাসে। কারণ ভালোবাসা না থাকলে কখনোই এতটা যত্ন কেউ করেনা। আপনার ছবিগুলো অনেক বেশি সুন্দর হয় দাদা।
দাদা সত্যিই বলতে আপনর ফটোগ্রাফির হাত অন্য লেভেল এর।কিছু সাধারণ ছবিকেও আপনি অসাধারণ বানিয়ে দিয়েছেন।😮
বিশেষ করে খড়কুটোর মন্দির,সরিষা গাছের ছবি আর খেজুর গাছ এর ছবি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।আর বাকি গুলোও খুব সুন্দর হয়েছে।❤️
দাদা আপনি এত সুন্দর যে ফটোগ্রাফি করেন না দেখলে ভোদায় বুঝে যেত না। গ্রামের দৃশ্য আর খড়ের তৈরি মন্দিরের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। দাদা আপনার হাতে জাদু আছে এটা মানতে হয়।
গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে ফুটে উঠেছে। আপনার রাতের দৃশ্যগুলো কিছুটা ব্যতিক্রম মনে হয়েছে কিন্তু সেটাও ভালো লেগেছে।ধন্যবাদ দাদা আপনাকে এমন সুন্দর দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।