স্বাগতার বিয়ের ফোটোগ্রাফি
বিয়ের ছাদনাতলা । এটাই বিবাহ মণ্ডপ। হিন্দু রীতিতে যজ্ঞ করে অগ্নি সাক্ষী রেখে এখানেই বিবাহ সমাধা হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এই হলো বিয়ের বর (@blacks)।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ছাদনা তলায় বর বসে, মন্ত্রোচ্চারণে বিয়ের প্রাথমিক কার্য শুরু । বরের ডানদিকে কনের বাবা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
আমরা দু'জনা বসে বিয়ে দেখছি ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
তনুজার জোরাজুরিতে বাধ্য হয়ে সেলফি একটা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পানপাতায় মুখ ঢেকে পিঁড়িতে করে বরকে প্রদক্ষিণ করছে কনে । মোট সাতবার প্রদক্ষিণ করা লাগে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সাতবার প্রদক্ষিণ শেষ । এখন পানপাতা সরিয়ে শুভ দৃষ্টির সময় । এই সময়টাতে একটা লজ্জা বস্ত্র দিয়ে বর-বৌকে ঢেকে দিতে হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৩৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এবারে মালা বদলের সময় আগত । বর-বউ নিজের নিজের গলার মালা খুলে একে অন্যের গলায় পরিয়ে দেয় । মোট তিনবার মালা বদলের নিয়ম ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মোট দু'বার মালা বদল করা হয় । একবার পিঁড়িতে বসে সবার কাঁধের উপরে উঠে । আর এক বার নিচে পিঁড়িতে দাঁড়িয়ে । এখন শূন্যে মালাবদল হচ্ছে । এরপরে বিয়ের পিঁড়িতে বসে হবে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বিয়ের পিঁড়িতে দাঁড়িয়ে মালা-বদল হচ্ছে এখন ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এবার বর-বউকে একত্রে ছাদনা তলায় আনা হয়েছে । বিবাহের মন্ত্রোচ্চারণ এবং কন্যা সম্প্রদান হবে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ২০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
কন্যা সম্প্রদান পর্ব শুরু হয়েছে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সেলফি জোন ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
যজ্ঞের আহুতি দিয়ে বিয়ের সর্বশেষ পর্বের সূচনা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ৪০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
হস্ত-বন্ধন পর্ব ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এবার বর-বউয়ের যজ্ঞের আগুনে খৈ ছিটানোর পালা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ১০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
যজ্ঞের আগুনে খৈ ছিটাচ্ছে স্বাগতা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ১৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সাত পাকে বাঁধা । যজ্ঞের আগুনকে মোট সাতবার প্রদক্ষিণ করতে হয় বর-বউকে । এসময় বরের ধুতির খুঁটে বউয়ের শাড়ির আঁচল বাঁধা অবস্থায় থাকে । এই বাঁধনকে বলে গাঁটছড়া । এই গাঁটছড়া বাঁধনে আবদ্ধ হয়ে সাতবার যজ্ঞের অগ্নিকে প্রদক্ষিণ করার পর্বের নাম "সাত পাকে বাঁধা" ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সিঁদুরদান পর্ব । এটিকেই বিবাহের অন্তিম পর্ব হিসেবে বিবেচনা করা হয়ে থাকে । যজ্ঞের আগুন প্রজ্জ্বলিত রেখে অগ্নি সাক্ষী করে কনের সিঁথিতে বরের হাত হতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়াকেই বলে সিঁদুরদান । এই পর্বের পরেই বর-কনেকে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করা হয়ে থাকে । কনের গোত্র পরিবর্তন হয় এর ঠিক পর পরই । সব শেষে যজ্ঞের আগুনে দুধ ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বিয়ে শেষ ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ১০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ডাইনিং হল ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২০ নভেম্বর ২০২৩
টাস্ক ৪১৯ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 65f91dec73acc78ed560ee86b073ba49f98a8af1646bbfe12f0ee9a0bf121e67
টাস্ক ৪১৯ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
বাহ দারুন। পুরো বিয়ের প্রসেসটা ধারাবাহিকভাবে ছবির মাধ্যমে তুলে ধরেছেন। দুজনের জীবনের নতুন পথচলা শুরু হলো। আশা করি তাদের এই পথ চলা হাসি আনন্দে ভরে উঠবে। সেই সাথে আপনারা সকলে এক পরিবার হয়ে থাকবেন সেই কামনাই করি। বৌদি আর আপনাকে দারুন লাগছিলো দাদা। বিয়ের অনুষ্ঠানগুলোতে সবাই মনে হয় একটু রোমান্টিক হয়ে ওঠে। পোস্টটা পড়ে এবং ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
অবশেষ এ সব ছবি একসাথে পাওয়া গেলো।যদিও গতকাল এখানের বেশিরভাগ ছবি ই দেখেছি তবে আজকের পোস্ট এ কিছু ছবি নতুন দেখেছি।দুই জুটিকেই কিন্তু দারুণ লেগেছে দাদা দেখতে।যেমন ব্ল্যাক্স ভাই আর স্বাগতা আপুকে,ঠিক তেমনটাই আপনাকে আর বৌদিকে।তবে ছোট্ট সাহেব দেখি এক্কেবারেই মিসিং ! শুভ পরিণয় এর আনন্দ আনন্দিত আমরা।
দেখে তো মনে হচ্ছে এখানে ডাবল কাপলের বিয়ের আনুষ্ঠানিকতা হচেছ। হি হি হি। যাই হোক অবশেষে সেই আনন্দঘন মূহূর্তের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। বেশ ঝাকজমক অনুষ্ঠানের মাধ্যমে ব্লাক দা এবং স্বাগতা দিদির দু হাত এক করার সমস্ত অনুষ্ঠানটি ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের কে বিয়ের প্রোগ্রামটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ছোট দাদা ও দিদির বিয়ের সবকিছু খুব সুন্দর ভাবে তুলে ধরলেন দাদা।সত্যি ই খুব ভালো লেগেছে দুজনকে দেখে।দুজনের জীবন সুখের ও আনন্দের হয়ে উঠুক এমনটাই আশাকরি।তবে টিনটিন বাবুর কোন ফটোগ্রাফি দেখলাম না।আপনাদের সেলফির মাঝে রাখলে বেশ ভালো হতো।দুই দাদার জীবন সুখ ও আনন্দে ভরে উঠুক এমনটাই দোয়া করি।সবাইকে নিয়ে ভালো থাকবেন দাদা।
দাদা এবং দিদির বিবাহের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।প্রতিটি ফটোগ্রাফি চমৎকার লাগছে দেখতে।দিদিকে বউ সেজে কিউট লাগছে অনেক।ভালো লেগেছে পোস্টটি দাদা।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছিলাম আর দাদা মনে হচ্ছিল যেন বিয়েতে উপস্থিত হয়েই এগুলো দেখছি। এত সুন্দর করে সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। বেশ অনেকগুলো পর্ব থাকে আপনাদের বিয়েতে। সবগুলোই বেশ আনন্দ সহকারে ছোট দাদা এবং দিদি পালন করেছে। বৌদির জোড়াজুড়িতে সেলফি টা কিন্তু সেরকম সুন্দর হয়েছে। এত কিছুর মাঝে টিনটিন বাবুকে মিস করলাম। ওকে কোথাও দেখা যাচ্ছে না। ব্লাকস দাদা এবং দিদির জন্য অভিনন্দন রইলো।
বাহ! এত গুলো ছবি দেখে এখন বেশ ভালো লাগলো দাদা। নব-দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। আপনাদের সংসার সুখ-শান্তি ও ভালোবাসায় কানায় কানায় ভরে উঠুক। সকলে মিলে একসাথে ভীষণ ভালো থাকুন ভগবান এর নিকট এটাই প্রার্থনা রইলো। ❤️
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছবির মাধ্যমে সম্পূর্ণ বিয়েটা দেখা হয়ে গেল। দাদা ও দিদি দু'জনকেই বেশ হাসিখুশি লাগছে। সেই সাথে বেশ সুন্দর লাগছে দু;জনকে। বেশ সুন্দর করে সাজান হয়েছে সম্পূর্ন বিয়ে বাড়ি। দুজনের জন্য অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। তারা যেন সারা জীবন সুখে থাকে এই প্রত্যাশা করি।আবারও দু'দাদা , বৌদি ও দিদির জন্য শুভ কামনা।
ব্ল্যাকস দাদার বিয়েতে উপস্থিত হতে পেরে আমি তো অনেক খুশি!🥰🥰 এরকম সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমিও। দাদা, তোমার তোলা ব্ল্যাকস দাদার বিয়ের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুহূর্তেরই ফটোগ্রাফি রয়েছে দেখছি এই পোস্টটিতে।