Indian Museum ভ্রমণ -পর্ব ১৮
Indian Museum ভ্রমণ -পর্ব ১৮
পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ১৭
শুভ অপরাহ্ন বন্ধুরা,
আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি । উঠে বেশ কিছু ব্যবসা সংক্রান্ত কাজ কমপ্লিট করে তারপরে দুপুরের খাওয়া খেয়ে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে এসে এখন বসেছি পোস্ট করতে । আজকে ঠান্ডা একটু কমই আছে । সকাল থেকে ঝকঝকে রোদও উঠেছে বেশ । চমৎকার নাতিশীতোষ্ণ আবহাওয়া আজ ।
Indian Museum ভ্রমণ পর্বের আজ আঠারো-তম পর্ব । আজকেও আমি হাজির হয়েছি আরো বেশ কিছু মাংসাশী শিকারী প্রাণী ও নিরীহ তৃণভোজী প্রাণীদের স্টাফ করা দেহের ছবি নিয়ে :
১. পোলার বিয়ার বা মেরুর শ্বেত ভল্লুক
২. ক্যাপিবারা
৩. শ্লথ, লেমুর, লেমিং, ক্যাঙ্গারু, ডলফিন
৪. বোর্নিওর ওরাং ওটাং, ওয়েস্টার্ন লো ল্যান্ড গোরিলা, ওয়েস্টার্ন হাই ল্যান্ড গোরিলা
৫. ডমেস্টিক কাউ
৬. নর্দার্ন ফার শীল
তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !
পোলার বিয়ার বা মেরুর শ্বেত ভল্লুক । এদের গায়ের লোম আসলে বাদামি কালারের হলেও মেরু অঞ্চলে এদের গায়ের রং হয়ে যায় ধবধবে তুষারের মতো সাদা । ভল্লুক জগতের সব চাইতে হিংস্র ভল্লুক এরাই ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যাপিবারা । দুনিয়ার সব চাইতে বড় ইঁদুর প্ৰজাতি হলো এই ক্যাপিবারা । এদের নিকটতম আত্মীয় হলো গিনিপিগ । একটি পূর্ণবয়স্ক ক্যাপিবারা দৈর্ঘ্যে প্রায় ৫ ফুট লম্বা হয় এবং ওজন প্রায় ৫০-৬০ কেজি হয়ে থাকে । পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে এদের বসবাস । আমাজন জঙ্গলে প্রচুর পরিমানে পাওয়া যায় এদের ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
উপরের তাকে সর্ববামে শ্লথ আর তার পাশেই রয়েছে লেমিং, আর তার পাশে লেমুর । মাঝের তাকের সর্ব বামে আর তারপাশে আছে দুই প্রজাতির ক্যাঙ্গারু । আর সবার নিচের তাকে রয়েছে একটি ডলফিন ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
তিন প্রজাতির প্রাইমেটস । সবার বামে রয়েছে বোর্নিওর ওরাং ওটাং । তার পাশে রয়েছে ওয়েস্টার্ন লো ল্যান্ড গোরিলা । আর সর্ব ডানে রয়েছে ওয়েস্টার্ন গোরিলা । বাঁদর জাতীয় প্রাণীদের মধ্যে পৃথিবীর সব চাইতে বড় প্রাণী হলো এই গোরিলা । এরা থাকে আফ্রিকার গহন অরণ্যে । কঙ্গোর অভয়ারণ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এদেরকে । অমিত শক্তিধর এরা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
একটি ডোমেস্টিক গরুর স্টাফ করা দেহ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
নর্দার্ন ফার শীল । অনেক বড় সাইজ হয় এদের । প্যাসিফিক ওসেনের উপকূলে পোকার পরিমাণে পাওয়া যায় এদের । একটি পূর্ণবয়স্ক নর্দার্ন ফার শীল লম্বায় ২.১ মিটার আর ওজনে ২৭০ কেজির মতো হয়ে থাকে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে করা প্রতিটি ফটোগ্রাফস অনেক সুন্দর। ডোমেস্টিক গরুর স্টাফ করা দেহটি দেখে বেশি ভালো লাগছে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের এক জীবন্ত গরু ভুল করে মিউজিয়ামের ভিতরে ঢুকে পরেছে। সবকিছুই একদম জীবন্ত প্রাণীর মতই লাগছে। দাদা আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই প্রাণী গুলোকে দেখতে পাচ্ছি এটার জন্য আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা আপনার এই ফটোগ্রাফস গুলো দেখে এবং বর্ণনা গুলো পড়ে এই প্রাণীগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আজকে বাংলাদেশর ঢাকায় ও রোদ উঠেছে।কিন্তু বাতাসও আছে। সবগুলো ছবিই সুন্দর। দেখতে ভালো লাগছে।ছবিগুলোই এত সুন্দর, একটা বাস্তবে আরো। সুন্দর। ছবিগুলা জীবন্ত লাগছে।
Indian Museum ভ্রমণ পর্বের আজ আঠারো-তম পর্বে আজকে মাংসাশী শিকারী প্রাণী ও নিরীহ তৃণভোজী প্রাণীদের স্টাফ করা দেহের সব ছবি গুলো চমৎকার ছিলো । সব গুলো ফটোগ্রাফির মধ্যে কিছু স্টাফ করা প্রানীদের ফটো এর আগে কখন দেখা হয় নি ,সুধু দাদার জন্য দেখার ভাগ্য হলো এমন মুল্যবান সব প্রানীদের ছবি ।ক্যাপিবারা
শ্লথ, লেমুর, লেমিং, ক্যাঙ্গারু, ডলফিন বোর্নিওর ওরাং ওটাং, ওয়েস্টার্ন লো ল্যান্ড গোরিলা,ওয়েস্টার্ন হাই ল্যান্ড গোরিলা এই প্রানীর ফটোগুলো অসাধারন লেগেছে ।আরও দেখার অপেক্ষায় রইলাম দাদা ।ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর স্টাফ করা প্রাণীদের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
এত কিছুর নাম এত ইতিহাস কেমন করে সহজে জেনে নিতে পারছি আপনার কাছ থেকে দাদা। ওরাং ওটাং আর নর্দান ফার শিল খুব ভালো লাগলো।
দাদা দিনটি আজ ভালোই ছিল আমার জন্য কিন্তু বিকেলবেলা হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেল। একটুখানি ভুলের জন্য পাওয়ার আপ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লাম। যাই হোক ইঁদুরের সাইজ দেখে রীতিমত ভয় পেয়েছি। এত বড় ইঁদুর যদি আমাদের দেশে থাকত তাহলে আর কোন ফসলই মাঠ থেকে ঘরে আসতো না। শুভকামনা রইল আপনার জন্য।
আজকের দিনটি আমাদের এখানে মোটামুটি ঠান্ডা রয়েছে। আর আমার ছেলেটার পক্স ওঠায় মোটামুটি ঘুম আর খাওয়া সব হারাম হয়ে গেছে।😔
অসাধারণ আর অনবদ্য সবগুলো ছবি। অবাক হলাম বিশাল এক ইঁদুর দেখে। ইঁদুরটি সত্যিই ভীষণ বড়। না জানি কত ফসল এরা নষ্ট করতে পারে। আর অন্য সব ছবি দারুন ছিল। দেশীয় জাতের গরুর দেহটা ভালো দেখাচ্ছে। ভালো থাকবেন দাদা, দোয়া ঠিক আপনার পাশাপাশি রয়েছে।
দাদা প্রথমেই আপনার সার্বিক সুস্থতা কামনা করছি, দাদা এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে প্রতিনিয়ত আপনার বিভিন্ন পোস্ট এর মাধ্যমে অদেখা কে দেখা ও অজানাকে জানার একটি মাধ্যম দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের ছবি গুলোর বেশির ভাগ প্রাণীকেই এভাবে কখনো দেখা হয়নি, আর প্রতিটি ছবি এত সুন্দর হয়েছে যে.. মনে হচ্ছে এগুলো জীবন্ত। আর দাদা, আপনি এগুলোর যে জীবনবৃত্তান্ত দিয়েছেন তা আমাদের সাধারণ জ্ঞান কে পূর্ণতা দেবে বলে আমি মনে করি। আবারও অসংখ্য ধন্যবাদ দাদা।🌹🌹🌹