কালীপুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৮steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

কালীপুজো পরিক্রমার শেষদিনের দ্বিতীয় পুজো প্যান্ডেলটি ছিল এ বছরের সর্বশ্রেষ্ঠ পুজো প্যান্ডেল । অবশ্য শ্যামা মূর্তির সৌন্দর্য্যের বিচারে "চার ধাম" থিম পুজো প্যান্ডেলের সুতোর তৈরী প্রতিমাটিই ছিল সর্বশ্রেষ্ঠ প্রতিমা এ বছরের । ওই পুজো প্যান্ডেল পরিভ্রমণের ফোটোগ্রাফি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে । আজকে শেয়ার করতে চলেছি এ বছরের সর্বশ্রেষ্ঠ থিম পুজো প্যান্ডেল এর ফোটোগ্রাফি ।

KNC রেজিমেন্ট কর্তৃক আয়োজিত এই পুজো প্যান্ডেলটি সৌন্দর্য আর আলোক সজ্জার দিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিল এ বছর । এ বছরের থিম ছিল "গৌতম বুদ্ধের গুরুকুল" । গুরুকুল হলো এমন এক প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা যেখানে বিদ্যার্থীরা গুরু গৃহে অবস্থান করে গুরুর সার্বক্ষণিক সান্নিধ্যে শিক্ষালাভ করে থাকেন । বৈদিক যুগের এই শিক্ষা ব্যবস্থা গৌতম বুদ্ধের আশ্রমেও প্রচলন করা হয় এবং পরবর্তীতে সমগ্র ভারতবর্ষে এই বিস্তার লাভ করে ।

এই থিমের উপরে ভিত্তি করেই এই পুজো প্যান্ডেল । পুজো প্যান্ডেলটির চমকপ্রদ আলোকসজ্জার মূল কারিগর ছিল চন্দন নগরের এক বিখ্যাত কারিগর । সমগ্র পুজো প্যান্ডেলটি এত চমৎকার ছিল যে বারে বারে ঘুরে ফিরে দেখেও মনের আশ আর মিটতে চায় না ।

আমরা সবাই এই পুজো প্যান্ডেলে অনেকটা দীর্ঘ সময় কাটিয়েছিলাম । পুজো প্রাঙ্গনে বেশ বড় একটা মেলা বসেছিল । সেই মেলায় আমরা সবাই মিলে কফি, মিষ্টি পান, আইসক্রিম এসব খেলাম । টিনটিনবাবু খেলনা হাতি কিনলো একটা । এরপরে সবাই মিলে শেষ পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ।


পুজো প্যান্ডেলের প্রধান তোরণ ।

তারিখ : ২৭ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুজো প্যান্ডেলের মধ্যে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা ।

তারিখ : ২৭ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ৩৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


অপরূপ আলোকসজ্জা আর অনিন্দ্যসুন্দর প্যান্ডেল ।

তারিখ : ২৭ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আরও কিছু মণ্ডপসজ্জা ।

তারিখ : ২৭ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ৪৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ধ্যানরত বুদ্ধের মূর্তি ।

তারিখ : ২৭ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রধান মণ্ডপে শ্যামা মূর্তি ।

তারিখ : ২৭ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ১৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


Sort:  

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

গৌতম বুদ্ধের গুরুকুল থিমের উপর সাজানো পুজো প্যান্ডেলটি সত্যিই অসাধারণ। বিশেষ করে আলোকসজ্জা গুলো এতটা সুন্দর লাগছে যে দেখে চোখ ফেরাতে পারছিনা দাদা। পুজো প্যান্ডেলের আলোকসজ্জা গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। আর ডেকোরেশনও দারুন হয়েছে। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি যেহেতু আপনার পরিবারের সকলকে নিয়ে সেখানে গিয়েছেন আশা করছি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আর সাথে যেহেতু টিনটিন ছিল তাহলে সময়টা আরো ভালো কেটেছে বোঝাই যাচ্ছে। টিনটিন নিজের পছন্দের খেলনা কিনেছে জেনে ভালো লাগলো দাদা।

 2 years ago 

কলকাতার পূজো মন্ডপগুলোতে এত এত আলোকসজ্জা করা হয়, সত্যি চোখ একদম জুড়িয়ে যায়। গৌতম বুদ্ধের গুরুকূল থিমের উপর সাজানো পূজো মন্ডপটি সত্যিই খুব আকর্ষনীয় করে সাজানো হয়েছে।এই পূজা মন্ডপটি এত সুন্দর করে সাজানো হয়েছিল যে আপনার মন এত দেখেও তৃপ্তি হচ্ছিল না।আপনারা পরিবারের সবাই গেলেন।পুজার প্রাঙ্গনে খুব বড় একটা মেলা বসেছিল, আপনারা সবাই মিলে কফি,আইসক্রিম, মিষ্টি পান খেলেন আর টিনটিন বাবু খেলনা হাতি কিনল।আপনারা বেশ অনেক সুন্দর সময় সেখানে কাটিয়ে পরে অন্য পুজা মন্ডপের উদ্দেশ্যে বেড়িয়ে পরেছিলেন। অনেক ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন দাদা আপনার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভাল থাকবেন।

 2 years ago 

এতো বড় পূজা কখনোই দেখিনি।আপনার আর ছোট দাদার পোস্টগুলোতে বেশ অনেক প্যান্ডেল দেখেছি।সবগুলো পূজার থিমের মতো এই থিমটাও বেশ ইউনিক ছিল।
ছবিগুলোও অনেক ভালো ছিল।শুভ কামনা রইলো দাদা❤️,ভালো থাকবেন।

 2 years ago 

গৌতম বুদ্ধের গুরুকূল থিমের উপর ভিত্তি করে পুজোর প্যান্ডেলে করা ডেকোরেশন টা খুব আকর্ষণীয় হয়েছে। আলোকসজ্জা গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ডেকোরেশন টা সত্যিই অসাধারণ এবং অনেক ইউনিক ছিল। বিভিন্ন ধরনের আলোকসজ্জার পাশাপাশি উপরে হাঁড়ির মতো জিনিসগুলো দিয়ে ডেকোরেশন টা অনেক বেশি ভালো লেগেছে। পরিবারের সবাই মিলে নিশ্চয়ই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

বলতেই হচ্ছে এটা সবচেয়ে সুন্দর। কারণ সাঁজানোটা এতো বেশি সুন্দর হয়েছে যা জাস্ট বলার বাইরে। বিশেষ করে আলোকসজ্জা চোখে পরার মতোন।

This is very amazing footage I really love them @rme
This amazing footage a really engaging
Keep up with the good work @rme