লেভেল ২ হতে আমার অর্জন by @robiul02

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

IMG_20211203_092426.jpg
Location

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে আসতে পেরে নিজেকে অনেক গর্ববোধ মনে করি। কারণ একটা শিশুকে যেমন ছোট থেকে বড় করতে হলে নিয়ম-কানুন আচার-ব্যবহার এগুলো শিখে দিতে হয় ঠিক তেমনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে গেলে অনেক কিছু নিয়মকানুন মেনে কাজ করতে হবে। কিছুদিন আগে @abb-school থেকে আমাদের লেবেল টু এর ক্লাস সম্পূর্ণ হয়েছে। আমি লেবেল টু ক্লাস করে ও লেবেল টু এর লেখচার শিট পড়ে অনেক কিছু শিখেছি। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল এডমিন মোডরেটর গন কে যারা আমাদের কে খুব সহজ ভাবে প্রতিটি ধাপ বুঝাই দিতেছেন। আমি লেবেল টু ক্লাস করে যা বুঝেছি তার আলোকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করে দিবেন।

লেবেল টু এর বিষয় সমূহ গুলো হলোঃ

• সিকিউরিটি
• পাওয়ার আপ
• ডেলিগেশন
• ওয়ালেট নিয়ন্ত্রন

এই বিষয়গুলো ডিসকটে আমাদের প্রফেসরগণ আমাদেরকে অনেক ভালো ভাবে বুঝিয়েছেন এবং লেবেল টু লেকচার শিটে ও অনেক সুন্দর ভাবে দেওয়া রয়েছে। যদি আমরা কোন ভালো কাজ করি এর বিনয়ময়ে আমরা অনেক রিয়াট অর্জন করি সেটা হলো নিরাপত্তা বা সিকিউরিটি। তেমনি স্টিমিট ব্লক কে কাজ করতে হলে আমাদের কিছু নিরাপত্তার বিষয় মনে রাখতে হবে তা হলো বেশ গুরুত্বপূর্ণ হলো পাসওয়ার্ড বা কী। যেগুলো আমাদের স্টিমিটে কাজ করার নিরাপত্তা।

পোস্টিং কী?

সোশ্যাল একটিভিটি জন্য আমরা এই কী ব্যবহার করা হয় বা স্টিমিটে প্রবেশ করতে আমাদের যে কী প্রয়োজন এটাই হলো পোস্টিং কী। এটি একটি গুরুত্বপূর্ণ একটি কী।

এটি ব্যবহার করে আমার অনেক কাজ সম্পূর্ণ করতে পারি। বিশেষ করে স্টিমিটের কাজ সম্পূণ করতে পারি। যেমনঃ স্টিমিট আইডি লগইন করা, কমেন্ট করা, ফলো -আনফলো করা, এডিট করা, শেয়ার করা, অনাখাঙ্কিত একাউন্ট মিউট করা, পোষ্ট করা ও আপভোট বা ডাউনভোট দেওয়া। এসব কাজের জন্য কী খুবেই গুরুত্বপূর্ণ। এনক্রিভ করা এসএমএস গুলো

অ্যাক্টিভ কী?

আর্থিক কাজগুলো করার জন্য এই কী ব্যবহার করা হয়ে থাকে। লেনদেন করতে গেলে এই কী খুব প্রয়োজন হয়। এই কী ছারা লেনদেন করা করা অসম্ভ।স্টিমিটে কাজ করার ফলে আমরা কিন্তু স্টিম বা এসবিডি পাই সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হয় এই কাজ করতে করতে হলে এই কী এর প্রয়জোন। ট্রান্সফারের কাজের জন্য এই কী ব্যবহার করা হয়। পাওয়ার আপ বা পাওয়ার ডাউন করার ক্ষেত্রে এই কী ব্যবহার করার হয়।আবার ডেলিগেশন করার ক্ষেত্রে এই কী ব্যবহার করা হয়।প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা ক্ষেত্রে এই কী ব্যবহার করা হয়৷

উনার কী?

এটি এক ধরনের মালিকানা সংক্রান্ত কী। ব্লগচেইন আমি যদি মালিকানা প্রমাণ করতে চাই তাহলে এই কী এর ব্যবহার করতে হবে। উনার কী এর মাধ্যমে যা যা করতে পারব যেমনঃ একাউন্ট রিকভার করতে পারবো। ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবো এক্টিভ ও পোস্টিং কি রিসেট করতে পারব।

মেমো কী?

এই মেমো কী এর ব্যবহার খুবেই সীমত পর্যায়ে। যেমনঃ এনক্রিপ করা মেজেস পাঠাতে পারবো বা এনক্রিপ করা মেজেস গুলো দেখতে পারবো এই কী এর মাধ্যমে।

মাস্টার পাসওয়ার্ড

সব পাসওয়ার্ড এর মূল হলো মাস্টার পাসওয়ার্ড। এর প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই পাসওয়ার্ড এর সংখ্যা একটু বড় হয়। আমি মনে করি এই পাসওয়ার্ড এর উপর ভিত্তি করে সকল পাসওয়ার্ড তৈরি করা হয়। আমাদের একাউন্ট সমস্যা হলে বা হ্যাক হয়ে গেলে তার মাস্টার পাসওয়ার্ড এর সাহায্যে রিকভার করতে পারবো। উদাহরণস্বরূপ হলো সব মন্ত্রী মিনিস্টার এর মাথা যেমন সরকার তেমনি সব পাসওয়ার্ড এর মূল মাথা হলো মাস্টার পাসওয়ার্ড। সকল পাসওয়ার্ড কে নিয়ন্ত্রণ করে এই মাস্টার পাসওয়ার্ড।

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণঃ

যেহেতু এই পাসওয়ার্ডটি মুল পাসওয়ার্ড। তাই আমাদের এই পাসওয়ার্ড টিকে নিরাপদ ভাবে রাখতে হবে। কেউ যদি এ পাসওয়ার্ড না পায় সেদিকে গুরুত্ব দিতে হবে। আমার যেমন একটা স্কুল সার্টিফিকেট যেভাবে সারা জীবন যত্নে রাখি ঠিক তেমনি ভাবে এই পাসওয়ার্ড টিকে যত্নে রাখতে হবে। আমার চাইলে PDF ফাইল ভালোভাবে রাখতে পারবো।

পাওয়ার আপ

পাওয়ার আপ বলতে স্টিম -কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার এ কনর্ভাট করা বা উন্নতি করা। পাওয়ার আপ মানে নিজের শক্তি বৃদ্ধি করা। স্টিমিটে নিজের সক্ষমতা বৃদ্ধি হচ্ছে পাওয়ার আপ। তাই পাওয়ার বাড়ানো একান্ত আমাদের জরুরী। স্টিমিটে আমারা যদি দীর্ঘ মেয়াদি কাজ করি তাহলে আমাদের অবশ্যই পাওয়ার আপ করতে হবে। দ্রুত পাওয়ার বাড়ানোর একটি উপায় হলো ৫০/৫০ পোস্ট করতে হবে।তাহলে খুব তাড়াতাড়ি পাওয়ার বাড়ানো সম্ভব।

পাওয়ার আপের প্রোসেস গুলো হলোঃ

প্রথম মতে ওয়ালেট যাইতে হবে অ্যাক্টিভ কী ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের ওয়ালেট গিয়ে এসবিডিগুলো স্টিমে কনভার্ট করতে হবে। তারপর ওয়ালেটে স্টিম এর উপর ক্লিক করতে হবে। তারপর Steem ব্যালেন্স এর ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করে পাওয়ার আপ আপশন টা বেঁচে নিতে হবে। তারপর পাওয়ার আপ ক্লিক করে দুইটা অপশন আসবে প্রথম টি হলো ইউজার নাম আর পরেটি হলো অ্যামাউন্ট। অ্যামাউন্ট এই অপশনে আমরা কতো স্টিমে পাওয়ার আপ করবো তা ওখানে লিখতে হবে। তারপর পাওয়া আপ ক্লিক করলে পাওয়া আপ হয়ে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হবে?

সেভিংস মানে নিরাপদে রাখা। আমাদের স্টিম গুলো যদি চুরি বা হ্যাক নাহ হয় সেজন্য সেভিংস এ রাখা হয়। সেভিংস থাকা Steem বা SBD উইথড্র দেওয়ার তিনদিন পর ট্রান্সফারেবল এ যোগ হবে।

মেমো ফিল্ড কী?

কাউকে কোন লিকুইড স্ট্রিম পাঠাতে এ সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে। আমরা যখন কোনো স্টিম বা অন্য কোনো লিকুইড এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এ পাঠাতে চাই। তখন সেই অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করার জন্য একটি কোড থাকে। তার ফলে আমরা সহজে সেখানে ট্রান্সফার করতে পারি।

ডেলিগেশন

ডেলিগেশন মানে হলো আমার কোনো জিনিস অন্যের কাছে কিছু সময়ের জন্য রাখা। আমাদের যত স্টিম পাওয়ার থাকবে তত বড় ভোট দিতে পারবো। আর তত বেশি পরিমাণ রিওয়ার্ড জেনারেল হবে। অন্য কাউকে নিজের পাওয়া ব্যবহার করা জন্য অর্থাৎ ভোট দেওয়ার জন্য দেওয়াকে বলা হয় ডেলিগেশন। অর্থাৎ নিজের স্টিম কিছু সময়ের জন্য কাউকে ব্যবহার করতে দেয়া। আবার চাইলে ফিরে নিয়ে আসতে পারি এটাই ডেলিগেশন।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

ডেলেগেশন ক্যানসেল দেওয়ার ৫ দিন পর সেগুলে আমাদের অ্যাকাইন্টে যোগ হবে।

আবার যদি @heroism এ ২০০ স্টিম থাকে আমি যদি আরো ১০০ এসপি থাকে যোগ করতে চাই। তাহলে আমাকে যা করতে হবে।
ধরুন আপনি @heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করলে। আবার যদি ১০০ এসপি ডেলিগেশন করতে চাই। তাহলে ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে । আমি যদি ভুল করে ১০০ এস.পি ডেলিগেশন দেই তাহলে ৩০০ এস.পি ডেলিগেশনের জন্য আমাকে আগের ২০০ এস.পি ডেলিগেশন বাদ হয়ে টোটাল ১০০ এস.পি ডেলিগেশন করতে হবে । তাই আমি যদি @heroism কে ৫০০ এস.পি ডেলিগেশন করতে চাই তাহলে আমাকে ৫০০ এস.পি লিখতে হবে ।

আশা করি আপনাদের ভালো লাগবে আমার পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দরভাবে প্রতিটি কি গুলো আলোচনা করেছেন।পাওয়ার আপ, ডেলিগেশন এবং মেমো সুন্দর ভাবে আলচনা করেছেন, যা আসলেই প্রশংসার যোগ্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 
আপনাকে অভিনন্দন জানাই আপনি লেভেল ওয়ান অতিক্রম করে লেভেল টু অর্জন করেছেন এবং কি সম্পর্কে আপনি সুন্দর ধারণা দিয়েছেন। প্রতিটি তথ্য সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

প্রথমেই ভাইয়া আপনাকে অভিনন্দন জানাই যে আপনি লেভেল ওয়ান পার করেছেন। তাছাড়া লেভেল 2 এর অর্জন ও আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আশা করছি যে আপনি লেভেল 2 খুব সুন্দর ভাবে পার হয়ে যেতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য এভাবেই যেন আপনি আপনার পরবর্তী লেভেল গুলো সুন্দর ভাবে পার করতে পারেন।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 
  • লেভেল টু ভেরিফিকেশন এ আপনাকে স্বাগতম। ভাই আপনার পোস্টে খুব সুন্দর করে স্টিমিট এর গুরুত্বপূর্ণ কি গুলো উপস্থাপন করেছেন। বিশেষ করে পোস্টিং কি থেকে শুরু করে মাস্টার পাসওয়ার্ড পর্যন্ত অনেক সুন্দর আলোচনা ছিল এবং সেইসাথে আপনি কমিউনিটির পাওয়ার আফ এবং ডেলিগিশন সম্পর্কে আলোচনা করেছেন। সব মিলিয়ে অনেক ভাল একটা পোস্ট ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

ভাইয়া আপনি লেভেল ওয়ান অতিক্রম করে লেভেল টু অর্জন করেছেন এবং লেভেল 2 এ যা যা শিখেছেন তা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া। দোয়া করি আপনার জন্য আপনি যেন তারাতারি সবগুলো লেভেল পেরিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ আপনার জন্য শুভকামনা রইল আপনি ও যদি সব লেভেল পেরিয়ে যেতে পারেন।

 3 years ago 

ডেলিগেশন এর বিষয় টা ভালোই বুঝিয়েছেন। আমি নিজেই প্রথমে এই ভুল টা করেছিলাম। আমি ভেবেছিলাম ১০০+ আছে তার মানি এত দিলে ওই টার সাথে এড হবে। পরে বুঝেছি না এটা ভুল। ঠিক লাস্ট টাইম আমার ডেলিগেশন যা রাখতে চাই সেটাই কাউন্টে দিতে হবে। ভালোই লিখেছেন আপনি। আশা করি সামনে ভালো কিছু করতে পারবেন। ❣️❣️❣️

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

লেভেল 2 থেকে আপনি স্টিমিট সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়েছেন যা আপনাকে এই জগতে পরিপক্ক করে তুলবে। আপনি যে বিষয়গুলো শিখেছেন তার সম্পর্কে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আমাদের সামনে মাঝে তুলে ধরেছেন। আপনি অনেক কিছু শিখেছেন দেখে ভালো লাগলো ।আপনার ধারাবাহিকতায় এভাবেই চালিয়ে যান একদিন সফলতা পাবেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

Level-২ থেকে প্রাপ্ত শিক্ষা গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। লেভেল 2 এর আলোচ্য বিষয় সবকিছু সুন্দরভাবে এবং বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি খুব শীঘ্রই লেভেল থ্রিতে উন্নত হবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম ।আশা করি লেভেল টু এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। আপনি এভাবে ক্লাস করতে থাকলে আপনি স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনার পরবর্তী সময়ে অনেক কাজে দিবে আশাকরি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।৷