RE: "লাজুক খ্যাঁক" নিয়ে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট
দাদা আপনি আমাদেরকে আমার বাংলা ব্লগের মাধ্যমে যেই সুযোগ সুবিধা দিয়েছেন। এবং কি নিজের মনের ভাব বাংলায় প্রকাশ করার যে সুযোগ তৈরি করে দিয়েছেন এতে আপনি একজন মহান ব্যক্তি। আমাদের সাই-পক্স, আমার বাংলা ব্লগ, এবিবি স্কুল এগুলোর মাধ্যমে আপনি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন। এবং আমাদের সাথে মডারেটরগণ থেকে শুরু করে আপনি সহ সবাই সহযোগিতামূলক আচরণ করে প্রতিনিয়ত এতে কোনো দ্বিমত পোষণ করার মতো কিছু নেই। আপনার দেওয়া বিধি-নিষেধ মেনে চলা আমাদের জন্য অতি জরুরি আমি মনে করি। এবং আপনার বিধি-নিষেধ প্রতিনিয়ত মেনে চলার চেষ্টা করছি এবং এভাবেই চলবো। আমাদের মাঝে সাই-পক্স, আমার বাংলা ব্লগ, এবং এবিবি স্কুল এর সম্পর্কে অনেক নতুন পরিবর্তন এনেছেন আর সেগুলি আমাদের সুবিধার্থেই। তবে আমার কাছে একটু খারাপ লাগছে যে আমি প্রতিনিয়ত জেনারেল চ্যাটে আপনাকে আর পাব না এটা শুনে খুবই মর্মাহত। তবুও আপনি আশ্বাস দিয়েছেন যে আপনি আমাদের পাশে থাকবেন। আপনার প্রতি ভালোবাসা অবিরাম দাদা।