You are viewing a single comment's thread from:
RE: ফলাফল ঘোষণা : প্রতিযোগিতা "NFT এর জন্য আর্ট নির্মাণ করুন আর পুরস্কার জিতুন"
এনএফ টি আমাদের জন্য অসাধারন একটি কনটেস্টের আয়োজন করেছেন। সবাই আগ্রহ নিয়ে অনেকগুলো চিত্র অংকন করেছে এবং কি দারুন চিত্রাংকন উপহার দিয়েছে। আর সেই সাথে আপনিও স্পেশাল উপহার দিয়েছেন, বিজয়ী ঘোষণা করেছে আসলেই বিষয়টি অনেক আনন্দদায়ক ছিল দাদা। আপনি মাঝে মাঝে আমাদেরকে স্পেশাল কিছু উপহার দিয়ে থাকেন যার মধ্যে এই উপহার টা অনেক বিশাল এবং স্পেশাল ছিল। আমি অংশগ্রহণ করতে না পেরে খুবই আফসেট ছিলাম, কারণ কর্মব্যস্ততা এমন একটা জিনিস একই সাথে দুটি প্লাটফর্মে কাজ করা খুব কষ্টকর। এখন থেকে চেষ্টা করবো প্রতিটি কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। এবং বিজয়ী কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।