ভালোবাসা গভীরতাটা মাপা খুব কঠিন। আবার কখন জানি মনের অজান্তেই মনে শ্যাওলা পড়ে যায় এবং সেখানে ভালবাসার আস্তে আস্তে কমে সেখানে আবর্জনার কচুরিপানা পড়ে ভরে যায়। একটা সময়ে ভালোবাসা একেবারেই হারিয়ে যায় যা কখনো প্রত্যাশায় ছিল না। দাদা আপনার কবিতাটিতে বুঝতে পারলাম সীমাহীন ভালোবাসা একটা সময় গিয়ে আস্তে আস্তে হালকা হয়ে যেতে থাকে। আপনার কবিতার মর্মার্থ গুলো খুবই কঠিন। জীবনের সত্য কথা গুলোই ফুটে উঠেছে। আমাদের সাথে এত সুন্দর একটা কবিতা ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালবাসা অবিরাম দাদা।
Thank You for sharing Your insights...