বার্থডে গিফট কিনতে যাওয়া
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে
স্বাগতম। আজকের ব্লগে আমার এক পরিচিত ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে যাওয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার কাকুর ছেলের বার্থডে দুই দিন পরে তার জন্যই বার্থডে গিফট কিনতে যাব বলে আজ ভেবেছিলাম। সেই ভাবনা থেকেই বিকাল বেলা চলে যায় বিভিন্ন জায়গায় কেনাকাটার উদ্দেশ্যে। আমার কাকুর ছেলের বয়স খুব বেশি না, এইবার পাঁচ হবে। তাই প্রথমে ভেবেছিলাম তার জন্য কোন খেলনা গিফট করবো। তবে খেলনা দিলে কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাই অনেক ভাবনাচিন্তার পরে এবং মায়ের সাথে পরামর্শ করার পরে চিন্তা করলাম ভাইকে এই শীতের সময় একটি জ্যাকেট গিফট করবো।
জামা কাপড় কেনার জন্য আমাদের এখানে বেশ কয়েকটি শপিংমল রয়েছে। ঐসব জায়গায় কম দামের মধ্যে বেশ ভালো ভালো ড্রেস পাওয়া যায়। মাঝে মাঝে সেখান থেকে কিনে থাকি আমি। সেই জন্য কিছু জায়গা ঘোরার পরে আমি গেছিলাম জুডিও তে। সেখানে গিয়ে বাচ্চাদের সেকশনেকে বিভিন্ন ধরনের জামা কাপড় গুলো দেখলাম। ছোট বাচ্চাদের জামা কাপড় আগে তেমন একটা কেনা হয়নি সেই কারণে একটু কনফিউশনেই ছিলাম কোনটা কিনলে ভালো হবে বা কোনটা ভালো হবে না এই নিয়ে। তবে অনেক দেখার পরে অবশেষে একটা সোয়েটার আমার বেশ পছন্দ হয়। যেহেতু শীতের সময় তাই মনে হয় এই গিফটটাই তার জন্য বেশি পছন্দের হবে। এর দাম ৬০০ টাকা নিয়েছিল। দামটা মোটামুটি ঠিকই নিয়েছিল, খুব বেশি নিয়েছিল সেটা বলবো না। যাই হোক, সেখান থেকে কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়ি আমি। তারপর বাইরে এসে দোকান থেকে দুটি চকলেট কিনে রাখি পরের দিন দেওয়ার জন্য। এভাবেই বার্থডে গিফট কেনা সম্পন্ন হয় আজকে আমার।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | মধ্যমগ্রাম, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.