শীতের পোশাক কেনার উদ্দেশ্যে শপিং মলে যাওয়া

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে শীতের জন্য টুকটাক কাপড় কিনতে যাওয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই জানো যে এখন শীতের সময় চলছে। কোন কোন দিন বেশি শীত পড়ছে আবার কোন কোন দিন কম শীত। এই শীতের সময় শীতের কাপড়ের কিন্তু অনেক প্রয়োজন হয়। আসলে প্রতিবছরই আমি টুকটাক শীতের জন্য কাপড় কিনে থাকি। কোন বছর একটা পরার পর পরের বছর সেটা আর পরা যায় না। তাই প্রত্যেক বছরেই টুকটাক কিনে থাকি। আর আমি যেহেতু বেশি দামের কিনি না তাই প্রতিবছর কিনতে তেমন একটা অসুবিধাও হয় না। এই বছর বেশ আগে থেকেই ভাবছিলাম কিনতে যাব। কিন্তু সময় ঠিক করে উঠতে পারছিলাম না। অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকতে হচ্ছিলো।

20241222_195355.jpg

20241222_195003.jpg

অবশেষে আজ সময় করে একাই বেরিয়ে পড়ি শীতের টুকটাক কাপড় কেনার উদ্দেশ্যে। আমাদের আশেপাশে বেশ কয়েকটি শপিংমল আছে। আমি আজ সিদ্ধান্ত নিয়েছিলাম সব কয়টিতে টুকটাক ঘুরে ঘুরে তারপর পছন্দমত শীতের কাপড়-চোপড় কিনব। এজন্য আমি প্রথমে গেছিলাম জুডিওতে। আসলে জুডিওতে অনেক ভেরিয়েশনের কাপড় পাওয়া যায়। অনেক স্টাইলিশ কাপড় গুলো এখানেই আগে দেখা যায়। তাই সেখানেই গেছিলাম কেনার উদ্দেশ্যে। তাছাড়া বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু এখান থেকে কিনেছিল। তার কাপড় দেখে আমার পছন্দ হয়েছিল তাই প্রথমে আমি সেখানেই গেছিলাম। কিন্তু গিয়ে দুঃখের বিষয় হলো যে আমার কোন কিছুই পছন্দ হয়নি। আসলে কয়েক মাস আগের সেই স্টক গুলো শেষ হয়ে গেছে।তাই আমার পছন্দ হয়নি সেখানে গিয়ে। তারপর চলে আসি স্টার মলে।

20241222_195001.jpg

20241222_202913.jpg

আসলে স্টার মলে অনেকগুলো পোশাকের জায়গা রয়েছে। এক এক করে সবকিছুই দেখি সেখানে গিয়ে প্রথমে গেছিলাম ম্যাক্সে। ম্যাক্স এ গিয়ে আমি যে টাইপের চাইছিলাম সেই টাইপের পাই না। তারপর তার উপরের ফ্লোরে চলে যাই কলকাতা বাজারে। সেখানে গিয়ে বেশ কয়েকটি ট্রাইল দিয়ে দিয়ে দেখি এবং অবশেষে একটি পছন্দ হয়ে যায়। আসলে হাতে সময় কম হয়ে গেছিল বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে। সেটা না হলে আরও দুই একটি পছন্দ করে নিয়ে আসতাম। যেহেতু লেট হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি একটি পছন্দ করেই আজকের শপিং শেষ করে বাড়ি চলে আসি।

20241222_210236.jpg

20241222_211723.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীলাইফ স্টাইল
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

শীতকাল এলেই শীতের পোশাক বাজার আসে অনেক রকমের। বেশ ভালোই করেছেন শপিং করে। নতুন নতুন পরলে দেখতেও ভালো লাগে।

 3 days ago 

শীতকাল এলে মার্কেটে প্রতিবছর নতুন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর শীতের পোশাক বের হয়। তাই আমাদের অনেক শীতের পোশাক থাকতেও আমরা ছুটে চলে যাই মার্কেটগুলোতে নতুন ডিজাইন ও সুন্দর শীতের পোশাক কেনার জন্য। বেশ ভালো করেছেন ভাইয়া শীতের জন্য মার্কেটে নতুন পোশাক কিনতে গিয়েছেন। আমারও শীতের জন্য একটা ব্লেজার পছন্দ হয়েছে সময় করতে পারছি না যাওয়ার জন্য।

 3 days ago 

শীতের পোশাক কেনার উদ্দেশ্যে শপিং মলে যাওয়া অনুভূতি সত্যিই খুব দারুণ হয়। শীত মৌসুম এলে গরম কাপড় কেনাকাটার উৎসব চলে আসে। তবে নতুন কাপড় পরলে মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়। প্রচন্ড শীতের জন্য আমিও কিছুদিন আগে একটি জ্যাকেট কিনে নিয়ে এসেছি।

 3 days ago 

শপিং করার ব্যাপারটাই অনেক আনন্দের। শীতের সময় কম বেশি সকলেই শপিং করে থাকে। এ সময় বাজারে নতুন নতুন ধরনের শীতের কাপড় আসে। নতুন নতুন জিনিস কিনে পড়তে বেশ ভালোই লাগে। শীতের কাপড় কেনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো।

 3 days ago 

সিজন চেঞ্জ হলে একটু শপিং করতে হয়। ভালো লাগলো আপনার শপিং করার মুহূর্তগুলো দেখে। বেশ কয়েকটা শপিংমল ঘুরে তারপর পছন্দমত কেনাকাটা করেছেন। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

মার্কেটে গেলে অনেক সময় অনেক কিছু পছন্দ হয় না নিজের মত হয় না। আপনার বন্ধু যে মার্কেট থেকে কেনাকাটা করেছে সেখানে দিয়ে আপনার পছন্দ হয় নাই। যাই হোক অনেক ঘুরাঘুরি করে একটি আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। আসলে মার্কেটে গেলে যখন নিজের পছন্দমত কিছু না হয় তখন নিজের কাছে খারাপ লাগে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।