গতকাল বিকালে একটু গ্রামের দিকে ঘুরতে গেছিলাম।

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে ঘোরাঘুরি রিলেটেড একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই জানো যে আমি ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি। শীতের শুরুর দিকেই বেশি ঘোরাঘুরি করা হয়ে থাকে সাধারণত। যদিও অতিরিক্ত শীত যখন পড়বে তখন ঘোরাঘুরিটা একটু কমে যাবে।তবে এখন বেশ ঘোরাঘুরির বেশ ভালো সময়।আর এই সময় একটু গ্রামের দিকে গেলে ঠান্ডা ঠান্ডাও লাগে।অভারল একটা ভালো ওয়েদার এনজয় করা যায়।গতকাল বিকালে আমি এবং আমার এক বন্ধু দুইজনে মিলে গেছিলাম গ্রামের দিকে ঘুরতে।আসলে প্রথমে আমরা দুপুরের দিকে গেছিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে।

20241117_110649.jpg

20241117_110710.jpg

তারপর কিছু সময় গিয়ে সেই বন্ধুর বাড়ি রেস্ট করি। তারপর পুনরায় একটু বিকালে আবার ঘুরতে বেরিয়ে পড়ি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে এবং নতুন প্রকৃতির সাথে পরিচয় হতে আমার বেশ ভালই লাগে। আমাদের আশেপাশে অনেক জায়গায়ই থাকে যে জায়গা গুলো দেখতে অনেক সুন্দর থাকে।তবে আমাদের চোখ সেখানে পড়ে না।তবে আমরা যদি একটু খেয়াল করে সেইসব জায়গা ঘুরি তবে সেইসব জায়গা ঘুরেও আলাদা একটা ভালো লাগা কাজ করে আমাদের মনে। আমরা ঘোরাঘুরির জন্য এইরকমটা প্ল্যান করেছিলাম কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় যেতে হবে সেই সম্পর্কে আমাদের ধারনা ছিল না। আমরা শুধু এক রাস্তার পরে আর এক রাস্তা এভাবেই একের পর এক জায়গা ঘুরেই যাচ্ছিলাম। গন্তব্যহীন ভাবে ঘুরলে আরও বেশি প্রকৃতি ইনজয় করা যায়। এটা আমার কাছে মনে হয়।

20241117_110700.jpg

20241117_110657.jpg

এই ঘোরাঘুরি সময় বিভিন্ন রকম পরিবেশ দেখে আমার মনে একটা সজীবতা কাজ করে। আমি এবং আমার বন্ধু যেহেতু বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলাম। তাই আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটা সহজ হয়েছিল। গতকাল ঘোরাঘুরি সময় আমার একটি প্রিয় স্থান ইউনিভার্সিটির পিছনের জায়গা এখানেও গেছিলাম। আসলে সেই জায়গায় অনেক আগেও যাওয়া হতো। তবে অনেকদিন সেখানে যাওয়া হতো না সময়ের অভাবে। এবার যখন গেছিলাম আলাদাই একটা ভালো লাগা কাজ করছিল। এসব ঘোরাঘুরির সময় একটি খালও আমরা দেখতে পাই।

20241117_163351.jpg

20241117_162536.jpg

20241117_162534.jpg

যদিও এটি একটি নোংরা খাল ছিল তবে তার উপর যে ব্রিজ ছিল তার উপর দিয়ে যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল। তাছাড়া সেই ব্রিজের দুই পাশের প্রকৃতিও ভালো লাগছিল। তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় কিছুটা অন্ধকার হয়ে গেছিলো। এইজন্য ফটোগুলো ভালো আসেনি। যাইহোক, এভাবে এলোমেলো ভাবে অনেক ঘোরাঘুরি করেছিলাম গতকালকে। এতোটুকুই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার ছিল।

20241117_162532.jpg

20241117_162521.jpg

20241117_162519.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীট্রাভেল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনতালধারিয়া, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনারা দুপুরে ঘুরতে যেয়ে বন্ধুদের বাসায় রেস্ট করে তারপর বিকেলে ঘুরতে গিয়েছিলেন। বিকেলে ঘুরতে যেয়ে আসলে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ।যেগুলো দেখে
ভালো লাগলো ধন্যবাদ শুভকামনা রইল।

 4 months ago 

আপনি গতকাল বিকালে গ্রামের দিকে ঘুরতে গিয়েছিলেন দেখে খুবই ভালো লাগলো। বিকালের দিকে গ্রামের গ্রামীণ পরিবেশ গুলো ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন যা সত্যি ভালো লাগার মত। বিশেষ করে ইউনিভার্সিটির পিছনের জায়গা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 4 months ago 

গ্রামে গিয়ে বিকেলে ঘুরতে গিয়েছেন। শীতের এই সময়টা সবাই একটু বেশি ঘেরা ঘোরাঘুরি করে। এই সময়টা খুব একটা ঠান্ডাও থাকে না আবার গরমও থাকেনা ঘোরাঘুরি করার জন্য সবথেকে সুন্দর সময় আমার মনে হয়। আপনি ঘুরতে গিয়ে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কিছু ছবি ক্যাপচার করেছেন। বাংলার মাঠে সোনার ধানের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো। এই সময় এই সোনার ধান গুলো দেখতে খুব ভালো লাগে। হেমন্তের এই পাকা ধান দেখলে চোখ জুড়িয়ে যায়। খুব সুন্দর ভাবে উপস্থাপনা করে ঘোরাঘুরির মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

দারুন একটি ট্রাভেল পোস্ট শেয়ার করলে ভাই। এমন সুন্দর গ্রামের ছবি আমার সব সময় ভালো লাগে। আসলে শহরে থাকার জন্য গ্রামের চিত্র খুব একটা চোখে পড়ে না। তাই গ্রাম বাংলার এমন মাঠ ঘাট গাছপালা দেখলেই যেন মন ভালো হয়ে যায়। যদিও একটু অন্ধকার হয়ে গেছিল, তবুও সবকটি ছবি বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। আর খালটি নোংরা হলেও ছবিতে বেশ সুন্দর দেখাচ্ছে।

 4 months ago 

গ্রামে সময় কাটাতে ভালোই লাগে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখা যায় এখানে। বেশ ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে। দারুন হয়েছে আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেখানে। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

মাঝে মাঝে গ্রামের দিকে ঘুরতে যেতে সত্যি অনেক ভালো লাগে। আর গ্রামীন পরিবেশে ঘোরাঘুরি করতে ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো।

 4 months ago 

এখনকার ওয়েদারে গ্রামের দিকে ঘুরাঘুরি করতে খুব ভালো লাগবে। আমারও ইচ্ছে আছে খুব শীঘ্রই বিকেল বেলা গ্রামের দিকে একটু ঘুরতে যাওয়ার। যাইহোক আপনার বন্ধুর সাথে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন তাহলে। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।