বড়দিনে গির্জায় যাওয়া
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন গির্জায় যাওয়ার নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব।
তোমরা সবাই জানো যে ২৫ ডিসেম্বর বড়দিন ছিল। এই দিন টি আসলে খ্রিস্টান ধর্মালম্বী মানুষদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে সব মানুষই এই দিনটি পালন করে থাকে। এই দিনটিতে সবাই বাড়িতে কেক নিয়ে আসে এবং কেক কেটে উদযাপন করে থাকে। আসলে ধর্ম যার যার উৎসব সবার, সেভাবেই এই দিনটি আমরা পালন করে থাকি সবাই মিলে। প্রত্যেক বছরই বড় দিনের দিন আমি গির্জায় যাই। আমাদের বারাসাতে কয়েকটি গির্জা রয়েছে তবে আমি যে গির্জায় গেছিলাম, সেই গির্জাটি বেশি বড়। ২৫ ডিসেম্বর হাজার হাজার মানুষের সমাগম হয় এই গির্জায়। সব ধর্মের মানুষই এই গির্জায় আসে এবং মোমবাতি জ্বালিয়ে নিজেদের উইশ এখানে বলে থাকে।
এই বছর আমি একা ই গেছিলাম গির্জায়। আমি স্কুটি করে গেছিলাম আর এই ভিড়ের কারণে স্কুটি রাখতেও অনেক অসুবিধা হচ্ছিল। তবে একটা জায়গায় স্কুটি রেখে গিয়ে দেখি হাজার হাজার মানুষ সেখানে রয়েছে। যাই হোক, ভিড়ের মধ্যে সেখানে গিয়ে কয়েকজন বন্ধুদের সাথে দেখা হয় এবং তাদের সাথে কথাও হয়। প্রতিবছরই গির্জা এর চারপাশ খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয় বিভিন্ন কালারের লাইট দিয়ে। আমাদের কলকাতা শহরে কিন্তু অনেক বড় করে এই আলোকসজ্জা তৈরি করা হয় বড়দিন উপলক্ষে। আমাদের বারাসাতে অত বেশি করা না হলেও যতটা করা হয় তা দেখার মত হয়। যাইহোক, সেখানে গিয়ে ঘোরাঘুরি শেষ করে এবং কিছুটা সময় সেখানে কাটিয়ে মোমবাতি জ্বালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করি আমি।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
বড়দিনের দিন গির্জায় যেতে খুব ভালো লাগে। আসলে এটি ক্রিস্টান ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এখন যেন আপামর বাঙালির কাছে নিজের উৎসব এ পরিণত হয়েছে। এই বড়দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তুমি গির্জায় গিয়ে দারুন সুন্দর ব্যাখ্যা আমাদের সামনে তুলে আনলে। আমিও সেই দিন শ্রীরামপুরের গির্জায় গিয়েছিলাম। আজকেই ইচ্ছে আছে সেটা নিয়ে লিখব। তোমার পোস্ট পড়ে আমার ইচ্ছে আর বেড়ে গেল।
২৫শে ডিসেম্বর আমিও মাঝেমধ্যেই গির্জায় যাই। বেশ ভালই লাগে এত সুন্দর লাইটিং আর ডেকোরেশন থাকে। আপনার পোষ্টের মধ্যে দেখতে পাচ্ছি ওখানকার গির্জায় বেশ সুন্দর ডেকোরেশন ছিল। এবছর অনেক সুযোগ থাকলেও আমি গির্জায় যাওয়ার সুযোগটা হারিয়ে ফেললাম। যাই হোক আপনার পোস্ট দেখে বেশ ভালই লাগলো।
ঠিক বলেছেন ভাই,ধর্ম যার যার উৎসব সবার। বড়দিনে গির্জায় গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। চারিদিকে লাইটিং আর লাইটিং। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।