ব্লেজার বানানোর উদ্দেশ্যে রেমন্ডে যাওয়া
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ বিকালে ব্লেজার বানানোর উদ্দেশ্যে রেমন্ডে গেছিলাম তাই নিয়ে কিছু কথা শেয়ার করব। আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ব্লেজার তৈরি করব । সত্যি বলতে আমার বানানো কোন ব্লেজার নেই । আসলে ব্লেজার বানানো একটা কস্টলি ব্যাপার তাই কখনো বানানো হয়নি। অনলাইনে কিনতে পাওয়া যায় সেগুলো সাধারণত ৩০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে ভাল পাওয়া যায়। তবে বানানোর জন্য যে ১০ হাজার টাকার উপরে খরচ হয় মোটামুটি ব্লেজার বানাতে গেল তা আজকে ভালোভাবে বুঝতে পারলাম।
আসলে বিভিন্ন ওকেশন পারপাসে মানুষ ব্লেজার পরে। তবে আমি সবকিছু সেভাবে না করলেও এইবার একটু ইচ্ছা করলো। যাইহোক, ব্লেজার বানানোর দিক থেকে রেমন্ড সব থেকে ভালো আমার জানা মতে। সেই কারণেই গেছিলাম রেমন্ডে ব্লেজার বানানোর উদ্দেশ্যে। আমার বাজেট ছিল মোটামুটি পাঁচ থেকে সাত হাজারের মধ্যে।তবে সেখানে গিয়ে দেখলাম যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে তৈরি করতে গেলে ১০ হাজার টাকার উপরে খরচ পড়বে। আমাদের বারাসাতে চার থেকে পাঁচটি রেমন্ড শপ রয়েছে। আমি প্রায় সবকটিতেই যাই । সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ব্লেজারের কাপড় আমি পছন্দও করি। তবে যেগুলো পছন্দ হয়েছিল সেগুলোর দাম বেশি থাকায় বানাতে পারিনি। তবে এবার রেমন্ড গিয়ে একটা বিষয় দেখে অবাক হলাম যে, এক এক রেমন্ডে মেকিং চার্জ এক এক রকম । কোন একটা রেমন্ডের দোকানে সাড়ে তিন হাজার মেকিং চার্জ আবার কোন দোকানে চার হাজার! এরকমটার কারণ আমার যদিও জানা নেই।
আসলে রেমন্ড গিয়ে রেডিমেট ব্লেজার গুলোও দেখেছিলাম। তবে সেগুলো ফিটিং ভালো করে হচ্ছিল না সেই কারণে বানানো গুলোই সেখানকার লোকেরা সাজেস্ট করছিল। যাইহোক, ওভারাল সব কয়টি দোকান ঘুরে একটা ভালো অভিজ্ঞতা হলো। তবে ব্লেজার বানানোর শখ টা পূরণ হলো না । দেখা যাক বাজেট একটু বাড়াতে পারলে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো থেকে একটি ব্লেজার বানাবো। তবে আপাতত অনলাইন থেকে ব্লেজার কিনেই পড়তে হবে যেটা বুঝতে পারছি। যাইহোক, এতোটুকুই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার ছিল।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.