You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-৭০ || ভাত ছিটালে কাকের অভাব হয় না-এই কথাটি কেন বলা হয়?

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাত ছিটালে কাকের অভাব হয় না-এই কথাটি কেন বলা হয়?

এখানে কাক কে স্বার্থপর মানুষের সাথে তুলনা করা হয়েছে। কাকরূপী ঐসব স্বার্থপর মানুষকে যখন কোন কিছু দেওয়া হবে তখন তাদের দেখা পাওয়া যাবে কিন্তু সেই দেওয়া মানুষটার কখনো কোনো কিছুর প্রয়োজন পড়লে ওই সব মানুষের আর দেখা পাওয়া যায় না তাই এই কথাটি বলা হয়।

Sort:  
 2 years ago 

বাস্তবসম্মত একটি উত্তর দিয়েছেন অনেক ভালো লেগেছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

প্রথমে ভেবেছিলাম একটু মজার উত্তর দেব পরে ভাবলাম সবাই মজার উত্তর দিয়েছে তাই একটু বাস্তবধর্মী উত্তর দেওয়া যাক।

 2 years ago 

অনেক ভালো হয়েছে ভাই অতুলনীয় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি বলতে বাস্তবটা এমনই, তবে কাক জানলে কিন্তু আপনার খবর আছে, মাথা ঠুকরে সব চুল নিয়ে যাবে 😅🤣🤣

 2 years ago 

এমনিতেই চুল হাওয়াতে নিয়ে যাচ্ছে আর দুটো চুল কাকে নিয়ে গেলে ক্ষতি কি!🤓😂🤓😂