You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৮২ | অসহ্য গরম, আপনি কিভাবে সহ্য করছেন।

in আমার বাংলা ব্লগlast year

দাদা , গরমে নরম হয়ে গেছে 😳। অসহ্য গরম আর সহ্য করতে পারছি না সেইজন্য পাশে একটি জল ভর্তি বালতি নিয়ে রেখেছি। যখনই গরম লাগছে গায়ে একটু জল দিয়ে নিচ্ছি। এছাড়াও বেশি বেশি করে ঘুমাচ্ছি। ঘুমানোর আগে কষ্ট হলেও যখন ঘুমিয়ে পড়ছি তখন তো আর কষ্ট হচ্ছে না। এইজন্য এখন গড়ে প্রায় ১৮ ঘণ্টা প্রতিদিন ঘুমাচ্ছি গরম থেকে বাঁচার জন্য। 🤪🥵 আমার এক দাদু ছিল সে গরমকাল হলেই খাটের নিচে গিয়ে শুয়ে থাকতো। মাঝে মাঝে আমিও সেই ফর্মুলা এপ্লাই করছি।