You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৮
জীবন এক অজানা সমুদ্রের মতো
ভ্রমণ করি সবাই,
পার করার বৃথা চেষ্টা
আমরা করি ভাই।
প্রতিদিন সূর্য উদয় হয়
ভোরের আলো পাই,
আমরা যাত্রা করি প্রতিবার
নতুন জীবনের আশায়।
সময় অনেক দ্রুতগামী
কেমন সে যায় ভাই,
আমরা কি জীবন যুদ্ধে জিততে পারি
কেবল বিশ্বাসের আশায় ভাই?
সমুদ্রের তরঙ্গ যেমন অবিরাম,
জীবনটাও তাই,
এই জীবনে যাত্রা সবার
বেঁচে থাকার লড়াই।
অনেক মূল্যবান কিছু কথা লিখেছেন ভাই।
আমার কথা গুলো আপনার মূল্যবান লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।