You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪৪
অনেক ছোটবেলায় সাঁতার শিখেছি আমি। গ্রামে থাকার কারণে পুকুরে সাঁতার শেখার সুযোগ হয়েছিল ছোটবেলাতে। এই কাজে আমাকে সাহায্য করেছিল আমার প্রতিবেশী এক দাদা। কলা গাছ কেটে পুকুরে ভাসিয়ে সেটা ধরে ধরে আমাকে সাঁতার শিখিয়েছিল। একবার আমাকে সাঁতার শেখানোর সময় আমার সেই দাদা একটু অন্যমনস্ক হয়ে গেছিল। সে নিজের কি যেন কাজে ব্যস্ত হয়ে গেছিল আর অন্যদিকে একা একা সাঁতার কাটার সময় আমার হাত থেকে কলা গাছটি ছুটে যায়। আমি তখনো পুরোপুরিভাবে সাঁতার কাটা শিখে পারিনি সেই কারণে কলা গাছ হাতের কাছে না পেয়ে আমি জলে হাবুডুবু খেতে থাকি । নোংরা পুকুরের জল অনেকটা খাওয়ার পরে আমার সেই দাদা আমাকে উদ্ধার করে। সেই বার যে পরিমানে পুকুরের জল খেয়েছিলাম সেই ঘটনা কখনোই ভোলার নয়।🤪🤪
কেমন টেস্ট ছিলো ?🤣
জলের মধ্যে পঁচা পাতার গন্ধ ছিল এতোটুকু মনে আছে দাদা 🤪।